মরা যখন কথা বলি, নিজেদের প্রকাশ করি নানা ধরনের বাক্যের মাধ্যমে। লেখার ক্ষেত্রেও আমরা সেই একই পন্থা ছাড়া গতি নেই। পরিবেশ, পরিস্থিতি বা ব্যক্তি অনুসারে এই বাক্যের গঠন পাল্টে যায়। বাক্য গঠন করার ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য, বিধেয়, ক্রিয়া, শব্দবন্ধ (phrase) ইত্যাদি ব্যবহার করতে হয়। ঠিক বাক্য লিখতে হলে এই সব পদ কোনটা কোথায় বসাতে হবে সেটা ভালভাবে জানতে হবে। এই দক্ষতা গড়ে তুলতে বিভিন্ন ধরনের বাক্য গঠন করা অনুশীলন করতে হয়। এ বারের সংখ্যায় আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। এর জন্য আমাদের বেশ কয়েকটি অনুশীলনের সাহায্য নিতে হবে। যেখানে দেওয়া থাকবে কয়েকটি অসম্পূর্ণ বাক্য। এদের কারও কর্তা (subject) নেই, কোথাও ক্রিয়া, কোথাও বা বিশেষণ বাদ রয়েছে। এই বাক্যগুলিকে পূর্ণ করতে হবে ঠিক শব্দ বা শব্দবন্ধ দিয়ে। তবে প্রত্যেকটি ক্ষেত্রেই তোমাদের কিন্তু নিশ্চিত হতে হবে যে ব্যবহৃত ক্রিয়াপদ ও শব্দ বাক্যটি সম্পূর্ণ করার ক্ষেত্রে যথার্থ কিনা।
এ বার আসব প্রথম অনুশীলনে। এখানে কতকগুলি অসম্পূর্ণ বাক্য রয়েছে। প্রতিটি বাক্যের শূন্যস্থান পূরণ করতে তার নীচে কয়েকটি বিকল্প উত্তর দেওয়া আছে। বিকল্পগুলির থেকে ঠিক উত্তরটি বেছে শূন্যস্থানে বসিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। ধরা যাক, প্রথম বাক্যটি হল
1.It-------------------- to understand the problem.
a) can’t
b) can’t be able
c) isn’t difficult
d) won’t happen
এখানে ঠিক উত্তরটি হল তৃতীয় বিকল্পটি, অর্থাৎ isn’t difficult। তা হলে বাক্যটি দাঁড়াল It isn’t difficult to understand the problem। বাকিগুলি রইল তোমাদের জন্য।
2. I finally met the inventor,-----------------------changed how our company works.
a) when he invented
b) whose machine
c) the idea of
d) that concept
3. It was clever of ---------- to disguise his voice.
a) him
b) thieves and robbers
c) singing so quietly
d) the moment
4. You musn’t ------- in an argument with her.
a) back down
b) to become angry
c) forget
d) have forgotten
5. Jack discovered ------------- living under the porch.
a) alive and well
b) they had
c) several tiny kittens
d) never been
6. I would have left immediately ------------ the storm hadn’t been so bad.
a) whether
b) whether or not
c) while
d) if
7) The soldiers couldn’t find a way to protect--------------------------
a) village
b) from the villagers
c) during the battle
d) themselves
ছবি: সুমন চৌধুরী

প্রথম অনুশীলনের সব ক’টি বাক্যেরই আশা করি তোমরা ঠিক উত্তর দিতে পেরেছ। তা হলে দ্বিতীয় অনুশীলন শুরু করা যাক। এখানে বিভিন্ন ধরনের কয়েকটা অসমাপ্ত বাক্য দেওয়া আছে। কোনওটায় একটা শব্দ যোগ করলেই বাক্যটা সম্পূর্ণ হয়ে যায়। আবার কোনওটা গঠন করতে একটা শব্দবন্ধ যোগ করতে হয়। তবে অনুশীলনটি করার আগে দেখবে কয়েকটি উদাহরণ দেওয়া আছে। সেগুলি ভাল করে দেখে নাও, যে বাক্যগুলি পূর্ণ করতে কী কী যোগ করা হয়েছে। সেই অনুসারে বা পদ্ধতিতে অনুশীলনের বাক্যগুলি শেষ করো।
Mark has been my friend since kindergarten.
She cried when she fell on the ice.
I met a man whose son is also in college.
যেমন, 1. I ----- not help you today. দেখ, শূন্যস্থানে will/ can লিখলে বাক্যটি শেষ করা যায়। বাকিগুলিতেও ঠিক উত্তর বসোনার চেষ্টা করো।
2. When --------------, we decided to drive out into the country.
3. We’ll be happy to join you at the party if ----------.
4. My grandmother has ------- ill for two weeks.
5. Whenever I get too tired,I need----------take a nap.
6. Next year the tourists ------ travel to Mexico.
7.The valuable vase --------- broken sometime during the night.
8.It’s hard to believe that ----------

এ বার কোনও একটা শব্দবন্ধ দিয়ে ছোট ছোট বাক্য তৈরি করো। যেমন ধরো, শব্দগুচ্ছটি হল ‘THE YOUNG BARBER’
কী করে বিভিন্ন ভাবে এই শব্দগুচ্ছ বাক্যে ব্যবহার করা যায়?
A) Subject of the sentence: The young barber fell down
B) Direct object: She likes the young barber
C) Indirect object: She gave the young barber a big tip.
D) Object of a preposition: I got the bill from the young barber.
E) In a clause beginning with because: We were quiet because the young barber was asleep.
F) Possessive ’s: The young barber’s car needs to be repaired.
G) With an irregular past tense verb: The young barber found a kitten
H) With an irregular present perfect verb: The young barber has lost his job.
অর্থাৎ যে কোনও কিছু লিখতে বা বলতে গেলেই যেহেতু তৈরি ছাড়া গতি নেই, বাক্যের গঠন পদ্ধতিটা ভাল করে শেখা চাই। পরের প্রস্তুতিতে থাকবে বাক্য নিয়েই আরও আলোচনা।

শ্রীলাহিড়ী ইউনাইটেডওয়ার্ল্ড স্কুল অব বিজনেস-এ কমিউনিকেশন স্কিল-এর শিক্ষক

Previous Item Prostuti Next Item


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.