২২ অগস্ট, ১৯৮৮। কলকাতার রাজভবনে উপস্থিত তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বুটা সিংহ এবং পশ্চিমবঙ্গের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। জন্ম নিল ‘দার্জিলিং গোর্খা পাবর্ত্য পরিষদ’, যাকে কিছুকাল ‘দার্জিলিং গোর্খা স্বশাসিত পার্বত্য পরিষদ’ও বলা হত। অবশ্য সম্পূর্ণ স্বশাসন নয় ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার এবং গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (জি এন এল এফ)-এর ত্রিপাক্ষিক চুক্তিবলে গঠিত পরিষদকে আধা-স্বশাসনের অধিকার দেওয়া হয়েছিল। দার্জিলিং, কালিম্পং এবং কার্সিয়ং, এই তিনটি মহকুমা এবং শিলিগুড়ি মহকুমার কিছু অংশের প্রশাসনিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিল এই পরিষদ। সুবাস ঘিসিং-এর নেতৃত্বে জি এন এল এফ-এর রক্তক্ষয়ীআন্দোলন থেমে গিয়েছিল তাতেই। তার পর ঘিসিং ক্রমে দার্জিলিং-ছাড়া হলেন, তাঁরই একদা অনুগত বিমল গুরুং গড়লেন ‘গোর্খা জনমুক্তি মোর্চা’ (জি জে এম)। নতুন মোড়কে পুরনো আন্দোলন চলল। তার পর ৭ জুন, ২০১১। জি জে এম-এর সঙ্গে দার্জিলিং চুক্তি স্বাক্ষর করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন প্রশাসন। মোর্চা নেতা রোশন গিরির উপস্থিতিতে স্থির হল, নতুন বিধিবদ্ধ স্বশাসিত সংস্থা গড়া হবে, বিবেচনা করা হবে মোর্চার নানা দাবি। পাহাড় কি শান্ত হবে? উত্তর দেবে ভবিষ্যৎ। |
চিনে গুগলের সাইট আবার হ্যাক করা হল। এই নিয়ে বেশ কয়েক বার। গুগল-এর অভিযোগ চিন সরকার ইচ্ছে করেই এটা করছে। বিবাদ তো চলবে। তবে ‘হ্যাকিং’ কী বা কী ভাবে হয় সেটা এক বার জেনে নেওয়া যাক। গোপনীয়তা এবং তা ভেদ করার চেষ্টা, এ দুইয়ের টানাপোড়েন এক চিরকালীন খেলা। তথ্য কী ভাবে গোপন করে রাখা যায়, এবং খুব গোপন তথ্য কী ভাবে হাতে পাওয়া যায় এই দু’রকম প্রচেষ্টা সব সময়েই চলে। আমাদের জীবনে এখন গোপন তথ্য আদানপ্রদানের এক বড় মাধ্যম হল ই-মেল। যদিও তা কেবল চিঠিপত্রের ব্যাপার, তবু সে সব চিঠি একান্তই ব্যক্তিগত। এ রকম সুরক্ষিত তথ্য আদানপ্রদান আমরা সব সময়েই করছি বলে এর পিছনে প্রযুক্তিটি নিয়ে আমরা মাথা ঘামাই না। অথচ বাস্তব সত্য এই যে এর পিছনেও লুকিয়ে থাকে শক্তিশালী এক প্রযুক্তি। ওই প্রযুক্তি দিয়ে ই-মেল হত হাট-খোলা ব্যাপার-স্যাপার। এক জনের চিঠি পড়ে ফেলতে পারত অন্য এক জন। কিংবা এক জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট-এ ঢুকে টাকা আত্মসাৎ করতে পারত অন্য কেউ। কেন এ সব যে সম্ভব হয় না তার মূলে থাকে ওই সুরক্ষা। সাধারণ অভিজ্ঞতায় আমরা জানি ওই সুরক্ষা=পাসওয়ার্ড। হ্যাকিং হল ওই পাসওয়ার্ড-এর তোয়াক্কা না করে, বা তাকে জেনে ফেলে, অন্যের ই-মেল ভান্ডারে ঢুকে পড়া। জি-মেল সংক্রান্ত ঝামেলায় ঘটেছে ঠিক এই ঘটনাই। সুরক্ষা প্রযুক্তি গড়ে ওঠে যে পদ্ধতিতে তাকে বলে ‘কোডিং’। যার মূলে থাকে বিশুদ্ধ গণিত আর লজিক বা যুক্তিবিদ্যা। ছোট্ট একটা উদাহরণ দেওয়া যাক। ৩৭১x৭১৯= ২৬৬৭৪৯। প্রথম দুটি সংখ্যার গুণফল গণনা করা সহজ। কিন্তু ২৬৬৭৪৯ কোন দুটি সংখ্যার গুণফল, তা চট করে বলা মুশকিল। এই যে গুণফল থেকে সংখ্যা দুটিতে পৌঁছোনো পরিশ্রমের কাজ, তা ব্যবহার করা হয় ইন্টারনেট বা ই- মেল-এ সুরক্ষা-বলয় বা পাসওয়ার্ড তৈরির কাজে। হ্যাকাররা এই প্রযুক্তির শক্তিকে নস্যাৎ করে দেয় নিজেদের বুদ্ধিবলে। উইকিলিক্স-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জ এ ভাবেই ঢুকে পড়েছে দেশে দেশে প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য ভান্ডারে। |
টেনিস-এ ফরাসি ওপেন টুর্নামেন্ট-এর ফাইনালে সুইৎজারল্যান্ডের রজার ফেডেরারকে হারিয়ে পুরুষদের সিঙ্গলস খেতাব জিতলেন স্পেন-এর রাফায়েল নাদাল। তিনি বিয়ন বর্গের সর্বাধিক ছ’বার ফরাসি ওপেন জেতার রেকর্ড স্পর্শ করলেন। মহিলাদের সিঙ্গলসে গত বারের চ্যাম্পিয়ন ফ্র্যান্সেকা শিয়াভোনকে হারালেন চিনের লি না।
|
শ্রীলঙ্কায় বেড়াতে যেতে হলে এ বার আগে থেকে ভিসা করাতে হবে। শুধু ভারত নয়, মোট আটাত্তরটি দেশের নাগরিকদের জন্য এই নিয়ম চালু করা হল। আগে শ্রীলঙ্কায় পৌঁছে (অন-অ্যারাইভাল) ভিসা পাওয়ার সুবিধা ছিল।
|
ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি জানাল, ২০১০ সালে শক্তি উৎপাদনের জন্য কার্বন নিঃসরণের মাত্রা সর্বাধিক। ২০০৯ সালে বিশ্বব্যাপী মন্দার জেরে নিঃসরণ কমলেও এ বার তা আবার বেড়েছে। এই বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি দায়ী করা হয়েছে ভারত এবং চিনকে।
|
পাকিস্তানের ওয়াজিরিস্তান অঞ্চলে মার্কিন ড্রোন হামলায় নিহত হল মুম্বই জঙ্গি হামলার অন্যতম অভিযুক্ত আল কায়দা নেতা ইলিয়াস কাশ্মীরি। হরকত উল জিহাদ অল ইসলামি (হুজি)-র কমান্ডার ছিল কাশ্মীরি। তার মৃত্যুর কথা স্বীকার করেছে হুজি।
|
আমেরিকার মেরিল্যান্ডে অনুষ্ঠিত স্ক্রিপস ন্যাশনাল স্পেলিং বি-এর খেতাব জিতলেন ভারতীয় বংশোদ্ভুত সুকন্যা রায়। |