সংষ্কৃতি যেখানে যেমন

রবীন্দ্র-নজরুল
গত ২৬ মে নজরুল জন্মোৎসব এবং রবীন্দ্র-নজরুল স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে মুর্শিদাবাদ জেলা তথ্য ও সংস্কৃতি দফতর। গোটা অনুষ্ঠানটিকে দুটি পর্বে ভাগ করা হয়েছিল। ওই দিন সকালে লালবাগ মহারাজা মণীন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় স্কুলেরই ছাত্রছাত্রীরা। এ ছাড়াও ‘রবীন্দ্র-নজরুলের সাম্প্রদায়িক ভাবনা’ ও ‘রবীন্দ্র-নজরুল চর্চার প্রাসঙ্গিকতা’ বিষয়ক আলোচনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও প্রাবন্ধিক রামপ্রসাদ পাল ও ছবিরঞ্জন মজুমদার। বহরমপুর রবীন্দ্রসদনে অনুষ্ঠিত দ্বিতীয় পর্বের সান্ধ্যকালীন অনুষ্ঠানে নজরুল বিষয়ক আলোচনায় অংশ নেন অধ্যাপক শক্তিনাথ ঝা। এছাড়াও পরিবেশিত হয়েছে নজরুলগীতি, নৃত্য ও আবৃত্তি।

নজরুল জন্মোৎসব
গত ২৬ ও ২৭ মে দু’দিন ব্যাপী নজরুল জন্মোৎসবের আয়োজন করে বহরমপুর নজরুল কমিটি। ২৬ মে সকাল ৬টায় নজরুল মূর্তির নিচে প্রভাতী অনুষ্ঠানে অংশ নেয় বহরমপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা। দু’দিনের সান্ধ্য অনুষ্ঠান অবশ্য বহরমপুর কালেক্টরেট ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রথম দিনে অধ্যাপক আবুল হাসনাতের সংকলন ও গ্রন্থনা ‘রবীন্দ্র-নজরুল মজলিস’, দিলীপকুমার ঘোষের সঙ্গীত ছাড়াও আলোচনায় অংশ নেন অধ্যাপক জহর সেন। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সঙ্গীত ও আবৃত্তিতে অংশ নেয় বহরমপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা ও শিল্পমন্দির বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ। এ দিকে, শনিবার কৃষ্ণনগর রবীন্দ্রভবনে রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে কাকাতুয়া চিলড্রেন্স ব্যান্ড। সংস্থার খুদে শিক্ষার্থী শিল্পীরা পরিবেশন করে আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য।

বহরমপুর রবীন্দ্রসদনে নাটক। নিজস্ব চিত্র।


গায়ক সুপার
নজরুল জন্মজয়ন্তী পালন করল নদিয়া জেলার মহিলা পুলিশ কর্মী ও পুলিশ কর্মীদের স্ত্রী’দের সংগঠন ‘ঐকতান’। গত ২৬ মে সন্ধ্যায় কৃষ্ণনগর রবীন্দ্রভবনে ওই অনুষ্ঠানে আবৃত্তি, গান, নৃত্য পরিবেশন করেন সংগঠনের সদস্যা পুলিশ কর্মীরা। মঞ্চস্থ হয়েছে নজরুল ইসলামের নাটক ‘জাগো সুন্দর চির কিশোর’। অভিনয়ে পুলিশ কর্মী ও তাঁদের ছেলেমেয়েরা অংশ নেয়। সঙ্গীত পরিবেশন করেন নদিয়ার পুলিশ সুপার চম্পক ভট্টাচার্য।

নবদ্বীপ বইমেলা
গত ২৬ মে থেকে শুরু হয়েছে একাদশ বর্ষ নবদ্বীপ বইমেলা। চলবে ১লা জুন পর্যন্ত। মনিপুরে নবদ্বীপ শিক্ষামন্দির উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই মেলার আয়োজক নবদ্বীপ বইমেলা কমিটি। মেলায় বিভিন্ন প্রকাশন সংস্থার ৩৬টি বইয়ের স্টল রয়েছে। সাংস্কৃতিক মঞ্চে প্রতি দিন সন্ধ্যায় থাকছে বিভিন্ন অনুষ্ঠান। থাকছে আলোচনা সভাও। মেলা উদ্যোক্তা কমিটি ক্যুইজ, আবৃত্তি, সঙ্গীত, বসে আঁকো সাংস্কৃতিক প্রতিযোগিতারও আয়োজন করে। গত ২৫ মে মেলার উদ্বোধন করেন অধীর বিশ্বাস।

রবীন্দ্র-প্রফুল্ল
রবীন্দ্রনাথ ও প্রফুল্ল রায় রায়ের সার্ধ শতবর্ষ উদযাপন পালন করে জিয়াগঞ্জের রাজা বিজয় সিংহ বিদ্যামন্দির কর্তৃপক্ষ। মঙ্গলবার স্কুলে ওই অনুষ্ঠানে ‘পূজারিনী’ ও ‘খ্যাতির বিড়ম্বনা’ নাটক দুটি পরিবেশিত হয়েছে। নাটক ছাড়াও ছাত্রছাত্রীরা রবীন্দ্রসঙ্গীত ও আবৃত্তিতে অংশ নেয়। রবীন্দ্রনাথের সার্ধ-শতবর্শ জন্মোৎসবের আয়োজন করে জিয়াগঞ্জের আমাইপাড়া উদ্বাস্তু বিদ্যাপীঠ। গত ২১ মে ওই অনুষ্ঠানে ছিল রবীন্দ্র বিষয়ক আলোচনা।

কবিতার ক্লাস

‘কবিতার ক্লাস’ সাহিত্য আড্ডার মুখপত্র হিসেবে সম্প্রতি সাহিত্য-সংস্কৃতি বিষয়ক পত্রিকা ‘ক্ষণিকা’র প্রথম সংখ্যা প্রকাশিত হল। ওই উপলক্ষে রবিবার কান্দিতে এক সাহিত্য-আড্ডা বসেছিল। ছাতিনা কান্দি আনন্দমার্গ প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ওই সাহিত্য আড্ডায় ছিল স্বরচিত কবিতা পাঠ, সঙ্গীত, আবৃত্তি ও আলোচনা। পত্রিকার সাম্প্রতিক সংখ্যায় ঠাঁই পেয়েছে ৬৯ জনের লেখা কবিতা, গল্প ও প্রবন্ধ।

Previous Story Murshidabad First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad|Medinipur
National | Bidesh| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.