দিনের বেলায় সোনার দোকানে কেপমারি করল চার দুষ্কৃতী। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে হিরাপুর থানার রাধানগর রোডে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। দোকানের মালিক রামানন্দ দে পুলিশের কাছে জানান, এ দিন সকাল সাড়ে ১০টা নাগাদ জল আনার জন্য তিনি দোকানের অদূরে কলে যান। সেই সময় দোকানে কেউ ছিল না। তিনি জল ভরার সময় লক্ষ করেন, এক যুবক দোকানে ঢুকেছে। তিনি সঙ্গে সঙ্গে দোকানে চলে আসেন। কিন্তু যুবকটি তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ও দোকানে রাখা একটি ব্যাগ নিয়ে চম্পট দেয়। রামানন্দবাবু জানান, ব্যাগে কয়েক লক্ষ টাকার সোনার গয়না ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, ৪ জন দুষ্কৃতী দু’টি মোটরবাইক চেপে আসে। এক জন বাইক থেকে নেমে দোকানের ভিতর থেকে ব্যাগটি নিয়ে আসে। তার পরে দু’টি বাইক বার্নপুরের নিউটাউনের দিকে চলে যায়। ঘটনায় ক্ষুব্ধ এলাকার ব্যবসায়ীদের অভিযোগ, দিনদুপুরে কেপমারির ঘটনা আগে ঘটেনি। তাঁরা আরও নিরাপত্তার দাবি জানিয়েছেন। আসানসোলের ডিএসপি (এসআর) দেবর্ষি দত্ত জানান, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
|
দুই তরুণীকে কটূক্তির অভিযোগ নিয়ে অশান্তি ছড়াল রানিগঞ্জের ঈদগাহ মহল্লায়। মঙ্গলবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে সিপিএম এবং তৃণমূল সমর্থকদের মধ্যে ঝামেলা বাধে। তৃণমূলের অভিযোগ, ভাঙচুর করা হয়েছে তাদের পার্টি অফিসেও। সিপিএম অবশ্য এই ঘটনাকে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব বলে দাবি করেছে। পুলিশ জানায়, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে ধোবিপাড়ার বাপেরবাড়ি থেকে শ্বশুরবাড়ি ফিরছিলেন ঈদগাহ মহল্লার রিনা খাতুন। তাঁর অভিযোগ, মহল্লার কাছে পৌঁছতেই জনা ছয় যুবক তাঁর মেয়েদের উদ্দেশে কটূক্তি করে। স্থানীয় বাসিন্দা, তৃণমূল সমর্থক আজিম আনসারি তার প্রতিবাদ করলে তাঁকে মারধর শুরু করে ওই যুবকেরা। এলাকার ব্যবসায়ী রাজু খান তাঁকে বাঁচাতে গেলে তাঁকে মারধর ও দোকান ভাঙচুর করা হয়। তৃণমূলের অভিযোগ, এর পরে সিপিএম সমর্থক ওই যুবকেরা তাদের স্থানীয় পার্টি অফিসে ঢুকে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রানিগঞ্জের তৃণমূল বিধায়ক সোহরাব আলি। তাঁর নেতৃত্বে দলীয় সমর্থকেরা রানিগঞ্জ থানায় গিয়ে বিক্ষোভ দেখান ও ওসি-র হাতে একটি স্মারকলিপি তুলে দেন। সিপিএম অবশ্য এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই বলে দাবি করছে। রানিগঞ্জের সিপিএম নেতা রুনু দত্ত বলেন, “তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের জেরেই এমন ঘটনা ঘটেছে। এর সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই।” পুলিশ জানায়, ওই এলাকায় গণ্ডগোল হয়েছিল। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
|
একশো দিনের কাজের হিসাব পরীক্ষার জন্য তদন্ত কমিটি গড়া-সহ বেশ কিছু দাবিতে তৃণমূলের নেতৃত্বে রানিগঞ্জের রতিবাটি পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বুধবার এই বিক্ষোভের শেষে পঞ্চায়েত প্রধানের হাতে একটি দাবিপত্রও তুলে দেওয়া হয়। তৃণমূলের অভিযোগ, অধিকাংশ জব কার্ড হোল্ডাররা একশো দিনের কাজ পাননি। অথচ সিপিএম পরিচালিত পঞ্চায়েত কর্তৃপক্ষ একগুচ্ছ কাজের খতিয়ান দেখাচ্ছেন। তৃণমূলের রতিবাটি অঞ্চল কমিটির সভাপতি বিনোদকুমার নুনিয়া জানান, সেই কারণে অবিলম্বে তদন্ত কমিটি গড়ে কাজের হিসাব পরীক্ষার দাবি জানানো হয়েছে। তাঁদের আরও অভিযোগ, দুর্নীতি হয়েছে ইন্দিরা আবাস যোজনা প্রকল্পেও। এলাকার খাস জমি বিলির তালিকা প্রকাশ, কমিউনিটি হলগুলি ব্যবহারের যোগ্য করা, সংসদ বৈঠকে বিপিএল তালিকা প্রকাশ ইত্যাদির দাবিও জানান তাঁরা। মোট ১৯ দফা দাবিতে একটি দাবিপত্র প্রধানের হাতে তুলে দেওয়া হয়। পঞ্চায়েতের প্রধান শিখা বাদ্যকর বলেন, “দাবিপত্র বিডিও-র হাতে তুলে দেব। যা করার তিনিই করবেন।”
|
পদত্যাগ করলেন রানিগঞ্জের এগারা পঞ্চায়েতের এক সিপিএম সদস্য। শারীরিক অসুস্থতার কারণেই ইস্তফা দিয়েছেন বলে জানিয়েছেন পরেশ গড়াই নামে ওই সদস্য। এগারা পঞ্চায়েতের প্রধান সিপিএমের প্রশান্ত ঘোষ জানান, পরেশবাবু তাঁর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি তা বিডিও-র কাছে পাঠিয়ে দিয়েছেন বলে জানান। প্রশান্তবাবু বলেন, “দীর্ঘ দিন ধরেই পরেশবাবু অসুস্থ। সেই কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।”
|
রাস্তার আলো না জ্বলায় সমস্যা হচ্ছে পথচারীদের। দু’নম্বর জাতীয় সড়কের নিঘা মোড়ে রাস্তায় শীঘ্র আলোর ব্যবস্থা করার জন্য শ্রীপুর ফাঁড়িতে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। পুলিশ জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা মেটানোর চেষ্টা করা হবে।
|
এক খনিকর্মীর বাইক ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উখড়া বাঁকোলা রাস্তার শনি মন্দিরের কাছে। সরপির বাসিন্দা খনিকর্মী উমেশ তিওয়ারি জানান, এ দিন দুপুর ২টো নাগাদ ব্যাঙ্ক থেকে বাড়ি ফিরছিলেন তিনি। শনি মন্দিরের কাছে অন্য একটি বাইকে করে তিন দুষ্কৃতী তাঁকে বাইক থেকে নামিয়ে মারধর করে। এর পরে ওই দুষ্কৃতীরা তাঁর বাইক কেড়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে অন্ডালের উখড়া আউটপোস্টে অভিযোগ দায়ের করা হয়েছে।
|
সম্প্রতি রূপনারায়ণপুরের হিন্দুস্থান কেবলস-এর সিনে ক্লাব হলে ক্লাবের পক্ষ থেকে রামমোহন বায়ের জন্মদিবস পালিত হয়। ব্রাহ্মসঙ্গীত দিয়ে এই মনীষির স্মরণ অনুষ্ঠানের সূচনা হয়। একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয়। |