টুকরো খবর


সমিতি ভাঙছে
পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিতে ভাঙন ধরল মালদহে। মালদহ, সামসি কলেজ-সহ জেলার বেশ কয়েকটি কলেজের ৫০ জন শিক্ষক বুধবার তৃণমূল শিক্ষা সেল গঠন করেছে। যে ৫০ জন শিক্ষক তৃণমূলে যোগ দিয়েছে তাঁরা ওয়েবকুটা দখলের হুমকিও দিয়েছেন। উদ্বিগ্ন ওয়েবকুটার মালদহ জেলার নেতৃবৃন্দ। কারা তৃণমূল শিক্ষা সেলে যোগ দিয়েছেন তার খোঁজখবর শুরু করেছেন ওয়েবকুটা নেতৃবৃন্দ। তবে ওয়েবকুটার জেলা সম্পাদক সোহরাব আলি বলেন, “সংগঠনের কেউ তৃণমূলে যোগ দিয়েছে কি না জানা নেই।” তৃণমূল সূত্রে জানা গিয়েছে, রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্রের বাড়িতে বুধবার শিক্ষকেরা একত্রিত হয়েছিলেন। সেখানে দলের যুব সংগঠনের সভাপতি অম্লান ভাদুড়ি এবং জেলা সাধারণ সম্পাদক শান্তনু সাহার উপস্থিতিতে দলের শিক্ষা সেল গঠন করা হয়। শিক্ষা সেলের উপদেষ্টা নির্বাচিত হয়েছেন সামসি কলেজের শিক্ষক আবদুল ওয়াহাব। যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন মালদহ কলেজের শিক্ষক দিলীপ দেবনাথ এবং সামসি কলেজের শিক্ষক মনোজ ভোজ। সাবিত্রী দেবী বলেন, “কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে সিপিএমের ক্যাডারদের উৎখাত করা হবে। যোগ্য লোকেদের পরিচালন সমিতিতে বসানো হবে।”

তদন্তের নির্দেশ

চিকিৎসককে খবর দেওয়ার পরেও কেন তিনি সমস মতো হাসপাতালে আসেননি তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিলেন মালদহের জেলাশাসক। মালদহে পাকুয়াহাটের পায়েল শীল (১৬) নামে এক কিশোরীকে সাপ ছোবল মারলে পরিবারের লোকেরা প্রথমে মোদিপুকুর স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে মালদহ জেলা হাসপাতালে ভর্তি করান। শুক্রবার রাতে মৃত্যু হয়। কিশোরীর পরিবারের অভিযোগ, দুপুরে পায়েলকে হাসপাতালে আনার পরে চিকিৎসককে ডাকার জন্য কলবুক পাঠানো হয়। তিনি দেরিতে হাসপাতালে আসেন। ওই ঘটনায় ক্ষুব্ধ লোকজন হাসপাতালে ভাঙচুর চালান বলে অভিযোগ। জেলাশাসক রাজেশ পাণ্ডে বলেন, “চিকিৎসক সময়মতো হাসপাতালে আসেননি বলে মৃতার পরিবারের লোকেরা যে অভিযোগ করেছেন তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে চিকিৎসকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।” অভিযুক্ত চিকিৎসক বিমল সরকারের বক্তব্য, “কলবুক পাওয়ার পরে গাড়িতেই হাসপাতালে যাই। দেরির প্রশ্ন নেই। কিশোরীকেই বরং সাপে কাটার পরে হাসপাতালে আনা হয়েছিল।”

মমতার কাছে আর্জি
আবেদনের ভিত্তিতে বদলির ব্যবস্থা চালুর আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মেখলিগঞ্জ মহকুমার বিভিন্ন স্কুল শিক্ষকেরা। রবিবার মেখলিগঞ্জ এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের একাংশ আবেদনপত্রটি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির কোচবিহার জেলা সম্পাদক শিশির সরকারের হাতে তুলে দিয়েছেন।

পথ দুর্ঘটনায় মৃত ২
মোটর বাইকের ধাক্কায় ঠাকুমা এবং নাতির মৃত্যু হয়েছে। শনিবার রাতে মেখলিগঞ্জ মহকুমার কুচলিবাড়ি থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। মোটর বাইক আটক করে চালককে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানায়, মৃতদের নাম নিরোবালা রায় (৬০) ও চন্দ্র রায় (৪)। কুচলিবাড়ির ফুলকাডাবরির বাসিন্দা নিরোবালা দেবী চার বছরের নাতিকে নিয়ে গ্রামেই এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন। ফেরার সময় বাগডোগরা-ফুলকাডাবরি গ্রাম পঞ্চায়েতের দফতরের সামনে উল্টো দিক থেকে আসা মোটর বাইকটি তাঁদের ধাক্কা মারে। মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে রাতেই নিরোবালা দেবী মারা যান। নাতিকে জলপাইগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয়।

বাজ পড়ে মৃত্যু
বাজ পড়ে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শনিবার কামাখ্যাগুড়ির কাছে পারোরকাটা লালপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির নাম বেণী বর্মন (৩৭)। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
Previous Story Uttarbanga Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.