টুকরো খবর
ক্ষতিপূরণের টাকা বাড়ানোর দাবি
আসানসোল রেলপাড় এলাকায় রেলের একটি পাঁচিল ধসে চাপা পড়ে মৃত্যুর ঘটনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের অঙ্ক বাড়ানোর দাবি তুলেছে একটি মানবাধিকার সংগঠন। বৃহস্পতিবার সংগঠনের সদস্য সমর্থকেরা আসানসোলের ডিআরএমকে স্মারকলিপি দেন। সংগঠনের রাজ্য কমিটির চেয়ারম্যান মহম্মদ ইলিয়াসের অভিযোগ, “মৃতদের পরিবারকে যে টাকা দেওয়া হয়েছে তা পর্যাপ্ত নয়। তাঁদের প্রত্যেককে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে দিতে হবে।” ওই দিন ধসের ঘটনায় একটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি ওই দোকান মালিককে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি তুলেছেন। উল্লেখ্য, বুধবার রেলের তরফে মৃতদের পরিবারকে ৫০ হাজার ও আহতদের ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়।

রানিগঞ্জে ধস, ক্ষতিগ্রস্ত রাস্তা
ধসের জেরে রানিগঞ্জের দামালিয়া প্যাচের পার্শ্ববর্তী আধ কিলোমিটার রাস্তার ৭টি অংশে গর্ত সৃষ্টি হয়েছে। ফাটল ধরেছে রাস্তায় বসানো জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের জল সরবরাহের পাইপ লাইনেও। আসানসোলের (দক্ষিণ) যুব তৃণমূল সভাপতি সুবীর বন্দ্যোপাধ্যায় জানান, দামালিয়া প্যাচে বৈজ্ঞানিক ভাবে কয়লা কাটা হয়েছে। রাস্তা থেকে নিরাপদ দুরত্বের সীমানার কয়লাও কেটে নেওয়া হয়েছে। এর জেরেই এলাকার প্রধান এই রাস্তায় ধস নেমেছে। নিমচা কোলিয়ারির এজেন্ট এনকে খুলবে জানান, পাইপ লাইন মেরামতের কাজ তারাই শুরু করেছেন। ধসের জেরে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারের কাজও চলছে। তিনি বলেন, “প্রবল বর্ষণে মাটি আলগা হয়ে যাওয়ায় এই ঘটনা ঘটেছে।

পথ দুর্ঘটনায় মৃত্যু
পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। বৃহস্পতিবার সকালে জাতীয় সড়কে পানাগড় বাজারে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জয়দেব গড়াই (৫০)। বাড়ি প্রয়াগপুরে। কাঁকসা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ দফতরের কর্মাধ্যক্ষ রচিন মজুমদার জানান, রাস্তা পারাপার করার সময় একটি লরি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। গুরুতর জখম হন তিনি। বিদ্যুৎ দফতরের একটি গাড়িতে করে তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পথেই তিনি মারা যান। দুর্ঘটনার পরে বেশ কিছুক্ষণ পানাগড়ে যানজট হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

বিক্ষোভে বন্ধ ‘জব ফেয়ার’
বিজ্ঞপ্তি জারি না করে চাকরির পরীক্ষা নেওয়ার অভিযোগে বৃহস্পতিবার একটি সংস্থার ‘জব ফেয়ার’ আটকালেন রানিগঞ্জের জেমারির পঞ্চায়েত প্রধান সিপিএমের নিমাই ঘোষ ও দলীয় সমর্থকেরা। অভিযোগ, চাকরির পরীক্ষার কথা স্থানীয় বোর্ড জানে না। বিক্ষোভে কর্তৃপক্ষ ‘জব ফেয়ার’ বন্ধ করে দেন। সংস্থার জনসংযোগ আধিকারিক রাজেশরঞ্জন বলেন, “সংস্থায় প্রশিক্ষণরতদের নিয়ে জব ফেয়ার আয়োজিত হয়। চাকরির পরীক্ষা নেওয়া হয়নি।” নিমাইবাবুর পাল্টা অভিযোগ, “জব ফেয়ারের মাধ্যমেই নিয়োগের পরিকল্পনা হয়। আগে বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ করা হত, এ বারও তাই করতে হবে।”

কারখানায় পড়ে মৃত্যু রানিগঞ্জে
কারখানায় কাজ করার সময়ে পা হড়কে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে দুই শ্রমিকের। পুলিশ জানিয়েছে মৃতদের নাম আজমিরউদ্দিন আনসারি (২৮) ও কেরামত আনসারি (২৫)। বাড়ি জামুড়িয়ার যদুডাঙায়। তাঁরা চাকদোলার একটি সিমেন্ট কারখানায় কাজ করতেন। বৃহস্পতিবার তাঁরা কারখানার ছাউনির উপরে উঠে কাজ করছিলেন। আচমকা পা হড়কে পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁদের।

জয়ী ভারতী সঙ্ঘ
হিরাপুরে স্মৃতি ফুটবলের সেমি ফাইনালে ভারতী সঙ্ঘ।
ভারতী সঙ্ঘ আয়োজিত চণ্ডী বন্দ্যোপাধ্যায় ও ঊষা সাহা স্মৃতি ফুটবলের তৃতীয় কোয়ার্টার ফাইনালে জয়ী হল ভারতী সঙ্ঘ। আমবাগান তারকাঁটা মাঠের খেলায় তারা কল্যাণপুর ফুটবল অ্যাকাডেমিকে ৩-২ গোলে হারায়। খেলার সেরা হয়েছেন বিজয়ী দলের অজিত বাউরি।
Previous Story Bardhaman Next Item



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.