|
|
|
|
জয়েন্ট এন্ট্রান্সের ফল কাল |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্সের ফল কাল, মঙ্গলবার প্রকাশিত হচ্ছে। গত ২২ মে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় এক লক্ষ ৩০ হাজার। মঙ্গলবার বেলা ২টো থেকে বিভিন্ন ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে বলে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সূত্রে রবিবার জানা গিয়েছে। ফল জানা যাবে এই সব ওয়েবসাইটে:
১) http://results.banglarmukh.gov.in;
২) www.calcuttatelephones.com;
৩) www.indiaresults.com
৪) www.exametc.com
৫) rediff.com/exams;
৬) results.sify.com;
৭) www.wbjeeb.in;
৮) www.csc-et.in।
পরীক্ষার্থীরা আগে থেকে www.exametc.com ওয়েবসাইটে রোল এবং মোবাইল নম্বর নথিভুক্ত করে রাখলে ফল বেরোনোর পরে বিনামূল্যে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন বলে জানিয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।
যে-সব নম্বরে এসএমএস করে ফল জানা যাবে:
ক) ৫৭৩৩৩; ৫৬৭৬৭৫০; ৫৬৩০০; ৫৬৬৭৭; ৫৬৬৭৭৮৮ (সব মোবাইল থেকে)।
খ) ৫৬৫০৫ (বিএসএনএল)।
গ) ৫৬৫০৬ (রিলায়্যান্স);
ঘ) ৫৬৭৩০ (ভোডাফোন);
ঙ) ৫৪৩২১২২২২ (এয়ারটেল);
চ) ৫৫৪৫৬ (আইডিয়া)।
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে WBJEE স্পেস <রোল নম্বর> লিখে উপরের যে-কোনও নম্বরে মেসেজ করতে হবে। ফোন করেও (ইন্টারঅ্যাকটিভ ভয়েস রেসপন্স সিস্টেম) ফল জানা যাবে। নম্বরগুলো হল: ১২৫৫৫৬০/১২৬৩০০৯৯ (বিএসএনএল); ৫৬৫৬৬ (রিলায়্যান্স); ৫৬৭৩১ (ভোডাফোন); ৫৪৩২১২২২২/৫২২০০ (এয়ারটেল); ৫৫৪৫৬৭৮/৫৪০৪০ (আইডিয়া); ৫৪৩২১২৩৪ (টাটা ডোকোমো); ৫৮৮৮৮ (যে-কোনও মোবাইল থেকে)। |
|
|
|
|
|