|
|
|
|
মন্ত্রীদের সংবর্ধনা দুই জেলায় |
নিজস্ব প্রতিবেদন |
রাজ্যের তিন মন্ত্রীকে সংবর্ধনা দিল ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। রবিবার ঘাটাল টাউন হলে দুই মেদিনীপুরের দুই মন্ত্রী তথা পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের সুকুমার হাঁসদা, জলসম্পদ উন্নয়ন দফতরের সৌমেন মহাপাত্র ছাড়াও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী নুরে আলম চৌধুরীকেও সংবর্ধনা দেওয়া হয়। ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি অজিত দে জানান, গত লোকসভা নিবার্চনে ঘাটাল থেকেই প্রতিদ্বন্দিতা করেছিলেন নুরে আলম। তাই তাঁকেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। মহকুমার দুই তৃণমূল বিধায়ক শঙ্কর দোলই এবং অজিত ভুঁইয়াকেও সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন অরুণ মুখোপাধ্যায়, শ্যাম পাত্র-সহ তৃণমূলের জেলা নেতৃত্ব। তিন মন্ত্রীকে কাছে পেয়ে দলীয় কর্মীরা ঘাটালের বন্যা-সহ অন্য সমস্যার কথা জানান। মন্ত্রীরাও বন্যা রোধের জন্য মাস্টার প্ল্যান কার্যকর-সহ সার্বিক উন্নয়নের আশ্বাস দেন।
স্থানীয় বিধায়ক তথা রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্রকেও সংবর্ধনা জানিয়েছে তমলুকের একাধিক সংগঠন। শনিবার তমলুক রাজবাড়িতে সৌমেনবাবুকে সংবর্ধনা জানায় তাম্রলিপ্ত-ময়না-কাশীজোড়া হেরিটেজ কমিটি। তাম্রলিপ্ত পশ্চিমাঞ্চল উন্নয়ন কমিটি, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটি ও শহিদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল কমিটিও এ দিন আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা জানায় সৌমেনবাবুকে।
রবিবার রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকুমার হাঁসদাকে সংবর্ধনা জানায় ঝাড়গ্রাম শহরের তৃণমূলের ১-৬ নম্বর ওয়ার্ড কমিটি। নিমতলা এলাকায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার বিরোধী দলনেতা আনন্দমোহন পান্ডা, তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক গৌরাঙ্গ প্রধান প্রমুখ। পুরসভার কাজের ব্যর্থতা নিয়ে অভিযোগ জানানো হলে মন্ত্রী শহরের সমস্যার দিকেও নজর দেওয়া হবে বলে আশ্বাস দেন। |
|
|
|
|
|