কখনও দলীয় নেতা-কর্মীরা আক্রান্ত হচ্ছেন, কখনও ভাঙচুর চালানো হচ্ছে দলীয় কার্যালয়ে। বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে সিপিএম। এ বার গড়বেতা ও ডেবরায় সিপিএম কার্যালয়ে হামলায় অভিযুক্ত হল তৃণমূল। বুধবার গড়বেতার নয়াবসত ও ডেবরার আকালপুর লোকাল কমিটির অফিসে ভাঙচুর চালানো হয়। তৃণমূলের লোকজনই দলীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালিয়েছে বলে সিপিএম নেতৃত্ব অভিযোগ করেছেন। তৃণমূল নেতৃত্ব অবশ্য এই ধরনের অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছেন। |
শেষ হল সংস্কৃত-শিবির। এই উপলক্ষে বুধবার এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সুকুমার মাইতি-সহ বিশিষ্ট ব্যক্তিরা। সরস্বতী শিশু মন্দিরের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে গত ২৩ মে থেকে এই শিবির শুরু হয়েছিল। প্রায় ৪০ জন শিবিরে যোগ দিয়ে সংস্কৃত নিয়ে চর্চা-আলোচনা করেন। সংস্কৃত-ভারতী নামে একটি সংস্থার শিক্ষকরাই প্রশিক্ষণ দেন। প্রাক্তনীদের পক্ষে অমর্ত্যদীপ পাল বলেন, “সংস্কৃত ভাষা প্রসারের লক্ষ্যেই এই শিবিরের আয়োজন।” |
কিঙ্কর মেমোরিয়াল নক-আউট ক্রিকেট টুর্নামেন্ট হয়ে গেল খড়্গপুর শহরের সুভাষপল্লিতে। রবিবার স্থানীয় জনকল্যাণ বিদ্যালয় ময়দানে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ১৬টি দল যোগ দেয়। ফাইনালে মুখোমুখি হয়েছিল এনওয়াইএস ও তেরঙ্গা বয়েজ ক্লাব। চ্যাম্পিয়ন হয় তেরঙ্গা বয়েজ। খেলা শেষে ছিল সফলদের পুরস্কার বিতরণের আয়োজন। সেই অনুষ্ঠানে ১৯ জন দুঃস্থ ছাত্রছাত্রীকে পাঠ্যপুস্তক ও স্কুলের সামগ্রীও বিলি করা হয়। |
খড়্গপুরের নিউ ডেভলপমেন্টের ভবতারিণী মন্দিরে তিন দিন ব্যাপী প্রতিষ্ঠা দিবস ও উৎসব শুরু হল বুধবার। কুমারী পুজোর মাধ্যমে উৎসবের সূচনা হয়। ছিল ঘটযাত্রা, যজ্ঞ। আজ, বৃহস্পতিবার বসছে কীর্তন, বাউল গানের আসর। কাল, শেষ দিনে প্রসাদ বিতরণ করা হবে বলে মন্দির কমিটির তরফে বিদ্যুৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন। |
সম্প্রতি খড়্গপুরের মালঞ্চে রবীন্দ্র-নজরুল সন্ধ্যার আয়োজন করেছিল নবোদয় সঙ্ঘ। কালীমন্দিরে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরাই নাচ, গান, আবৃত্তি পরিবেশন করেন। উপস্থিত ছিলেন পারমিতা ঘোষ, সুনীল ঘোষ, সত্যেশ্বর গুইন প্রমুখ। |