|
|
|
|
উইম্বলডনে অঘটনের দিনে জয়ী ভারতীয়রা |
সংবাদসংস্থা • লন্ডন |
একই দিনে ঘাসের কোর্টের গ্র্যান্ড স্লাম থেকে বিদায় মেয়েদের দ্বিতীয় বাছাই জোনারেভার! পুরুষ সিঙ্গলসে সেরা মার্কিন চ্যালেঞ্জ অ্যান্ডি রডিকের! প্রাক্তন বিশ্বসেরা মেয়ে কুজনেৎসোভার! অঘটনের ত্র্যহস্পর্শের মধ্যে অবশ্য নিজেদের ম্যাচ জিতে উইম্বলডনে পরের রাউন্ডে এগিয়েছেন ভারতীয়রা। মেয়েদের ডাবলসের প্রি-কোয়ার্টারে পৌঁছে গেলেন ইন্দো-রুশ জুটি সানিয়া-ভেসনিনা। জয় দিয়ে পুরুষ ডাবলসে অভিযান শুরু করেছে লি-হেশের ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’। এমনকী জাপানি সঙ্গী নিশিকোরিকে নিয়ে সোমদেব দেববর্মনও ডাবলসের দ্বিতীয় রাউন্ডে এগোলেন। তারকাদের মধ্যে জিতেছেন মেয়েদের শীর্ষ বাছাই ওজনিয়াকি এবং শারাপোভা।
|
|
হর্ষ: জয়ের পর লি-হেশ। |
গত সাত বছরের মধ্যে তিন বারের রানার্স রডিক আজ উইম্বলডনে তাঁর দ্বিতীয় কুৎসিত পারফরম্যান্স করলেন। তৃতীয় রাউন্ডে স্পেনের ফেলিসিয়ানো লোপেজের কাছে স্ট্রেট সেটে ৩-৬, ৪-৬, ৬-৪ হেরে। এগারো বার উইম্বলডন খেলে এরও আগে (দ্বিতীয় রাউন্ডে) এক বারই হেরেছেন বিশ্বের দশ নম্বর রডিক। এ বারের অষ্টম বাছাইকে উইম্বলডনের শুরুর দিকে ছিটকে দেওয়ার কারিগর লোপেজ অবশ্য একেবারে অনামী নন। বার দুয়েক (২০০৫ ও ’০৮) উইম্বলডনে কোয়ার্টার ফাইনাল খেলেছেন। তবে রডিকের হারে পুরুষ সিঙ্গলসে বলার মতো মার্কিন প্লেয়ার আর কেউ রইলেন না।
বালগেরিয়ান মেয়ে স্বেতানা পিরনকোভা আবার গত বছরের সেমিফাইনাল হারের মধুর বদলা নিলেন। জোনারেভাকে ৬-২, ৬-৩ চুরমার করে। অন্য তিনটে গ্র্যান্ড স্লামে দ্বিতীয় রাউন্ড টপকাতে না পারলেও গত বার উইম্বলডনে সেমিফাইনালে উঠেছিলেন পিরনকোভা। এবং সেখানে হেরে যান জোনারেভার কাছেই। এ বার তাঁকে তৃতীয় রাউন্ডেই টুর্নামেন্ট ছিটকে দিয়ে পিরনকোভা মুখোমুখি ভেনাস উইলিয়ামসের। মজার ব্যাপার, গত বছর ভেনাসকে কোয়ার্টার ফাইনালে হারিয়েই শেষ চারে যান পিরনকোভা। এ বার কি তা হলে ভেনাসের বদলা নেওয়ার পালা প্রি-কোয়ার্টারে? ছ’মাস পর সার্কিটে ফিরে মাত্র তিনটে ম্যাচ খেলে উইম্বলডনে নামলেও ঘাসের কোর্টে ক্রমেই দুর্ধর্ষ দেখাচ্ছে উইলিয়ামসদের বড় বোনকে। পাঁচ বারের চ্যাম্পিয়ন ভেনাস এ দিন তৃতীয় রাউন্ডে ৬-০, ৬-২ উড়িয়ে দেন স্পেনের মারিয়া সাঞ্চেজকে। তবে আর এক সিনিয়র, কুজনেৎসোভা ৬-৪, ৩-৬, ৪-৬ হেরেছেন বেলজিয়ান মেয়ে উইকমায়ারের কাছে। যদিও দ্বাদশ বাছাই কুজনেৎসোভা অস্ট্রেলীয় ও ইউএস ওপেন চ্যাম্পিয়ন হলেও ঘাসের কোর্টের গ্র্যান্ড স্লামে কখনও কোয়ার্টার ফাইনালের বেশি এগোননি। |
|
বিষাদ: টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর রডিক। |
ভারতীয়দের ম্যাচে অবশ্য কোনও অঘটন নেই। বাঁ-হাঁটুর চোট সামলে পরপর দু’দিন ডাবলসে নেমে জিতলেন ফরাসি ওপেন ফাইনালিস্ট সানিয়া মির্জা। তিনি ও ভেসনিনা দ্বিতীয় রাউন্ডে তিন সেটের স্ট্যামিনা নিংড়োনো লড়াইয়ে ৬-৩, ৫-৭, ৬-৪ হারান ভস্কোবোয়েভা-ভোরাকোভাকে। পুরুষ ডাবলসে সময়াভাবে দু’দিন বাতিল হওয়ার পর এ দিন প্রথম রাউন্ডে ক্রোট জুটি ডডিচ-জভকোর বিরুদ্ধে কিছুটা অগোছাল লিয়েন্ডার-মহেশ জুটি এক সেটে পিছিয়ে পড়ে কোনও রকমে জিতেছেন ৬-৭ (৭-৯), ৬-৪, ৭-৬। আর সোমদেব-নিশিকোরি জার্মানির শুটলার-ওয়াস্কিকে একই ভাবে প্রচুর লড়ে ৬-৭ (৩-৭), ৬-৩, ৬-২ হারিয়ে পরের ম্যাচেই ষষ্ঠ বাছাই জিমোজিচ-লদ্রার মুখোমুখি।
|
ছবি -এএফপি |
|
|
|
|
|