তৃণমূল বিধায়কদের সংবর্ধনা দিল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন (ইউনিফায়েড)। এই উপলক্ষে রবিবার মেদিনীপুর শহরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের জেলা কমিটির উদ্যোগেই এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন। পশ্চিম মেদিনীপুর জেলায় তৃণমূলের ৮ জন বিধায়ক রয়েছেন। এঁদের মধ্যে নয়াগ্রামের দুলাল মুর্মু ছাড়া বাকি সবাই এ দিন উপস্থিত ছিলেন। এসেছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী তথা ঝাড়গ্রামের বিধায়ক সুকুমার হাঁসদাও। এমপ্লয়িজ ফেডারেশনের জেলা সভাপতি সুনীল কর বলেন, “মানুষ পরিবর্তন চেয়েছেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছেন। এ বার উন্নয়নের কাজ ত্বরান্বিত করতে হবে।” এ দিকে, বেঙ্গল মিনি ট্রাক, স্মল ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাভেলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও এ দিন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতিকে সংবর্ধনা দেওয়া হয়।
|
রাজ্যে পালাবদল হয়েছে। এ বার দলের ছাত্র সংগঠনকে ঢেলে সাজার উদ্যোগ নিল তৃণমূল। রবিবার মেদিনীপুর শহরে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) এক সভা অনুষ্ঠিত হয়। জেলার নানা প্রান্তের কর্মীরা সভায় যোগ দেন। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি শঙ্কুদেব পণ্ডাও। সভা থেকে সংগঠনের জেলা চেয়ারম্যান হিসেবে রমা গিরির নাম ঘোষণা করেন রাজ্য সভাপতি। রমা তৃণমূল ছাত্র পরিষদের জেলা সাধারণ সম্পাদক ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে শঙ্কু বলেন, “এ বার সংগঠনের কর্মীদের আরও দায়িত্বশীল হতে হবে। সব সময়ে ছাত্রছাত্রীদের পাশে থাকতে হবে। তাঁদের সুবিধা-অসুবিধা দেখতে হবে।” এই প্রথম তৃণমূল ছাত্র পরিষদের জেলা চেয়ারম্যান পদে কাউকে বসানো হল। সভায় উপস্থিত সংগঠনের জেলা সভাপতি লোকেশ করও কর্মীদের আরও দায়িত্বশীল হওয়ার কথা বলেন। এ দিন ছিল পরিবেশ দিবস। তাই সভা শুরুর আগে গাছ লাগানো হয়।
|
বুধবার খড়্গপুর শহরের মালঞ্চ লাল বাংলোয় আয়োজন করা হয়েছিল রবীন্দ্র-নজরুল সন্ধ্যার। ১৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান শুরু হয় ঈপ্সিতা বন্দ্যোপাধ্যায়ের গান দিয়ে। নৃত্য পরিবেশন করেন নন্দিতা দে ও শ্রেয়সী দে। আবৃত্তিতে অন্বেষা সেন। সঙ্গীত পরিবেশন করেন সৌমেন চক্রবর্তী ও ঈশানী সেন। নজরুলের জীবন ও সৃষ্টি নিয়ে বক্তব্য রাখেন নন্দদুলাল রায়চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরপ্রধান জহরলাল পাল, দেবাশিস চৌধুরী, শিবাজি রাও, ধীরেন্দ্রনাথ ধীবর প্রমুখ।
|
রবীন্দ্র-স্মরণ: রবীন্দ্র জন্মজয়ন্তীর সার্ধশতবর্ষে মেদিনীপুর রেনেসাঁ ফিল্ম অ্যান্ড কালচারাল সোসাইটি আয়োজিত সারাদিন ব্যাপী অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীত ও নৃত্য, রবীন্দ্র-প্রসঙ্গে তথ্যচিত্রের প্রদর্শনী। মেদিনীপুরের রবীন্দ্র-নিলয়ে। |