টুকরো খবর

ফের সংঘর্ষ কালীগঞ্জে
সিপিএম তৃণমূলের সংঘর্ষে জখম হয়েছে জন। মঙ্গলবার রাতে নদিয়ার কালীগঞ্জের মোলান্দি গ্রামের ওই ঘটনায় আহতদের মধ্যে তিন জনকে গুরুতর আহত অবস্থায় বহরমপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই রাতে সংঘর্ষের সময় এলাকার একটি দোকান ছ’টি বাড়িতে ভাঙচুর করে লুঠপাট চালানো হয়েছে বলে অভিযোগ। দু’পক্ষই উভয়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে। পর্যন্ত অবশ্য কেউ গ্রেফতার হয়নি। তৃণমূলের কালীগঞ্জ ব্লক সভাপতি বিজন চক্রবর্তী বলেন, “গত রবিবার দলের পক্ষ থেকে একটি বিজয় মিছিল বেরোয়। মিছিলে এলাকারই কয়েক জন সিপিএম সমর্থক ছিলেন। তা নিয়েই সিপিএমের কর্মী -সমর্থকেরা দলের কয়েক জনকে মারধর করে। তাতে কয়েক জন জখম হয়েছে। তবে সিপিএম কিছু সকেট বোমা সাজিয়ে রেখে মিথ্যা অভিযোগ করেছে।” সিপিএমের পলাশি লোকাল কমিটির সম্পাদক অরিজিৎ বসুর কথায়, “আমাদের তিন কর্মী জখম হয়েছেন। তাঁদের মধ্যে দু’জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ছাড়া নূর আলি নামে এক দলীয় কর্মীর দোকান বাড়িতে চালায় তৃণমূলের লোক। ভাঙচুর করা হয়েছে এলাকার আরও কয়েকটি বাড়ি। রাতে ওই সংঘর্ষ লুঠপাটের কথা শুনে দলের নেতাদের ঘটনাস্থলে যেতে বলা হয়েছে।”

গয়েশপুরে সিপিএম নেতৃত্ব
পুরপ্রধানের বাড়িতে ভাঙচুরের ঘটনার পর বুধবার সকালে গয়েশপুরে গিয়েছিলেন সিপিএমের জেলা সম্পাদক আশু ঘোষ। সঙ্গে ছিলেন পলাশিপাড়ার বিধায়ক এসএম সাদি, প্রাক্তন মন্ত্রী বঙ্কিম ঘোষ, প্রাক্তন সাংসদ অলোকেশ দাস -সহ অন্য নেতারা। আশুবাবু বলেন, “পুরপ্রধান গোপাল চক্রবর্তীর সঙ্গে কথা হয়েছে। অন্যায় ভাবে এলাকার কিছু বাড়িঘর ভাঙচুর করেছে। দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে কর্মীদের মারধর করেছে।” এ দিন সকালে সিপিএমের নেতারা প্রায় ঘণ্টা তিনেক ধরে এলাকা ঘুরে দেখেন। প্রাক্তন মন্ত্রী বঙ্কিম ঘোষ বলেন, “বিধানসভা নির্বাচনের পর থেকেই গয়েশপুরের বিভিন্ন এলাকায় কর্মীদের উপর হামলা চলছিল। এলাকার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন।” তবে দিন গয়েশপুরের পরিস্থিতি স্বাভাবিক ছিল। জেলা পুলিশ সুপার চম্পক ভট্টাচার্য বলেন, “এলাকায় পুলিশি টহল আছে। গোটা বিষয়ের উপর নজর রাখা হচ্ছে।”

কৃষ্ণনগরে বাস চুরি
স্ট্যান্ড থেকে চুরি হয়ে গেল আস্ত একটা বাস। কৃষ্ণনগর বাসস্ট্যান্ডের কর্মীরা জানান, কৃষ্ণনগর -মাজদিয়া রুটের ওই বাসটি মূল স্ট্যান্ডের পাশে দাঁড়িয়েছিল। সাড়ে ৬টা নাগাদ সেটির মাজদিয়ায় যাওয়ার কথা। কর্মীরা এসে দেখেন বাসটি নেই। বাসের মালিক কোতোয়ালি থানায় চুরির অভিযোগ দায়ের করেছেন। বাস মালিকেরা তাদের সংগঠনের মাধ্যমে অন্য জেলার প্রশাসন মালিকদের সঙ্গে যোগাযোগ করে বাসটির খোঁজ চালাচ্ছেন। দিকে, স্ট্যান্ড থেকে বাস চুরি যাওয়ার ঘটনায় রীতিমত উদ্বিগ্ন বাস মালিকেরা। নদিয়া জেলা বাস মালিক সমিতির সদস্য কুণাল ঘোষ বলেন, “জেলায় আগে কখনও এমনটা হয়নি। নিরাপত্তাহীনতায় ভুগছেন বাস মালিকেরা।”

বড়ঞায় দু’টি দুর্ঘটনায় মৃত দুই পড়ুয়া
দু’টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সপ্তম শ্রেণির দুই পড়ুয়ার। বুধবার সকালে কুলির স্কুল থেকে বড়ঞার শিমুলিয়ায় সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল জুলেখা খাতুন (১৩ ) কুলির কাটনা মোড়ের কাছে উল্টোদিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয় জুলেখাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা মৃত ছাত্রীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলে হলদিয়া -ফরাক্কা রাজ্য সড়ক অবরোধ করেন। ঘণ্টা দেড়েক পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উঠে যায় বিক্ষোভ। অন্য ঘটনাটি বড়ঞার কাঁতুর গ্রামের। স্থানীয় বাসিন্দা প্রেমজিৎ গড়াই (১৩ ) দিদিকে সাইকেলে নিয়ে স্কুলে যাচ্ছিল। বাড়ি থেকে খানিক দূরে রাজ্য সড়কে ট্রাক ধাক্কা দেয় তাদের সাইকেলে। রাস্তায় ছিটকে পড়ে দুই ভাই। দিদির হাল্কা চোট লাগলেও গুরুতর জখম অবস্থায় প্রেমজিতকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর সেখানেই মৃত্যু হয় তার। কান্দি মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস নন্দী বলেন, “ট্রাক দু’টি নিয়ন্ত্রণ হারানোয় এমনটা হয়েছে। ট্রাক দু’টিকে আটক করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে দুই ট্রাক চালককে।”

ডোমকলে ডাকাতি
এক ব্যক্তির দোকান এবং বাড়িতে হানা দিয়ে টাকা, গয়না লুঠ করল দুষ্কৃতীরা। ঘটনাটি জলঙ্গির সাদিখাঁড়দেয়াড় গ্রামের। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে স্থানীয় বাসিন্দা গুনধর রায়ের বাড়ি এবং লাগোয়া গয়নার দোকানে হানা দেয় দুষ্কৃতীরা। মিনিট পনেরো ধরে লুঠপাট চালায় ডাকাত দল। সব মিলিয়ে প্রায় ২০ ভরি সোনার গয়না এবং বেশ কিছু টাকা লুঠ হয়েছে বলে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে। ডোমকলের এসডিপিও সুবীর চট্টোপাধ্যায় বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। সোনা -সহ বেশ কিছু টাকা লুঠ হয়েছে। ওই পরিবারের এক যুবককে মারধরও করে ডাকাতেরা।” জখম যুবককে বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রতিবেশী পীযূষ কমর্কার বলেন, “ওই রাতে কান্নার শব্দ পেয়ে আমার ছোট ভাই গুনধরের বাড়িতে যায়। কিছুটা যেতেই ডাকাতেরা ভোজালি নিয়ে তাড়া করে। বিষয়টি বুঝতে পেরে তখনই থানায় খবর দিই। পুলিশ পৌছনোর আগেই অবশ্য পালিয়ে যায় ডাকাতেরা।

তালাবন্দি শিক্ষকেরা
স্কুলে পড়াশোনার পরিবেশ নেই। এমনই অভিযোগ তুলে সুতি - ব্লকের সপ্তগ্রাম হাইস্কুলের শিক্ষকদের প্রায় ঘণ্টা চারেক একটি ঘরে তালা বন্ধ করে রাখলেন গ্রামবাসীরা। পরে সন্ধ্যা ৬টা নাগাদ পুলিশ গিয়ে শিক্ষকদের উদ্ধার করে। অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক প্রায়ই স্কুলে আসেন না। স্কুলে কোনও পরিচালন সমিতি নেই। আগাছায় ভরে গিয়েছে স্কুল চত্বর। পরিষ্কারের ব্যবস্থা করা হয় না। ছাত্রছাত্রীরা ঠিকমতো ক্লাস করতে পারে না। স্কুলে শৌচাগার পর্যন্ত নেই। এমন পরিবেশে পড়াশোনা হয় না বলে অভিযোগ তাঁদের। স্কুল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারও স্কুলে বিক্ষোভ দেখিয়েছিলেন অভিভাবকেরা। বুধবার প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনায় বসার কথা ছিল। শিক্ষক মনোজ হালদার বলেন, “প্রধান শিক্ষক না আসায় রাগ গিয়ে পড়ে আমাদের উপর। দিন তালাবন্দি করে রাখা হয় আমাদের।” পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি আয়ত্তে আসে।

নাবালিকা উদ্ধার
কাশ্মীরের বারামুলার কুঞ্জর এলাকার এক নাবালিকাকে বুধবার বেলডাঙার মহ্যমপুর -বাগানপাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মহ্যমপুর গ্রামের কিমার আলি নামে এক ব্যক্তি কাজ করতে কাশ্মীরে গিয়েছিল। অভিযোগ, তিনিই ওই নাবালিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে ফুঁসলিয়ে বেলডাঙায় নিয়ে আসেন। কিমার স্ত্রী ছেলে বেলডাঙাতেই থাকেন। বুধবার বেলডাঙা থানার পুলিশ ওই নাবালিকাকে উদ্ধার করে কাশ্মীর পুলিশের হাতে তুলে দিয়েছে। অভিযুক্ত কিমার আলি পলাতক।

আগ্নেয়াস্ত্র -সহ ধৃত
আগ্নেয়াস্ত্র -সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত অদ্বৈত ঘোষ কোতোয়ালির জলকর -মথুরাপুরের বাসিন্দা, কৈলাস প্রামাণিকের বাড়ি কৃষ্ণনগর বউবাজার এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় কৃষ্ণনগরের ঘুর্ণী গোডাউন মোড় এলাকা থেকে তাদের ধরা হয়। উদ্ধার হয় দু’টি পাইপগান দু’রাউন্ড গুলি। পুলিশ জানিয়েছে, অদ্বৈত স্থানীয় বাসিন্দা স্বপন ঘোষ খুনের মামলায় মূল অভিযুক্ত।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। বুধবার বিকেলে কান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিদ্যুতের কাজ করছিলেন সুতপ মণ্ডল (২৮ ) বিদ্যুতের তার টানাতে গিয়ে ১১ হাজার ভোল্টের তারে কোনও ভাবে হাত লেগে ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হন।

অস্বাভাবিক মৃত্যু

অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক যুবকের। নাম সঞ্জয় বাগদি (২৭ ) বাড়ি বড়ঞার রোজখারা গ্রামে। পুলিশ জানিয়েছে, পেশায় দিনমজুর ওই যুবকের পরিবারে মাঝেমধ্যেই অশান্তি হত।
Previous Story Murshidabad First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.