‘বিশ্ব তামাক বিরোধী দিবস’ উপলক্ষে সম্প্রতি সচেতনতামূলক প্রচার করল উত্তরপাড়ার ‘প্রেরণা’ সংস্থা। ওই দিন বিকেল থেকে রাত পর্যন্ত উত্তরপাড়া, হিন্দমোটর, মাখলা-সহ বিভিন্ন এলাকায় ঘুরে প্রেরণা-র প্রচার-গাড়ি তামাক সেবনের ক্ষতির দিক নিয়ে প্রচার চালায়। পথচলতি মানুষকে বিশেষত, বস্তি এলাকায় গিয়ে বোঝানো হয় তামাক সেবনের ফলে কী ভাবে শরীরে রোগ বাসা বাঁধে। তা ছাড়া, তামাক সেবনে খরচ হওয়া টাকা সংসারের অন্য প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে। উত্তরপাড়া, হিন্দমোটরের অনেক সংস্থাই এই অনুষ্ঠানে যোগ দিয়েছিল। লিফলেট ছড়ানো হয়।
|
শ্রীরামপুর ঐতিহ্য পরিষদ আয়োজিত ষষ্ঠ বার্ষিক ‘শ্রীরামপুর দিবস’ সম্প্রতি পালিত হল। ওই উপলক্ষে স্থানীয় সংগঠন সুরাঙ্গন-অভিজ্ঞান ভবনে এক অনুষ্ঠান হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সুরাঙ্গন-অভিজ্ঞানের শিল্পীরা। রজনীকান্তের গান এবং রবীন্দ্রসঙ্গীত শোনান অরুণী দেবী। এ ছাড়াও, সঙ্গীত পরিবেশন করেন কুমকুম ভট্টাচার্য এবং ইন্দ্রাণী গোস্বামী। দ্বিজেন্দ্রলাল ও সাধক রামপ্রসাদের গান শোনান তাপস মুখোপাধ্যায়। বাংলায় হরফ শিল্পের পুরোধা পঞ্চানন কর্মকারের অবদানের উপর তথ্যপূর্ণ ভাষণ দেন গবেষক-শিক্ষক প্রদীপ চক্রবর্তী। প্রাক্তন ফুটবলার ও প্রশিক্ষক সুকান্ত বন্দ্যোপাধ্যায়কে ‘শ্রীরামপুর রত্ন’ সম্মান দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হারাধন রক্ষিত।
|
বাগনান থানা গণতান্ত্রিক নাগরিক সমিতি পালন করল রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী। একই সঙ্গে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনাসভারও আয়োজন হয়। মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন বাগনানের বিধায়ক রাজা সেন। অনুষ্ঠান হয় বাগনান হাইস্কুল চত্বরে।
|
সম্প্রতি বাগনানের কুলগাছির ‘সমসংহতি’র আয়োজনে গীতাঞ্জলি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে গেল সাংস্কৃতিক সন্ধ্যা। এই উপলক্ষে প্রকাশিত হয়েছে সংস্থার দ্বিতীয় বার্ষিকী পত্রিকা। ছিল রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি এবং আবৃত্তির আসর। পরিবেশিত হয় রবীন্দ্র-নৃত্যও। যা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে বলে জানান উদ্যোক্তারা। |