আজ বৃহস্পতিবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসছেন জাপানের রাষ্ট্রদূত আকিতাকা সাইকি। বিকেলে মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হবে।
রেলমন্ত্রী থাকার সময়ে দিল্লিতে আকিতাকার সঙ্গে মমতার কয়েক বার দেখা হয়েছে। রেলের বিভিন্ন বিষয়ে আলোচনাও হয়েছে। এবার কলকাতাতেও আসছেন আকিতাকা। কলকাতার মেট্রোকে চাঙ্গা করতে জাপানি প্রযুক্তি ব্যবহার ও বিনিয়োগের ব্যাপারেই সম্ভবত বৈঠকে আলোচনা হবে বলে মহাকরণ সূত্রের খবর। মমতা মুখ্যমন্ত্রী হওয়ার পরে ইতিমধ্যে দেখা করে গিয়েছেন ওমানের রাষ্ট্রদূত। এর পরে আসছেন আকিতাকা। কয়েক দিনের মধ্যে ব্রিটিশ হাইকমিশনারের আসার কথা। তিনিও দেখা করতে চেয়েছেন।
সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ের ধাক্কা সামলে জাপান বিনিয়োগে কতটা সাহায্যের হাত বাড়াবে, সেটাই এখন দেখার। তবে জাপানের হাত ধরে বিদেশি বিনিয়োগ টানার ক্ষেত্রে নতুন এক যাত্রাপথের সূচনা হবে বলে বলা যেতে পারে।
এ দিকে, জোকা-বিবাদি বাগ মেট্রোর জন্য মাঝেরহাট থেকে উড়ালপুলের বদলে মেট্রোকে মাটির তলা দিয়েই নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন রেল বোর্ডের কর্তারা। মাঝেরহাটের পর থেকে উড়ালপুল তৈরি করে মেট্রো নিয়ে যেতে গেলে প্রচুর সমস্যা হবে। তাই সমীক্ষা করে নতুন এই পরিকল্পনার কথা মেট্রো কর্তৃপক্ষকে জানিয়েছে রেল বোর্ড। |