টুকরো খবর

প্রণবের সঙ্গে কথা, আজ চিদম্বরমের কাছে গুরুঙ্গরা
আলাদা রাজ্যের দাবি আপাতত ‘হৃদয়ে রেখে’ দার্জিলিংয়ের জন্য দ্রুত নতুন স্বশাসিত অঞ্চল গঠনের আর্জি নিয়ে এ বার কেন্দ্রের দ্বারস্থ হচ্ছেন বিমল গুরুঙ্গ। সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি। এক দিন পরে, আজই তিনি সদলবলে দিল্লিতে এসেছেন। রাতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন গুরুঙ্গরা। কাল দুপুরে তাঁরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে বৈঠক করবেন। চিদম্বরমের বক্তব্য, “ওঁরা আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন। আমি সব সময়ই আলোচনাকে স্বাগত জানাই।’’ সোমবার মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিমল গুরুঙ্গের বৈঠকে ঠিক হয়েছিল, পাহাড় নিয়ে আগামী ৬ জুন রাজ্য এবং মোর্চার মধ্যে অফিসার পর্যায়ে বৈঠক হবে। সেই বৈঠকের পর রাজনৈতিক স্তরে ত্রিপাক্ষিক বৈঠক হবে। আজ দিল্লি পৌঁছনোর পর রোশন গিরি, হরকাবাহাদুর ছেত্রীর মতো নেতারা জানান, তাঁরা খোলা মনেই আলোচনা করতে চান। এত দিন তাঁরা শুধু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেই বৈঠক করতেন। সন্ধ্যায় দিল্লিতে পা দিয়ে রাতেই প্রণববাবুর বাড়িতে হাজির হন তাঁরা। রোশন জানান, এই বৈঠক ‘সৌজন্যমূলক’। তবে স্বশাসিত পরিষদ হলে কেন্দ্র কী আর্থিক প্যাকেজ দিতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে।

পরামর্শ
কথা না বলে শ্রমমন্ত্রীকে কাজ করে দেখানোর পরামর্শ দিলেন প্রাক্তন শ্রমমন্ত্রী অনাদি সাহু। মঙ্গলবার বামফ্রন্ট আমলে চা শ্রমিকদের উন্নয়ন হয়নি বলে সমালোচনা করেন শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। এদিন অনাদিবাবু বলেন, “বাম আমলেই শ্রমিক স্বার্থ রক্ষা হয়েছে। নতুন সরকার মালিক স্বার্থরক্ষার মনোভাব দেখাচ্ছেন। নতুন শ্রমমন্ত্রী না জেনে নানা কথা বলছেন। রাজ্য সরকারের দফতরে সব কাগজ রয়েছে। লেবার কমিশনারের কাছেও কাগজপত্র রয়েছে। তিনি দেখে নিলে সমস্ত তথ্য হাতে পাবেন।” অনাদিবাবুর দাবি, বাম সরকারের আমলেই চা শ্রমিকদের মজুরি দৈনিক ১৬২ টাকা করার প্রস্তাব দেওয়া হয়। তার সঙ্গে মহার্ঘ্যভাতার প্রস্তাব দেওয়া হয়। একটি সেন্ট্রাল ওয়েজ বোর্ড গঠনের দাবি রাজ্য সরকারের তরফে কেন্দ্রের কাছে করা হয়। কিন্তু কাজ হয়নি। ২১টি বন্ধ চা বাগানের মধ্যে বামফ্রন্ট সরকার উদ্যোগ নিয়ে ১৪টি বাগান খোলার ব্যবস্থা করেছে। বন্ধ বাগানের ১৪৫২৩ জন শ্রমিককে মাসে দেড় হাজার টাকা ভাতা, রেশন, ত্রিপল, জ্বালানি কাঠ সরবরাহ করা হয় বলে দাবি তাঁর। তিনি বলেন, ‘‘উন্নয়নের ধারাবাহিকতা যাতে বজায় থাকে তা শ্রমমন্ত্রীকে দেখতে হবে।” তাঁর দাবি, শ্রম দফতরে নির্মাণ শ্রমিকদের জন্য ২৭০ কোটির টাকার ওয়েলফেয়ার ফান্ড রয়েছে। ট্রান্সর্পোট শ্রমিকদের সাড়ে ৫ কোটি টাকা, শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের জন্য ২৪০ কোটি রয়েছে।

এখনও চলছে রিলে অনশন
চাকরির দাবিতে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ দফতরের সামনে ভূমিহারাদের রিলে অনশন এখনও চলছে। বুধবার ভূমিহারা কর্মপ্রার্থী সমিতির তরফে চাকরির দাবিপূরণ না-হলে আমরণ অনশনের হুমকি দেওয়া হয়েছে। জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের দফতরে ভূমিহারাদের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়। সংগঠনের সভাপতি গৌতম দাস বলেন, “প্রায় দু’বছর ধরে আন্দোলন চলছে। তিন সাংসদ, সংসদ সভাপতি, জেলাশাসক, জেলা পরিষদের সভাধিপতি-সহ সবাইকে জানানো হয়েছে। তাও কিছু হয়নি।”

দলবদল
সরকার বদল হতেই ফাঁসিদেওয়ার নিজবাড়িতে আরামবাগ হ্যাচারির ১৪৬ সিটু সমর্থক কর্মী তৃণমূলে যোগ দিলেন। মঙ্গলবার বিকালে ওই দল বদলের ঘটনাটি ঘটেছে বলে তৃণমূলের ফাঁসিদেওয়া অঞ্চল সভাপতি পলাশ বিশ্বাস দাবি করেন। দলবদলের কথা স্বীকার করে নিজবাড়ি আরামবাড়ি আরামবাগ সিটুর ইউনিয়ের কার্যকরী কমিটির সদস্য মহম্মদ রকিবুল বলেন, “সিটুর নেতারা দাবিদাওয়া নিয়ে সে বাবে সরব ছিলেন না। আমাদের নানা দাবিদাওয়া নিয়ে সিটুর নেতারা সংস্থার কর্তপক্ষের সঙ্গে গোপন আঁতাত করে আমাদের নানা প্রাপ্য থেকে বঞ্চিত করা হয়েছে। তাই আমরা সিটু সংগঠন ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছি।” ফাঁসিদেওয়ার সিটু নেতা দীনদয়াল সিংহ বলেন, “দীর্ঘ দিন ধরে নিজবাড়ি আরামবাগ হ্যাচারিতে আমাদের সংগঠন নেই। বিধানসভা ভোটের আগেই তারা তৃণমূলের হয়ে কাজ করেছেন।”

কন্ট্রোল রুম চালু
বুধবার জলপাইগুড়িতে চালু হল বন্যা নিয়ন্ত্রণের কন্ট্রোল রুম। প্রতি বছর ১ জুন বন্যা নিয়ন্ত্রণে এই কন্ট্রোল রুম খোলা হয়। জেলার বিভিন্ন নদীর উপরে নজরদারি এবং বন্যার আগাম সতর্ক বার্তা দেওয়া হবে এখান থেকে। সেচ আধিকারিক কেশব রায় জানান, কন্ট্রোল রুমের নম্বর ০৩৫৬১-২৩০১৫৩।

বিডিও-কে স্মারকলিপি
ফাঁসিদেওয়ার চটহাট এলাকার ১১০ জন প্রাপক ১৪ মাস ধরে বার্ধক্যভাতা পাচ্ছেন না অভিযোগ করে বিডিও’র কাছে স্মারকলিপি দিলেন। বুধবার ওই স্মারকলিপি দেওয়া হয়। চটহাট গ্রাম পঞ্চায়েত প্রধান কংগ্রেসের রাজু মণ্ডল বলেন, “গ্রাম পঞ্চায়েত থেকে সময়ে প্রাপকদের তালিকা জমা হয়েছে। ঠিক কী কারণে ব্লক অফিস তা দিচ্ছে না, তা বলতে পারব না।” বিডিও বাদশা ঘোষাল বলেন, “সরকার ভাতার টাকা দেয়নি। তাই তা দেওয়া যাচ্ছে না।”

পাচারকারী সম্দেহে আটক ৩
মূর্তি পাচার চক্রে জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ফাঁসিদেওয়া থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। ধৃতদের কাছ একটি সোনার মূর্তিও উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, ধৃতদের নাম সুনীল রায়, অমূল্য রায় ও রমেশ রায়। ধৃতদের মধ্যে সুনীল ও অমূল্যের বাড়ি জালাস অঞ্চলের লালদাসজোতে। রমেশের বাড়ি হেটমুড়ি অঞ্চলের দানাগছে। ধৃতদের একজন মাছ ব্যবসায়ী। একজন বালি-পাথর সরবরাহের ব্যবসায়ী। একজন দিনমজুর। এই ঘটনায় ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির সিপিএমের একজন প্রাক্তন সদস্য জড়িত রয়েছে বলে পুলিশ তদন্তে জানতে পেরেছে। মৃর্তিটি আসল না নকল পুলিশ তা যাচাই করে দেখছে। জেরায় ধৃতরা পুলিশকে জানিয়েছে, মূর্তিটি তারা ভক্তিনগর থানার মান্তাদারি এলাকায় এক যুবকের কাছে কিনেছে। রমেশ ও অমূল্য ছিল যোগাযোগকারী। মূর্তিটি একটি লক্ষ্মী ঠাকুরের। ওজন ৬০০ গ্রাম। চার লক্ষ টাকা দাম ঠিক হয়। ২ লক্ষ টাকা আগাম দিয়ে মূর্তিটি কেনা হয়েছে বলে ধৃতরা পুলিশকে জানিয়েছে। পুরো বিষয়টি নিয়ে পুলিশ তদন্তে নেমেছে। রাজগঞ্জের মান্তাদারি ও শিকারপুরে একটি চক্র এই ধরনের কারবারে জড়িত বলে পুলিশ জানতে পেরেছে।

তৃণমূলের দাবি
নকশালবাড়িতে আরও দুটি হিন্দি মাধ্যমের উচ্চ মাধ্যমিক স্কুল খোলার দাবি জানাল তৃণমূল। বুধবার দলের পক্ষ থেকে নকশালবাড়ির বিডিওর কাছে এই বিষয়ে স্মারকলিপি দেওয়া হয়। তৃণমূলের বক্তব্য, ব্লকে হিন্দি মাধ্যমের একটি করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং জুনিয়র হাই স্কুল রয়েছে। ছাত্রছাত্রী প্রায় ২ হাজার। ফলে পড়াশোনার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি স্কুল শিক্ষা দফতরে জানানোর আশ্বাস দেওয়া হয়েছে।
Previous Story Uttarbanga First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.