টুকরো খবর

কৃতী সংবর্ধনা
পুরুলিয়ার পুর এলাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধিত করল পুরসভা। শনিবার সন্ধ্যায় শহরের হরিপদ সাহিত্য মন্দির হলে এক অনুষ্ঠানে শহরের ১৫টি স্কুলের ও পুরসভার কর্মীদের কৃতী সন্তানদের হাতে মানপত্র, স্মারক, পুষ্পস্তবক তুলে দেন পুরপ্রধান তারকেশ চট্টোপাধ্যায়, বিধায়ক কেপি সিংহ দেও-সহ বিশিষ্টজনেরা। অন্য দিকে, সম্প্রতি পুরুলিয়ার মফস্সল থানার দুমদুমি গ্রামে স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন কেপি সিংহ দেও। উপস্থিত ছিলেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের অধ্যক্ষ স্বামী আত্মপ্রভানন্দ।

চাঁদা তোলায় ধৃত ৩
গ্রামের হরিনাম সংকীর্তনের জন্য রাস্তা আটকে চাঁদা আদায়ের অভিযোগে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে খাতড়া থানার ধারগ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতরা সকলেই ধারগ্রামের বাসিন্দা। রবিবার তাঁদের খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দেন। এসডিপিও (খাতড়া) অলোক রাজোরিয়া বলেন, “শনিবার রাতে খাতড়া-সিমলাপাল রাস্তায় ধারগ্রামে রাস্তা আটকে হরিনাম সংকীর্তনের জন্য কয়েক জন বাসিন্দা চাঁদা আদায় করছিলেন। পুলিশ নিষেধ করলেও তাঁরা শোনেননি। এর পরে তাঁদের গ্রেফতার করা হয়।”

স্থায়ীকরণের দাবি
স্থায়ীকরণের দাবিতে স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের মন্ত্রী শান্তিরাম মাহাতোকে স্মারকলিপি দিলেন জেলা গ্রাম রোজগার সেবক পদমর্যাদার কর্মীরা। কর্মীদের পক্ষে সতীনাথ বড়াল জানান, ২০০৮-এর অগস্ট মাস থেকে ৪,৫০০ টাকার চুক্তিতে ১০২ জন জেলার বিভিন্ন পঞ্চায়েতে কাজ করেছেন। বর্তমানে একশো দিনের কাজের প্রকল্পে প্রকল্পস্থলে গিয়ে কাজের পরিমাপ, কাজকর্ম দেখাশোনা-সহ পঞ্চায়েতের নানা কাজ দেখতে হয় তাঁদের। অথচ তাঁরা আজও স্থায়ী কর্মী নন। তিনি বলেন, “আমাদের দাবি মন্ত্রী সরকারের কাছে জানাবেন বলে আমাদের জানিয়েছেন।”

পরিদর্শন
পুরুলিয়ার বান্দোয়ানের মাওবাদী উপদ্রুত এলাকার উন্নয়নে বন দফতর কী করতে পারে, তা খতিয়ে দেখতে শনিবার বান্দোয়ানের কুমড়া, ঘাঘরা, লেদাশাল প্রভৃতি বনাঞ্চল এলাকা পরিদর্শন করেন বন দফতরের এক প্রতিনিধি দল। কাঠ পাচার রোধ, বন্যপ্রাণীদের রক্ষা করা-সহ প্রভৃতি বিষয় নিয়ে বাসিন্দাদের সঙ্গে আলোচনা করেন তাঁরা।
Previous Story Purulia Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.