|
|
|
|
ইন্দো-পাক এক্সপ্রেস সোনার স্টেশনে |
নিজস্ব প্রতিবেদন |
পেশাদার টেনিস ট্যুর ঘাসের কোর্টে পড়তেই ভারতীয় ডাবলস তারকাদের ভেল্কি শুরু হয়ে গেল। পাশাপাশি তাঁরা প্রত্যাশা বাড়িয়ে তুললেন আসন্ন উইম্বলডনে ডাবলসে সাফল্যের প্রশ্নে। ঘাসের কোর্টের মরসুমের প্রথম সপ্তাহে জার্মানির হ্যাল ওপেনে ডাবলস চ্যাম্পিয়ন হলেন টেনিসের ইন্দো-পাক মৈত্রী এক্সপ্রেস রোহন বোপান্না-আইসাম কুরেশি। আর লন্ডনের কুইন্স পার্ক টুর্নামেন্টে বৃষ্টির জন্য শেষ খবর পাওয়া পর্যন্ত শুরু না-হতে পারা ডাবলস ফাইনালে নামতে অপেক্ষমান লি-হেশের ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’। বিশ্বসেরা মার্কিন জুটি বব ও মাইক ব্রায়ানদের বিরুদ্ধে।
হ্যাল ওপেনে শীর্ষ বাছাই বোপান্নারা রবিবার ফাইনালে সুপার টাইব্রেকে হারালেন অবাছাই ডাচ-কানাডিয়ান জুটি রবিন হাস-মিলোস রাওনিককে ৭-৬ (১০-৮), ৩-৬, ১১-৯। স্কোর লাইন দেখলেই বোঝা যাচ্ছে অনামী জুটিকে হারাতেও কতটা বেশি বেগ পেতে হয়েছে বিশ্ব ডাবলস র্যাঙ্কিংয়ে ছয় নম্বর টিম বোপান্না-কুরেশির। ডাবলসের ব্যক্তিগত বিশ্ব র্যাঙ্কিংয়েও বোপান্না ও কুরেশি এই মুহূর্তে প্রথম দশের মধ্যে। বোপান্না ১০, কুরেশি ৮। লিয়েন্ডার পেজ পর্যন্ত (১১) তাঁদের পিছনে। উল্টো দিকে হাসের ডাবলস র্যাঙ্কিং ৮৮, রাওনিকের চারশোরও বেশি! কিন্তু টেনিসে শীর্ষ পর্যায়ের লড়াইয়ে র্যাঙ্কিং যে বিরাট ফ্যাক্টর নয় তা আবারও প্রমাণিত এই ম্যাচে। তবে গতবারের যুক্তরাষ্ট্র ওপেন ফাইনালিস্ট বোপান্না-কুরেশির বাড়তি খুশির কারণ, চলতি মরসুমে ট্যুরে প্রথম কোনও টুর্নামেন্টের ফাইনালে উঠেই তাঁরা চ্যাম্পিয়ন হলেন। বোপান্নার এটা ডাবলসে তৃতীয় এটিপি খেতাব। সব ক’টাই ওয়াঘার ও পারের সঙ্গী কুরেশিকে নিয়ে। |
|
|
|
|
|