টুকরো খবর

তছরুপ, সাসপেন্ড

সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগে ব্লক অফিসের অ্যাকাউন্ট্যান্টকে সাসপেন্ড করল প্রশাসন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চন্দ্রকোনা-১ ব্লকে। অভিযুক্ত বিশ্বনাথ কিস্কু মঙ্গলবার অফিসে আসেননি। ফলে তাঁর হাতে সাসপেনশন লেটার ধরানো যায়নি। জানা গিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব বিশ্বনাথবাবুর কাছে এই চিঠি পৌঁছে দেওয়া হবে। ঘটনার সূত্রপাত ২০০৬ সালে। ওই সময়ে ১ লক্ষ ৯৭ হাজার টাকা নয়ছয় করা হয়েছে বলে অভিযোগ ওঠে। অভিযুক্ত ওই সরকারি কর্মী এই অর্থের কোনও হিসেব দিতে পারেননি। অডিটে এই অর্থ নয়ছয়ের বিষয়টি ধরা পড়ে। বিশ্বনাথবাবুর কাছে কৈফিয়ৎ তলব করা হয়। কিন্তু ১ লক্ষ ৯৭ হাজার টাকা কোথায় গেল, তিনি এর কোনও সদুত্তর দিতে পারেননি। এর পর ঘটনার তদন্ত শুরু করে জেলা প্রশাসন। সেই তদন্তের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতেই মঙ্গলবার বিশ্বনাথবাবুকে সাসপেন্ড করা হয়েছে। বিডিও মহম্মদ আসেক রহমান বলেন, “নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত।”

শ্রমিক সংঘর্ষ

সিটু সমর্থকদের সঙ্গে তৃণমূল সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটল খড়্গপুর শিল্পতালুকে। সংঘর্ষে দু’পক্ষেরই কয়েক জন আহত হয়েছেন। খড়গপুর গ্রামীণের বরগাইয়ের একটি কারখানায় এ দিন এই শ্রমিক সংঘর্ষের ঘটনা ঘটে। কর্মী অসন্তোষের জেরে প্রায় এক সপ্তাহ কারখানা বন্ধ ছিল। আলোচনার মাধ্যমে কারাখানা খোলার পরিস্থিতি তৈরি হয়। এ দিন কাজে যোগ দিতে আসার পরেই সিটু সমর্থকদের সঙ্গে তৃণমূল সমর্থকদের বচসা শুরু হয়। সিটুর পক্ষ থেকে এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগও জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

গোয়ালতোড়ে উৎসব

রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে। গ্রামে ফিরেছে শান্তি। গ্রামের মানুষ তাই আয়োজন করলেন প্রীতিভোজের। মঙ্গলবার এই ছবি দেখা গেল গোয়ালতোড়ের হাতিমশানে। ব্লকের মাকলি পঞ্চায়েত এলাকা এক সময় মাওবাদী উপদ্রুত ছিল। বছর দেড়েক আগে যৌথ বাহিনীর অভিযান শুরু হওয়ার পরে মাওবাদী নাশকতায় দাঁড়ি পড়ে। কিন্তু শুরু হয়ে যায় সিপিএমের ‘সশস্ত্র বাহিনী’র দাপট। সব মিলিয়ে দীর্ঘ দিন ধরেই অশান্ত ছিল গোয়ালতোড়ের এই এলাকা। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পরে এ সবই বন্ধ হয়েছে। তাই ‘শান্তি’ উদ্যাপন করতে হাতিমশান, শশাবেড়িয়া, আমজোড়, পেড়ুয়াবাঁধ, মাকলি-সহ প্রায় সাতটি গ্রামের প্রায় দুহাজার মানুষ চাঁদা তুলে পংক্তি ভোজের আয়োজন করেন। স্কুলের শিক্ষক, ক্যাম্পের পুলিশ, সরকারি কর্মীরাও আমন্ত্রিত ছিলেন।

নতুন সংগঠন

পশ্চিমবঙ্গ এমআর ডিলার ও কেরোসিন অয়েল ডিলার জাতীয়তাবাদী সংগঠনের এক সভা অনুষ্ঠিত হল মঙ্গলবার, মেদিনীপুর শহরে। এ দিনের সভা থেকে সংগঠনের কার্যকরী কমিটিও গঠন করা হয়। মুখ্য উপদেষ্টা হয়েছেন তুষার চৌধুরি। সভাপতি ও সম্পাদক হয়েছেন যথাক্রমে কাঞ্চন খান ও মনতাজ আলি। সংগঠনের দাবি, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্যই জাতীয়তাবাদী সংগঠন গড়ে তোলা হয়েছে।

ডিএসও-র বিক্ষোভ

মাধ্যমিক উত্তীর্ণ সব ছাত্রছাত্রীর ভর্তির ব্যবস্থা করার দাবিতে মঙ্গলবার মেদিনীপুরে বিদ্যালয় পরিদর্শক অফিসের সামনে বিক্ষোভ দেখায় ডিএসও। ডিআইকে স্মারকলিপি দেওয়া হয়। সংগঠনের অভিযোগ, কয়েকটি স্কুলে সরকার নির্র্ধারিত ফি-এর থেকে বেশি টাকা নিয়ে ভর্তি চলছে। ডিএসও-র জেলা সম্পাদক ভীম মণ্ডল বলেন, “ছাত্রছাত্রীদের অসহায়তার সুযোগেই বাড়তি ফি নেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।”

Previous Story Mednipur First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad|Medinipur
National | Bidesh| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.