বন্যা পরিস্থিতি সামাল দিতে কালনার মহকুমাশাসকের কার্যালয়ে সম্প্রতি একটি বৈঠক আয়োজিত হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্য দফতর, বিদ্যুৎ ও কৃষি দফতর-সহ বেশ কয়েকটি দফতরের আধিকারিকেরা। মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই বৈঠকে কালনার পাঁচটি ব্লকে আচমকা বন্যা পরিস্থিতি দেখা দিলে তা মোকাবিলার বিষয়ে আলোচনা করা হয়। ব্লকগুলির রেশন ডিলারদের কাছে কত খাবার ও ত্রিপল মজুত করা রয়েছে তা নিয়ে একটি রিপোর্টও তৈরি করা হয়। এ ছাড়া এলাকায় বন্যা পরিস্থিতিতে চাষের ক্ষতি হলে কোন পদ্ধতিতে বীজ বিলি করা হবে তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। দুর্যোগ মোকাবিলা করতে স্বাস্থ্য ও বিদ্যুৎ দফতরের প্রস্তুতি নিয়েও ওই বৈঠকে আলোচনা হয়। মহকুমাশাসক সুমিতা বাগচি বলেন, “দুর্যোগ মোকাবিলায় আগে থেকে তৈরি থাকতেই এই বৈঠক করা হয়েছে।”
|
ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার পূর্বস্থলী-২ ব্লকের তামাঘাটা, ন’পাড়া, যজ্ঞেশ্বরপুর-সহ কয়েকটি গ্রাম পরিদর্শনে আসে একটি সরকারি দল। সেচ দফতর, বিদ্যুৎ দফতর ও মহকুমাশাসকের কার্যালয়ের প্রতিনিধিদের ওই দলটি এলাকার বাসিন্দাদের সঙ্গে ভাঙন পরিস্থিতি নিয়ে কথাও বলেন। স্থানীয় বাসিন্দারা ভাঙন প্রতিরোধে প্রশাসন কোনও ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। কালনার মহকুমাশাসক সুমিতা বাগচি বলেন, “ওই দলের রিপোর্টের ভিত্তিতে কাজ শুরু হবে।” পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, “বর্ষার শুরুতেই যজ্ঞেশ্বরপুরে ভাঙন দেখা দিয়েছে। সেচ দফতরকে দ্রুত কাজ শুরু করার আবেদন জানানো হয়েছে। এ ছাড়া বিধানসভাতেও এই সমস্যার কথা তুলে ধরা হয়েছে।
|
ট্রান্সফর্মার খারাপ হওয়ায় কয়েক মাস ধরে বিদ্যুৎহীন মন্তেশ্বরের সোমেশপুর গ্রাম। কয়েক দিন আগে ট্রান্সফর্মার খারাপ হওয়ায় বিদ্যুৎ নেই বেলেন্ডা গ্রামেও। বিদ্যুৎ না থাকায় এলাকায় মিলছে না চাষের জল, সমস্যায় পড়েছেন এলাকার প্রায় হাজার তিনেক মানুষ। বৃহস্পতিবার বিদ্যুৎ দফতরের কালনা ডিভিশন সূত্রে জানানো হয়েছে, দ্রুত এলাকায় ট্রান্সফর্মারের ব্যবস্থা করা হবে।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত নার্সারি লিগের সেমিফাইনালে উঠল দীপালি সঙ্ঘ। বৃহস্পতিবার অঘোরনাথ পার্ক স্টেডিয়ামের খেলায় দীপালি সঙ্ঘ ২-১ গোলে কৃষ্ণদেবপুর কল্যাণ সমিতিকে হারিয়ে দেয়। মোট ৯টি দল এই খেলায় যোগ দেয়। |