‘আস্থা’ হারিয়ে কংগ্রেসের প্রতি তৃণমূলে যোগ দিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য ১০ জন। এঁরা সকলেই পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। কেউ মহকুমা কংগ্রেস সভাপতি, কেউ ব্লক কংগ্রেস সভাপতি, কেউ আবার শহর বা অঞ্চল সভাপতি ছিলেন। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি নির্মল ঘোষের নেতৃত্ব শনিবার কলকাতায় গিয়ে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দেন। নির্মলবাবু বলেন, “বহুদিন ধরেই দলে মর্যাদা পাচ্ছিলাম না। যেখানে ন্যূনতম রাজনৈতিক সম্মান পাওয়ার জায়গা নেই, সেখানে থেকে কী লাভ। তাই তৃণমূলে যোগ দিলাম।” নির্মলবাবু ১৯৮৩ সাল থেকে টানা ১৪ বছর অবিভক্ত মেদিনীপুরে ছাত্র পরিষদের জেলা সভাপতি ছিলেন। পরে পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস সভাপতি হন। দীর্ঘদিন ধরেই ছিলেন প্রদেশ কংগ্রেসের সদস্য। গত ১০ বছর এআইসিসি-রও সদস্য ছিলেন। সম্প্রতি অবশ্য এআইসিসি-র সদস্য পদ চলে যায়। নির্মলবাবুর ক্ষোভ মানস ভুঁইয়ার বিরুদ্ধে। তাঁর কথা।, “যে মানস ভুঁইয়ার জন্য লড়াই করেছি, জেলায় কংগ্রেসের সংগঠনকে মজবুত করেছি, সেই মানস ভুঁইয়াই আমাদের সম্মান দিলেন না।” দলত্যাগের বিষয়টি মানসবাবু ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়কে লিখিত ভাবে জানিয়েছেন নির্মলবাবু।
নির্মলবাবুর সঙ্গেই দল ছেড়েছেন ঝাড়গ্রাম মহকুমা কংগ্রেসের সভাপতি দুর্গেশ মল্লদেব, নয়াগ্রামের মালতী সরেন, নয়াগ্রাম ব্লক কংগ্রেস সভাপতি ক্ষেমেন্দ্র সিংহ, ঘাটাল মহকুমা কংগ্রেস সভাপতি মন্টু বাউরি, বেলপাহাড়ি ব্লক কংগ্রেস সভাপতি সূর্যেশ্বর পাইন, বিনপুর ব্লক সভাপতি অশোক প্রতিহার। তবে এই দলত্যাগ কংগ্রেসের ক্ষতি করবে না বলেই মনে করছেন জেলা কংগ্রেস সভাপতি স্বপন দুবে। তিনি বলেন, “কেউ গেলে ক্ষতি হওয়ার কিছু নেই।” |