|
|
|
|
আন্দোলনকারী ভূমিকাতেই এসইউসি |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যে শাসকের ‘পরিবর্তন’ হল। কিন্তু এসইউসি-র আন্দোলনকারী বিরোধী স্বভাবের ‘পরিবর্তন’ হল না!
সিপিএমকে রাজ্যের শাসনক্ষমতা থেকে হঠানোর অভীষ্ট সিদ্ধ হওয়ার পরেও আন্দোলনের রাস্তাই আঁকড়ে থাকছে এসইউসি। জঙ্গলমহল নিয়ে যে সব দাবি তারা পূর্বতন বামফ্রন্ট সরকারের কাছে জানাত, প্রায় সেগুলিই বৃহস্পতিবার রাজ্যের নতুন তৃণমূল-কংগ্রেস জোট সরকারের কাছে জানালেন তাদের রাজ্য সম্পাদক সৌমেন বসু। জঙ্গলমহল থেকে যৌথ বাহিনী প্রত্যাহার, সেখানে প্রত্যেকটি খুন এবং ধর্ষণে জড়িত সিপিএমের দুষ্কৃতী ও পুলিশ-প্রশাসনের আধিকারিকদের ‘কঠোর’ শাস্তি, নিহতদের পরিবারকে পাঁচ লক্ষ এবং ধর্ষিতাদের এক লক্ষ টাকা ক্ষতিপূরণ, ছত্রধর মাহাতো-সহ জঙ্গলমহলের আন্দোলনকারীদের যাঁরা বর্তমানে বন্দি রয়েছেন, তাঁদের মুক্তি, অরণ্যে অরণ্যবাসীদের অধিকার সুনিশ্চিত করে সেখানে সামগ্রিক উন্নয়ন ঘটানোএই পাঁচ দফা দাবি সৌমেনবাবু এ দিন তুলেছেন।
বস্তুত, এসইউসি আন্দোলনের দল হিসাবেই পরিচিত এবং তাদের নেতৃত্বও ওই পরিচয়েই ‘গর্ব’ বোধ করেন। তৃণমূলের সঙ্গে জোট বেঁধে সিপিএমকে ক্ষমতা থেকে হঠানোর লক্ষ্য পূরণের পরেও এসইউসি নেতৃত্ব সেই পরিচয়ই বজায় রাখতে চান। তাই তৃণমূল শাসক হওয়া মাত্র এসইউসি তাদের সঙ্গে জোট ভেঙে দিয়েছে। এ বার নিজেদের প্রাক্তন জোটসঙ্গীর কাছে বিরোধীসুলভ ভঙ্গিতে দাবিদাওয়াও জানাতে শুরু করল তারা। ঠিক যেমন বামফ্রন্ট সরকারের আমলে তাদের কাছে জানাত। সৌমেনবাবু এ দিন বলেন, “আমাদের দাবিগুলি তৃণমূলের অজানা নয়। কিন্তু তারা এখন শাসক। তাই সংবাদমাধ্যম মারফৎ আনুষ্ঠানিক ভাবে ফের তাদের কাছে দাবিগুলি জানালাম।” |
|
|
|
|
|