|
|
|
|
এক দশক রাজত্ব করবে ভারত, বললেন ফ্লেচার |
সংবাদসংস্থা • অ্যান্টিগা |
এক দিনের সিরিজ জয়ের চব্বিশ ঘণ্টার মধ্যেই নতুন কোচের সার্টিফিকেট পেয়ে গেলেন অধিনায়ক সুরেশ রায়না এবং তাঁর ছেলেরা। তরুণ ভারতীয় দলের পারফরম্যান্সে প্রভাবিত জাতীয় কোচ ডানকান ফ্লেচার বললেন, এই দলের যা প্রতিভা তাতে সামনের পাঁচ-দশ বছর বিশ্বক্রিকেটে রাজত্ব করবে ভারত। “ভারতে অসাধারণ প্রতিভা রয়েছে। এই সময় ভারতীয় ক্রিকেট খুব ভাল জায়গায় আছে,” ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ এগিয়ে যাওয়ার পরে বলেছেন ভারতের জিম্বাবোয়ান ফ্লেচার। সঙ্গে যোগ করেছেন, “আমি জানি যে আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছর লম্বা একটা সময়। কিন্তু এর মধ্যে অন্য কোনও দল যদি অপ্রত্যাশিত ভাবে উঠে না আসে, তা হলে ভারতের শাসন জারি থাকবে।”
শনিবার তৃতীয় এক দিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ২২৫-৮ তাড়া করতে গিয়ে ৯২-৬ হয়ে যাওয়ার পর ভারতকে যিনি ম্যাচ ও সিরিজ জিতিয়ে অপরাজিত ৮৬ করে মাঠ ছাড়েন, সেই রোহিত শর্মার কথা আলাদা করে বলেছেন জাতীয় কোচ। “রোহিতের ইনিংসটা অসাধারণ ছিল। ভেবে দেখুন, ভারতীয় দলে কী রকম প্রতিভা আছে যে রোহিতের মতো ব্যাটসম্যান টেস্ট দলের বাইরে! রোহিত দেখাল যে ও খুব ভাল ফিনিশার। সব ব্যাটসম্যান এই কাজটা করতে পারে না। যে কোনও টেস্ট দলের হয়ে খেলে দিতে পারে রোহিত। ভারতের এখনকার দলটা এত ভাল বলেই ও যথেষ্ট সুযোগ পাচ্ছে না। রোহিতের সঙ্গে কাজ করতে পারার জন্য মুখিয়ে আছি।”
অধিনায়ক রায়নাও উচ্ছ্বসিত রোহিতকে নিয়ে। বলেছেন, “রোহিত এখন অনেক বেশি পরিণত, নিয়মনিষ্ঠ। ও এখন জানে কখন ডিফেন্স করতে হবে আর কখন আক্রমণ করতে হবে বোলারদের। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ড্রেসিংরুমে সচিন তেন্ডুলকরের সঙ্গে সময় কাটানোটা ওকে সাহায্য করেছে।” সঙ্গে রায়না যোগ করেছেন, “আমাদের সিরিজ জেতা হয়ে গিয়েছে বলে শেষ দু’টো ম্যাচে দলের রিজার্ভ প্লেয়ারদের সুযোগ দিতে পারি।” যার মানে সোমবার বা বৃহস্পতিবারের ম্যাচে বাংলার মনোজ তিওয়ারি এবং উইকেটকিপার ঋ
দ্ধিমান সাহার খেলার প্রচুর সম্ভাবনা রয়েছে।
ভারতের তরুণ দলের যে ব্যাপারটা ফ্লেচারকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে সেটা হল, কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারার ক্ষমতা। “রায়নারা যে ভাবে চাপের মুখ থেকে নিজেদের বার করে আনছে, সেটা দেখে খুব খুশি হয়েছি। প্রথম ওয়ান ডে-তে রান তাড়া করতে নেমে চারটে উইকেট পড়ে গিয়েছিল। শনিবারও খুব কঠিন পরিস্থিতি ছিল,” বলে ফ্লেচার যোগ করেছেন, “শনিবার স্পিনাররাই আমাদের ম্যাচে ফিরিয়ে এনেছিল। একটা সময় মনে হচ্ছিল আমাদের ২৭০-এর উপর রান তাড়া করতে হবে। স্পিনারদের দিয়ে বল করিয়ে যাওয়াটা খুব ভাল সিদ্ধান্ত ছিল। যার জন্য রায়নার অধিনায়কত্বের প্রশংসা করতেই হয়।”
তৃতীয় এক দিনের ম্যাচে ভারতের দুই স্পিনার হরভজন সিংহ এবং অমিত মিশ্র দু’জনে মিলে ২০ ওভারে ৫২ রান দিয়ে চার উইকেট নিয়েছেন। “হরভজন খুব ভাল বল করেছে। ব্যাটসম্যান হিসেবেও প্রচুর উন্নতি করেছে,” বলেছেন ফ্লেচার। রোহিত শর্মার সঙ্গে হরভজনের ৮৮ রানের জুটিই অ্যান্টিগায় ভারতকে জয়ের কাছাকাছি এনে দেয়। |
|
|
|
|
|