|
|
|
|
মোনালিসার দেহাবশেষ আবিষ্কার, দাবি |
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
তার ‘রহস্যময়’ হাসি বছরের পর বছর চিন্তার খোরাক জুগিয়েছে গবেষকদের। ‘সে’ লিওনার্দো দা-ভিঞ্চির ‘মোনালিসা’।
আর শুধু কি হাসি? রহস্যে ঘেরা তার পরিচয়ও। কে সেই ‘আসল’ মোনালিসা যাকে সামনে রেখে অমন একটা ‘মাস্টারপিস’ সৃষ্টি করেছিলেন ষোড়শ শতকের অন্যতম বিখ্যাত চিত্রকর, তা নিয়েও অনুসন্ধানের শেষ নেই। ইতালির বোলোগনা বিশ্ববিদ্যালয়ের এমনই এক অনুসন্ধানকারী দলের দাবি তাঁরা ফ্লোরেন্সের এক গির্জা থেকে ছবির আড়ালের সেই ‘আসল’ মহিলার দেহাবশেষ আবিষ্কার করেছেন।
মুখ্য গবেষক জর্জিও গ্রুপ্পিওনির বক্তব্য, “ফ্লোরেন্সের এক কাপড়ের ব্যবসায়ীর স্ত্রী লিসা ঘেরাদিনিই সম্ভবত মোনালিসার মডেল। কয়েক বছর আগে তাঁর ডেথ সার্টিফিকেট পাওয়া যায়। সেই সূত্র ধরে তাঁর দেহাবশেষ খুঁজতে খুঁজতেই আমরা এই গির্জায় এসে পৌঁছেছি। হাড়ের গঠন দেখে প্রাথমিক ভাবে ওগুলি কোনও মহিলার বলেই মনে হচ্ছে।”
হাড়গুলির সাহায্যে তাঁরা কম্পিউটারের মাধ্যমে মহিলার মুখের ছবি তৈরি করার চেষ্টা করবেন। সেই ছবি মোনালিসার ছবির সঙ্গে মিলিয়ে দেখা হবে। তাতেই মোনালিসার পরিচয় রহস্যের পর্দা সরবে বলে আশা গবেষকদের। তবে এই পদ্ধতির উপযোগিতা নিয়ে প্রশ্ন তুলেছেন বেশ কিছু প্রত্নতত্ত্ববিদ।
তার পরিচয় খুঁজে বের করার এই প্রচেষ্টা দেখে হয়তো ফের রহস্যময় হাসি হাসছে মোনালিসা! |
|
|
|
|
|