|
|
|
|
চালককে মারধরের প্রতিবাদে বন্ধ বাস |
নিজস্ব সংবাদদাতা • শ্যামপুর |
ছোট গাড়ির এক চালক বাসচালককে মারধর করেছেন এই অভিযোগে শনিবার সকাল থেকে বাগনান-শ্যামপুরের বিভিন্ন রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বাস চালকেরা। তাঁদের দাবি, অবিলম্বে অভিযুক্ত ছোট গাড়ির চালককে গ্রেফতার করতে হবে। একই সঙ্গে বেআইনি এই সব ছোট গাড়ির চলাচল বন্ধ করারও দাবি জানান তাঁরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ৮টা নাগাদ শ্যামপুরের হোগলাসির মোড়ের কাছে কমলপুর-বাগনান রুটের একটি বাস চালকের সঙ্গে ছোট গাড়ির চালকের বচসা বাধে। তখনকার মতো বচসা মিটেও গিয়েছিল। বাস চালকদের অভিযোগ, বাসটি যখন হোগলাসির মোড় থেকে বাগনানের দিকে আসছিল তখন স্থানীয় কয়েকজন দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে সেটিকে ধাওয়া করেন ছোট গাড়ির ওই চালক। এর পরে মোহনপুরের কাছে বাসটিকে ধরে ফেলে তার চালক সদয় পালকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঝুমঝুমি ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ওই ঘটনার পরেই বিভিন্ন রুটের বাস চালকেরা মোহনপুরে রাস্তা অবরোধ করে দেন। বাস চলাচল বন্ধ রাখারও সিদ্ধান্ত নেন তাঁরা। বাস চালকদের বক্তব্য, ছোট গাড়িগুলির চালকেরা প্রায়ই যাত্রী তোলাকে কেন্দ্র করে রাস্তায় তাঁদের সঙ্গে ঝগড়া করে। এক তরফা তাঁদের মারধর করা হয়। বার বার প্রশাসনকে জানিয়েও কোনও ফল হয়নি বলে বাস চালকদের অভিযোগ।
বাগনান থেকে শ্যামপুর, গাদিয়াড়া, ৫৮ গেট, কমলপুর অন্য দিকে, গাদিয়াড়া থেকে তারকেশ্বর ভায়া বাগনান, বিষ্ণুপুর ভায়া বাগনান, শ্যামপুর থেকে ধর্মতলা ভায়া বাগনান প্রভৃতি রুটের প্রায় ৭০টি বাস দৈনিক চলাচল করে। লক্ষাধিক মানুষ এই সব বাসে করে যাতায়াত করেন। বাস বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা বিপাকে পড়েছেন। বাগনান থেকে দেওড়া পর্যন্ত কিছু অটো রিকশা এবং ছোট গাড়ি চলাচল করছে। কিন্তু তাতেও সমস্যা মিটছে না। অনেককেই বেশি টাকা দিয়ে অটো রিকশা ‘রিজার্ভ’ করে বিভিন্ন এলাকায় যাতায়াত করতে হচ্ছে। বাগনান থেকে অনেকে আবার চলে যাচ্ছেন উলুবেড়িয়ায়। সেখান থেকে শ্যামপুরগামী বাসে চেপে তাঁরা গন্তব্যস্থলে পৌঁছচ্ছেন।
বাস চালকদের অভিযোগ, দিনের পর দিন এই সব রুটে বেআইনি অটো রিকশা এবং ছোট গাড়ির চলাচল বাড়ছে। ফলে যাত্রীর অভাবে বাসের সংখ্যা কমছে। দু’বছর আগেও যেখানে প্রতিদিন অন্তত ১০০টি বাস নামত, বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭০টিতে। বাস চালকদের একটি সংগঠনের নেতা বুলুরাম সামন্ত বলেন, “আমরা বহুবার প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি বেআইনি অটো রিকশা এবং ছোট গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু কিছুই লাভ হয়নি। এ দিকে বাসের সংখ্যা কমে যাওয়ায় আমরা চালক-কন্ডাক্টরেরা রুজি হারাচ্ছি। এখন তো মারও খেতে হচ্ছে।” তিনি আরও বলেন, “শনিবার বাসের চালককে যে ছোট গাড়ির চালক মারধর করেছে তাকে ধরতে হবে। বেআইনি গাড়ির চলাচল বন্ধ করতে হবে।”
উলুবেড়িয়ার এসডিপিও তন্ময় সরকার বলেন, “বাস চালকেরা ছোট গাড়ির চালক-সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছেন। আমরা অভিযুক্তদের গ্রেফতার করব। কিন্তু তাতে একটু সময় লাগবে। তার আগেই বাস চালকেরা প্রথমে রাস্তা অবরোধ করলেন, তার পরে বাস বন্ধ করে দিয়েছেন। এটাও তো বেআইনি কাজ।” |
|
|
|
|
|