টুকরো খবর
|
রেশন ব্যবস্থা ঢেলে সাজতে চায় রাজ্য |
নিজস্ব সংবাদদাতা ² কলকাতা |
ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করে রাজ্যের গণবণ্টন ব্যবস্থা ঢেলে সাজতে তথ্যপ্রযুক্তির সাহায্য নেবে নতুন সরকার। এ ব্যাপারে খাদ্য ও তথ্যপ্রযুক্তি দফতর যৌথ ভাবে তথ্যভাণ্ডার তৈরির পরিকল্পনাও নিচ্ছে। প্রয়োজনে প্রাক্তন ইনফোসিস কর্তা তথা অভিন্ন পরিচয়পত্র প্রকল্পের দায়িত্বে থাকা নন্দন নিলেকানির পরামর্শও নিতে চায় রাজ্য। বুধবার রাজ্যের তথ্যপ্রযুক্তিমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তথ্যপ্রযুক্তি দফতরে এ সব নিয়েই বিভাগীয় সচিবদের সঙ্গে বৈঠক করেন।
উল্লেখ্য, ভোট পেতে রাজ্যে ব্যাপক হারে ভুয়ো রেশন কার্ড দেওয়া হয়েছে বলে পূর্বতন সরকারের বিরুদ্ধে বারবারই অভিযোগ আনে তৎকালীন বিরোধী পক্ষ তথা বর্তমান সরকার পক্ষ। পার্থবাবু এ দিন বলেন, “মুখ্যমন্ত্রী চান আরও বেশি মানুষের কাছে এই গণবণ্টন ব্যবস্থার সুফল পৌঁছক।” তাঁর দাবি, ভুয়ো রেশন কার্ডের সংখ্যা প্রায় ৬৯ লক্ষ। |
|
পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রভাব গাড়ি বিক্রিতে |
নিজস্ব প্রতিবেদন |
সুদ ও পেট্রোলের দাম বাড়ায় মে মাসে গাড়ি বিক্রি বৃদ্ধির হার কমল ভারতে। মারুতি সুজুকির ম্যানেজিং এগ্জিকিউটিভ অফিসার (বিপণন) ময়াঙ্ক পারেখ জানান, “এ রকম ক্ষেত্রে ৬-৮ সপ্তাহ লাগে ক্রেতাদের শোরুমে ফিরতে। কিন্তু এ বার পেট্রোল এক লাফে ৫ টাকা বাড়ায় কবে ক্রেতারা ফের গাড়ি কেনায় উৎসাহী হবেন, তা বলা মুশকিল।” একই কথা জানান হুন্ডাই মোটরসের ডিরেক্টর অরবিন্দ সাক্সেনাও। প্রসঙ্গত, মারুতির বিক্রি বেড়েছে মাত্র ৩.৯%। টাটা মোটরসের যাত্রীবাহী গাড়ি বিক্রি ৯% কমে ১৯,৪০১টিতে। |
|
এখনই শেয়ার ছাড়ছে না সেল |
নিজস্ব প্রতিবেদন |
চূড়ান্ত অনিশ্চিত বাজারে শেয়ার ছাড়ার পরিকল্পনা আপাতত স্থগিত রাখল রাষ্ট্রায়ত্ত সেল। আগে ঠিক ছিল যে, ১৪ জুন ওই শেয়ার তারা বাজারে ছাড়বে। পিটিআইয়ের খবর, সেলের চেয়ারম্যান সিএস বর্মা জানান, “শেয়ার ছাড়ার সিদ্ধান্ত বহাল আছে। তবে ছাড়ার দিন ঠিক হয়নি।”বাজারে ফের শেয়ার ছেড়ে সেল ৮ হাজার কোটি টাকার মতো সংগ্রহের পরিকল্পনা করেছে। তবে গত পাঁচ মাসে তা কমেছে প্রায় ২৩%। এই পরিস্থিতিতে ফের বাজারে শেয়ার ছাড়ার পরিকল্পনা স্থগিত রাখতে বাধ্য হয়েছে সংস্থা। এ দিকে, আগের দিন ২৭১ পয়েন্ট বাড়ার পর বুধবারও ১০৫.৫৩ পয়েন্ট বাড়ল সেনসেক্স। থামল ১৮,৬০৮.৮১ অঙ্কে। এ দিন ডলারে টাকার দাম ২২ পয়সা বেড়েছে। বাজার বন্ধের সময়ে ১ ডলারের দর ছিল ৪৪.৮৪/৮৫ টাকা। |
|
পরিকাঠামো শিল্পে বৃদ্ধি কমে ৫.২% |
সংবাদসংস্থা ² নয়াদিল্লি |
গত এপ্রিলে পরিকাঠামো শিল্পে উৎপাদন বৃদ্ধি (আগের বছরের এই সময়ের সাপেক্ষে) কমে দাঁড়িয়েছে ৫.২%। সিমেন্ট, ইস্পাত, অশোধিত তেল, কয়লা, বিদ্যুৎ এবং তেল শোধন এই ছ’টি শিল্পকে নিয়ে গড়া এই ক্ষেত্রের বৃদ্ধির গতি হ্রাসের প্রভাব শিল্পোৎপাদন সূচকের উপরেও পড়বে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল। পরিসংখ্যান অনুযায়ী, এই ছ’টির মধ্যে সব থেকে জোরালো ধাক্কা খেয়েছে সিমেন্ট ও ইস্পাত শিল্প। বিশেষজ্ঞদের মতে, মুদ্রাস্ফীতি যুঝতে রিজার্ভ ব্যাঙ্ক যে ভাবে দফায় দফায় সুদ বাড়ানোর পথে হেঁটেছে, মূলত তার জেরেই কমেছে পরিকাঠামো ক্ষেত্রের বৃদ্ধি। |
|
রফতানি বাড়ল |
রফতানি গত এপ্রিলে ৩৪.৪% বেড়ে পৌঁছেছে ২,৩৯০ কোটি ডলারে। যদিও মার্কিন মুলুক এবং ইউরোপের বাজার এখনও যথেষ্ট ‘দুর্বল’ হওয়ায়, এই বৃদ্ধির গতি কতটা অব্যাহত থাকবে, তা নিয়ে সংশয়ে সংশ্লিষ্ট মহল। |
|
নতুন নিয়োগ |
গৌতম দত্ত ইন্ডিয়ান অয়েলের বিপণন বিভাগের পূর্বাঞ্চলীয় পরিষেবা সংক্রান্ত এগ্জিকিউটিভ ডিরেক্টর হলেন।
বিক্রম সুদ এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সিটি ব্যাঙ্কের অপারেশন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রধান হয়েছেন।
দেবাশিস মল্লিক আইডিবিআই অ্যাসেট ম্যানেজমেন্টের এমডি-সিইও হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। |
|