চা দোকানিকে খুনের চেষ্টার পরে তেলেভাজা দোকানির সঙ্গে মারপিট। এবং আবার গ্রেফতার হলদিরাম ভুজিয়াওয়ালার কর্ণধার প্রভুশঙ্কর অগ্রবাল। রবিবার বড়বাজারের কলাকার স্ট্রিটে যে-তেলেভাজা দোকানির সঙ্গে প্রভুশঙ্করের মারপিট হয় বলে অভিযোগ, তিনি হলদিরাম-কর্তারই ভাড়াটে। গ্রেফতার করা হয়েছে রঞ্জন সোনকার নামে ওই তেলেভাজা দোকানিকেও। পুলিশ জানায়, প্রভুশঙ্করের দোকানের পাশেই রয়েছে তাঁর ভাড়াটে রঞ্জনের দোকান। দোকানটি ছেড়ে দেওয়ার জন্য প্রভুশঙ্কর বেশ কিছু দিন ধরেই রঞ্জনকে হুমকি দিচ্ছিলেন বলে অভিযোগ। দোকানের বিদ্যুৎ-সংযোগ নিয়েও রঞ্জনের সঙ্গে বিবাদ চলছিল তাঁর। কলকাতা হাইকোর্টের নির্দেশে সম্প্রতি সেই বিবাদ মিটে যায়। পুলিশ জানিয়েছে, দোকানে বিদ্যুৎ-সংযোগ ঠিকমতো রয়েছে কি না, তা দেখতে রবিবার সন্ধ্যায় সেখানে যান প্রভু। তখনই রঞ্জনের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। বচসা থেকেই এক সময় শুরু হয়ে যায় হাতাহাতি। পুলিশ দু’জনকেই গ্রেফতার করে। ২০০৫ সালে ওই একই এলাকায় ‘সুপারি কিলার’ লাগিয়ে এক চা দোকানিকে খুনের চেষ্টা করেছিলেন প্রভু। সেই দোকানটি দখল করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। গত বছর ওই মামলায় নিম্ন আদালতের নির্দেশে যাবজ্জীবন কারাদণ্ড হয় প্রভু এবং আরও চার জনের। কয়েক মাস জেলে থাকার পরে সুপ্রিম কোর্ট তাঁকে জামিন দেয়। সেই মামলায় তাঁর ‘হিটম্যান’ গোপাল তিওয়ারিও পরে শীর্ষ আদালতের নির্দেশে জামিন পান। |
রেলমন্ত্রী থাকাকালীন তাঁর ঘরের অ্যাকোয়ারিয়ামের মাছদের নিজের হাতে খাওয়াতেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকরণেও তাঁর ঘরে বসানো হল অ্যাকোয়ারিয়াম। এখানেও তাঁর মাছদের নিজেই খাওয়াবেন মুখ্যমন্ত্রী। আপাতত অ্যাকোয়ারিয়ামে আছে বড় লাল মাছ ‘ডিউটি’ ’আর কালো রঙের ‘বিউটি’। এ ছাড়া আছে আরও দু’টি মাছ। তাদের নামকরণ হয়নি। মুখ্যমন্ত্রীর টেবিলের ডান পাশে একটি ছোট টেবিলের উপরে অ্যাকোয়ারিয়ামটি রাখা হয়েছে। |