দুর্ঘটনায় জখম পথচারী, বাস পোড়াল জনতা
দুর্ঘটনায় এক পথচারীর জখম হওয়ার জেরে বাসে আগুন ধরিয়ে দেওয়া হল বেনিয়াপুকুরে। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ, পার্ক সার্কাস এলাকার সুন্দরীমোহন অ্যাভিনিউয়ে।
পুলিশ জানায়, পার্ক সার্কাস মোড়ের কাছে দাঁড়িয়ে ছিলেন শেখ মুন্না (৪৫)। ওই সময়ে ২০২ নম্বর রুটের একটি বেসরকারি বাস তাঁকে ধাক্কা মারে। গুরুতর জখম হন ওই ব্যক্তি। তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জনরোষে ছাই হয়ে গিয়েছে বাস। রবিবার সন্ধ্যায়, পার্ক সার্কাসে। নিজস্ব চিত্র
ঘটনার পরে বাস নিয়ে পালানোর চেষ্টা করেন চালক। কিন্তু, স্থানীয় কয়েক জন যুবক মোটরসাইকেলে ধাওয়া করে সেটিকে ধরে ফেলেন। বেগতিক দেখে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে বাস ফেলে পালান চালক ও কন্ডাক্টর। পুলিশ সূত্রের খবর, সেই সময়ে জনা কয়েক যাত্রী ওই বাসে ছিলেন। তাঁরাও আতঙ্কগ্রস্ত হয়ে বাস থেকে নেমে যান। স্থানীয় বাসিন্দারা জানান, ভাঙচুরের আগে তাঁরাই যাত্রীদের নামিয়ে দেন। ডিসি (ইএসডি) পল্লবকান্তি ঘোষ জানান, উত্তেজিত জনতা বাসটির ইঞ্জিনে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল ও তার সংলগ্ন এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন পথচলতি মানুষজনও। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, “পার্ক সার্কাস মোড়ের কাছে দাঁড়িয়েছিলাম। আচমকা হুড়মুড়িয়ে বাসটি এসে পড়ে। তার পরে এক জন লোককে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় মাটিতে ছিটকে পড়েন তিনি।”
খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বেনিয়াপুকুর থানার পুলিশবাহিনী। আসে দমকলের তিনটি ইঞ্জিন। ডিসি-সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারাও চলে যান ঘটনাস্থলে।
স্থানীয় সূত্রের খবর, দমকলকর্মীরা ঘটনাস্থলে এসে আধ ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। বাসটি অবশ্য পুরো পুড়ে গিয়েছে। পরিস্থিতি সামলাতে সিআইটি রোড এবং সুন্দরীমোহন অ্যাভিনিউয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, বাসে আগুন লাগানোর এই ঘটনায় কেউ গ্রেফতার হননি। দোষীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
Previous Story Calcutta Next Story


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.