বন্ধ হয়ে যাওয়া কোলিয়ারির একটি ইউনিট খোলার দাবিতে তৃণমূলের নেতৃত্বে পাঁচ খনিকর্মী বৃহস্পতিবার কুনস্তরিয়া এরিয়া অফিসে রিলে অনশন শুরু করেন।
অনশনরত কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের ইউনিট-সহ সম্পাদক দীনবন্ধু মণ্ডল জানান, ধান্ডাডিহি গ্রামে গত ৬ এপ্রিল একটি মৃতদেহ সৎকারের জন্য পরাশিয়া কোলিয়ারির ৬-৭ নম্বর ইউনিটে কয়লা চাইতে যান গ্রামবাসীরা। ম্যানেজার তা দিতে অস্বীকার করলে গ্রামবাসীদের সঙ্গে তাঁদের বচসা বাধে। এর পর কোলিয়ারি কর্তৃপক্ষ ওই ইউনিট বন্ধ করে দেন। এই খনিতে কর্মরত ২৭৪ জন কর্মীকে কর্তৃপক্ষ কাজ না করিয়ে বেতন দিচ্ছে। অবিলম্বে ওই খনিটি চালু করার দাবিতে তাঁরা রিলে অনশন শুরু করেছেন।
অন্য দিকে, কোলিয়ারি সূত্রে খবর, এপ্রিলের ওই ঘটনায় ম্যানেজার কয়লা দিতে রাজি থাকলেও গ্রামবাসীরা অতিরিক্ত কয়লা দাবি করেন। এর জেরে ম্যানেজার-সহ এক অধিকর্তাকে মারধর করেন গ্রামবাসীরা। ম্যানেজারকে ধান্ডাডিহি গ্রামে নিয়ে গিয়ে আটকেও রাখা হয় বলে অভিযোগ। অভিযুক্তরা গ্রেফতার না হওয়া পর্যন্ত কোলিয়ারির অধিকর্তারা কাজ করবেন না বলে হুমকি দিয়েছেন। এর জেরেই খনিটি বন্ধ রয়েছে বলে কর্তপক্ষ জানিয়েছে। |