প্রেস ক্লাব থেকেই গ্রেফতার অখিল গগৈ |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন চলাকালীনই গ্রেফতার করা হল কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতা অখিল গগৈকে। দিসপুর কাণ্ডের জেরে জামিনযোগ্য ও জামিন অযোগ্য, সব মিলিয়ে মোট ১০টি ধারায় অখিলের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করেছিল পুলিশ। তার জেরেই আজ তাঁকে গ্রেফতার করা হয়।
বুধবার, গুয়াহাটির আশপাশের বন-পাহাড়ের দখলদার কয়েক হাজার মানুষ কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতৃত্বে দিসপুর অভিযান চালায়। অখিলের নেতৃত্বে ব্যারিকেড ভেঙে সচিবালয়ে ঢোকার চেষ্টা করলে জনতা ও পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে। এই ঘটনায় এক ছাত্র-সহ তিনজন মারা যায়। জখম হন প্রায় ৬০ জন। তিনটি বাস ও ১৭০টি গাড়ি বিক্ষোভকারীরা ভাঙচপর করে, পুড়িয়ে দেয়। দিসপুর থানায় অখিল গগৈয়ের নামে অভিযোগ দায়ের করা হয়। |
|
গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে অখিলকে। ছবি: উজ্জ্বল দেব |
এ ছাড়া কামরূপ মেট্রো প্রশাসন, অসম রাজ্য পরিবহণ নিগমও অখিল তথা কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নামে আলাদা অভিযোগ দায়ের করে। সংগঠনের প্রচার সচিব কমলকুমার মেধির বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়।
আজ গ্রেফতার হবেন জেনেই প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক ডাকেন অখিল। প্রত্যাশিতভাবেই সাংবাদিক সম্মেলন শুরু হওয়ার পরেই এএসপি লংনিত টেরনের নেতৃত্বে বিরাট পুলিশবাহিনী অখিল ও তাঁর এক সঙ্গীকে গ্রেফতার করে পানবাজার থানায় নিয়ে যায়। সেখান থেকে অখিলকে সিজেএম আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে তিন দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। আদালত থেকে গগৈকে দিসপুর থানায় নিয়ে যাওয়া হয়। সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি হয়েছে। |
|