|
|
|
|
সিঙ্গুর-বিল পেশ করতে আজ বসছে বিধানসভা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সিঙ্গুর নিয়ে বিল পেশ করতে আজ, সোমবার বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। রাজ্যপাল এম কে নারায়ণনের ভাষণ দিয়ে আজ অধিবেশন শুরু হবে। কাল, মঙ্গলবার পেশ হবে সিঙ্গুর সংক্রান্ত বিল। এই অধিবেশন ক’দিন চলবে, বিধানসভার কার্যবিবরণী কী হবে, ডেপুটি স্পিকার নির্বাচন হবে কি না তা ঠিক হবে সোমবারেই। আগামী ২৪ জুন ডেপুটি স্পিকার নির্বাচন হওয়ার কথা ছিল। পরিবর্তিত পরিস্থিতিতে তা এগিয়ে আনার কথা ভাবা হচ্ছে।
বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রবিবার বলেন, “সোমবার ১১টায় সর্বদলীয় সভা ডাকা হয়েছে। বেলা ১২টায় হবে বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির সভা।” অধিবেশন ক’দিন চলবে তা নিয়ে স্পিকার বলেন, “সোমবারেই তা ঠিক করা হবে।” এই অধিবেশনেই বিরোধী দলনেতার নাম ঘোষণা হবে।
বিগত সরকার বিধানসভায় ‘ভোট অন অ্যাকাউন্ট’ পেশ করেছিল। নতুন সরকারকে এ বার পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে হবে। চলতি অধিবেশনেই পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে কি না সেই ব্যাপারে স্পিকার বলেন, “সরকার পক্ষ কী চায় তা ওদের কাছ থেকে শুনে নিয়ে ঠিক করব।”
মঙ্গলবার বিধানসভায় সিঙ্গুর বিল পেশ করবে রাজ্য সরকার। তবে তার আগে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসার কথা। বিধানসভা সূত্রের খবর, বিলটি নিয়ে আলোচনার জন্য চার ঘণ্টা বরাদ্দ করা হতে পারে। ওই দিনই বিলটি পাশ করাতে চাইছে রাজ্য সরকার। সংখ্যাগরিষ্ঠতার বিচারে বিল পাশ করাতে কোনও সমস্যায় পড়তে হবে না সরকার পক্ষকে। বামফ্রন্টের পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, সিঙ্গুরের জমি ফেরত দিতে তাদের ‘নীতিগত’ কোনও আপত্তি নেই। আপত্তি রয়েছে গোটা বিষয়টির ‘পদ্ধতিগত’ দিক নিয়েই। |
|
|
|
|
|