|
|
|
|
কলকাতায় মেসিদের ম্যাচে আগ্রহী ফিফা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কলকাতায় লিওনেল মেসিদের ম্যাচ সংগঠন নিয়ে খোঁজখবর নিতে শুরু করল ফিফা। বিশ্বের সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থার প্রেসিডেন্ট শেপ ব্লাটারের সহকারী আমেদ সুবের শনিবার ফোন করে আর্জেন্তিনা-ভেনেজুয়েলা ম্যাচের উদ্যোক্তা সি এম জি কর্তাদের জুরিখে আসার আমন্ত্রণও জানালেন। সিএমজি কর্তা ভাস্বর গোস্বামী রবিবার বললেন, “ভারতে এই ধরনের ম্যাচ কখনও হয়নি। তাই ফিফা কর্তারা বেশ উচ্ছ্বসিত মনে হল। ওঁরা আমাদের জুরিখে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে সোমবার চিঠি পাঠাচ্ছেন। আর্জেন্তিনার কাজ শেষ করে ৪ জুলাই আমরা ফিফায় যাব।”
ভারতীয় ফুটবলের উন্নতির জন্য বেশ কয়েক বছর ধরেই নানা চেষ্টা চালাচ্ছে ফিফা। জনসংখ্যায় বিশ্বের দু’নম্বর দেশে ফুটবল কেন এক জায়গায় আটকে, তা নিয়ে চিন্তিত তারা। সে জন্য ফেডারেশনের মাধ্যমে এ দেশে কিছু প্রকল্পও চালু করেছে ফিফা। ব্লাটারের সহকারী সি এম জি কর্তাদের জানিয়েছেন, ২ সেপ্টেম্বরের মেসি-তেভেজদের ম্যাচ ভারতীয় ফুটবলে নতুন উন্মাদনা তৈরি করবে বলে মনে করছে ফিফা। |
|
বুয়েনস আইরেসে অনুশীলনে মেসি। -এপি |
সি এম জি-র অন্যতম কর্তা ধরমদত্ত পান্ডে বললেন, “মেসিদের ম্যাচ নিয়ে ওরা খুঁটিয়ে খুঁটিয়ে নানা প্রশ্ন করেছে। কোন মাঠে খেলা হবে? সেখানে কত লোক খেলা দেখতে পারবেন? ভারতে কী ভাবে ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়েও ওরা পরামর্শ চেয়েছেন আমাদের। আমরা কিছু প্রকল্প নিয়ে জুরিখে যাচ্ছি। মারাদোনার কলকাতা সফরে কত লোক মাঠে এসেছিলেন তা-ও জানতে চেয়েছিলেন ওই ফিফা কর্তা।” তিনি জানান, “আমরা ফিফা প্রেসিডেন্টকে ম্যাচের দিন শহরে আসার অনুরোধ করেছি। সুবের আশ্বাস দিয়েছেন, প্রেসিডেন্টের সফরসূচিতে সময় থাকলে কলকাতা আসতে পারেন।” এ দিকে মেসি-তেভেজদের ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়ে যাচ্ছে ১ জুলাই থেকেই। ইউরোপের বিভিন্ন ম্যাচের টিকিট যেমন অগ্রিম বুকিং হয় সে রকমই। বিভিন্ন রাজ্য সংস্থা বা ক্রীড়াসংগঠন টাকা দিয়ে টিকিট বুক করে রাখতে পারবেন। সেই কাগজ দেখিয়ে আসল টিকিট পাওয়া যাবে। সি এম জি কর্তারা টিকিটের দাম এক হাজার থেকে পাঁচ হাজার টাকা রেখেছেন। টিকিটের যা চাহিদা তাতে উদ্যোক্তাদের আশা এক মাস আগেই সব বিক্রি হয়ে যাবে।জানা গেছে, ফিফার আন্তর্জাতিক এই ম্যাচ সংগঠন করতে প্রায় বাইশ কোটি টাকা খরচ হবে। |
|
|
|
|
|