অপরাধের সাজা পেয়ে বর্তমানে জেলে। কিন্তু মনে ইচ্ছা ফুটফুটে এক শিশুর বাবা হওয়ার। আর বোধহয় এই ইচ্ছাকে অবাস্তব বলা যায় না। ব্রিটেনের এক জেলে এক কয়েদি এমনটাই চেয়েছিলেন। তাঁর ইচ্ছা ছিল তিনি জেলে থাকাকালীনই তাঁর সঙ্গিনী কৃত্রিম ভাবে গর্ভে ধারণ করুন তাঁর সন্তান। তাঁর শুক্রাণু সংগ্রহ করে যদি তা দিয়ে কৃত্রিম ভাবে নিষিক্ত করা যায় সঙ্গিনীর ডিম্বাণুকে, তা হলেই সম্ভব তাঁর ইচ্ছাপূরণ। নিজের স্বপক্ষে যুক্তি দিতে তিনি টেনে এনেছিলেন ইউরোপীয় আইনের প্রসঙ্গ। সেই আইনে কয়েদিদের পারিবারিক জীবনযাপনের অধিকার স্বীকৃত।
ব্রিটেনের বিচার সচিব কেনেথ ক্লার্ক আজ তাঁর আর্জি মেনে নিয়েছেন। মানবাধিকার আইনের ৮ নম্বর ধারার উল্লেখ করে তিনি বলেছেন, অন্য বন্দিরাও এই সুযোগ পাওয়ার আবেদন করতে পারেন। তবে কাউকেই চিকিৎসার খরচ দেওয়া হবে না। এর আগেও ১৬ জন জেলে থেকেই বাবা হতে আর্জি জানিয়েছিলেন। সকলেরই অনুরোধ প্রত্যাখ্যাত হয়েছিল।
|
পরপর দু’টি বোমা বিস্ফোরণে পাকিস্তানে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে এক জন সাংবাদিকও আছেন। আহত হয়েছেন শতাধিক। পুলিশ জানিয়েছে, পেশোয়ারের খাইবার সুপার মার্কেটে কাল রাতে প্রথম বিস্ফোরণটি ঘটে। তার তীব্রতা খুব একটা বেশি ছিল না। বোমাটি একটি হোটেলের বাথরুমে লুকিয়ে রাখা ছিল। বিস্ফোরণের পরেই বিস্ফোরণস্থল দেখতে প্রচুর লোক জমায়েত হন। এর পর সেই ভিড়ের মধ্যেই আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটে। |