হিংস্র আন্দোলনের নিন্দা
অখিলের সঙ্গে কথা নয়, বললেন গগৈ
রণ্যের জমি জবরদখল প্রশ্নে, অখিল গগৈয়ের পাশে দাঁড়ালেন পরেশ বরুয়া। এ দিকে, সরকারপক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, উচ্ছেদ প্রশ্নে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলা হলেও অখিল গগৈয়ের মতো পেশাদার আন্দোলনকারী’র সঙ্গে কোনও আলোচনা নয়। পাশাপাশি, উচ্ছেদের বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষ কমিটি গড়ল অসম সরকার।
কাল কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতৃত্বে দিসপুর অভিযান ঘিরে জনতা ও পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে। এক ছাত্র-সহ তিনজন মারা যান সেই ঘটনায়। পুলিশ, সাংবাদিক, প্রতিবাদকারী-সহ জখমের সংখ্যা প্রায় ৬০। ঘটনাটি নিয়ে আজ দিসপুরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব সুরজিৎ মিত্রকে ঘটনাটি নিয়ে তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে। নিহত বালক রুহুল আলির বুকে খুব কাছ থেকে করা দু’টি গুলির ক্ষত রয়েছে। কী ভাবে, ছেলেটি পুলিশের রাইফেলের মুখে পড়ল তা নিয়েও তদন্ত হবে।
মুখ্যমন্ত্রী গত কালের ঘটনার নিন্দা করে বলেন, “উচ্ছেদ অভিযান আগেই স্থগিত করার ঘোষণা হয়েছিল। তারপরেও এমন হিংস্র আন্দোলন ও সরকারি সম্পত্তি ধ্বংসের কোনও অর্থ হয় না।” কেন আন্দোলেনর গতিপ্রকৃতি নিয়ন্ত্রণ করতে পারেনি পুলিশ, তা-ও খতিয়ে দেখার নির্দেশ দেন গগৈ।
এ দিকে, বিবৃতি পাঠিয়ে পরেশ বরুয়ার বকলমে আলফার লেফটেন্যান্ট অরুণোদয় দহোটিয়া জানান, অসমের জমিতে ভূমিপুত্রদের অধিকার খর্ব করে তা বহিরাগত ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছে অসম সরকার। ভূমিপুত্ররা জমির জন্য আন্দোলন করতে গেলে গুলি করে মারা হচ্ছে।
আজ, সরকারের তরফে দুই মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও রকিবুল হুসেন সাংবাদিক সম্মেলনে জানান, জমি বন্টন বা বিক্রির সঙ্গে অরণ্যভূমি জবরদখলের তুলনা চলে না। ভূমিধর বর্মণের নেতৃত্বে রকিবুল হুসেন, গুয়াহাটির চার বিধায়ক ও তিন বিশিষ্ট নাগরিককে নিয়ে বিশেষ কমিটি গড়া হয়েছে। পাহাড় ও বনের জমিতে বাস করা কতজন সত্যিকারের ভূমিহীন, দরিদ্র ও ১৫ বছরের উপর বসবাস করছে তা জরিপ করে এক মাসের মধ্যে রিপোর্ট দেবে কমিটি। তারপরেই উচ্ছেদ শুরু হবে। তবে, জলাভূমিগুলির ক্ষেত্রে উচ্ছেদ অভিযান বন্ধ হবে না। এ ছাড়া, বনভূমিতে জবরদখল রোধে হাজারজনের বিশেষ ব্যাটালিয়নও গড়া হচ্ছে। কাল তিনটি বাস ও ১৭০টি গাড়ির ক্ষতিসাধন করেছেন আন্দোলনকারীরা। ভিডিও ফুটেজ দেখে শণাক্ত করে তাদের গ্রেফতার করা হবে বলে জানান হিমন্ত।
Previous Story Desh Next Story


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.