বন্ধ হচ্ছে বন |
নিজস্ব সংবাদদাতা• শিলিগুড়ি |
উত্তরবঙ্গে বর্ষা নামতেই বন্ধ হয়ে গেল বনবাংলোর দরজা। বন দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ১৫ জুন থেকে টানা তিন মাস উত্তরবঙ্গের সমস্ত জঙ্গলে পর্যটকদের ঢোকা নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে। এই সময়ে পর্যটকরা বক্সা, জলদাপাড়া, চাপড়ামারি কিংবা মহানন্দার কোনও বনবাংলোয় রাত্রিবাসের অনুমতি পাবেন না। একই নিষেধাজ্ঞা |
|
ফালাকাটার দক্ষিণ খয়েরবাড়িতে রাজকুমার মোদকের ছবি। |
থাকছে পাহাড়ের বনবাংলোগুলোর ক্ষেত্রে। ১৫ সেপ্টেম্বরের পরে ফের জঙ্গলের রাস্তা খুলে দেওয়া হবে পর্যটকদের জন্য। উত্তরবঙ্গের মুখ্য বনপাল রাজকুমার মাহাতোলিয়া বলেন, “গোটা দেশেই এটাই নিয়ম। ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পর্যটকদের ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।” তছুটি নেই বনকর্মীদের। ঘোর বর্ষাতেও বনকর্মীদের নজরদারি চলবে নিয়মমাফিক। বন দফতর সূত্রে জানা গিয়েছে, বর্ষায় গোটা জঙ্গল এলাকা জলে ভরে |
|
শেষ শনিবারের ভিড়। গরুমারায় দীপঙ্কর ঘটকের ছবি। |
যায়। সারা বছর যে সমস্ত ঝোরা শুকিয়ে থাকে বর্ষায় সেগুলিই জেগে ওঠে। ফলে যাতায়াতে সমস্যা তৈরি হয়। অন্যদিকে, সারা বছর যে সমস্ত বন্য জন্তু লোকচক্ষুর আড়ালেই থাকে, বর্ষায় তারাও জঙ্গল জুড়ে ছড়িয়ে পড়ে। ফলে বনকর্মীদেরও বর্ষায় জঙ্গলে যাতায়াতে সতর্কতা মেনে চলতে হয়। ফলে বর্ষায় পর্যটকদের জঙ্গলে ঢোকা ঝুকির ব্যাপার হয়ে যায়। বেহাল হয়ে পড়ে বনবাংলোও। বন দফতরের এরক কর্তা বলেন, “বর্ষায় পর্যটকেরা জঙ্গলে ঢুকলেও লাভ কিছু নেই। বরং ঝুকির ব্যাপার থাকে অনেকটা। সেই জন্যই বর্ষায় জঙ্গলে বাইরের লোকের ঢোকা বন্ধ করা হয়। |
|