টুকরো খবর
 
দোকানে ডাকাতি
²

সোনা-রুপোর দোকানে ডাকাতি হল ইলামবাজারের হাটতলায়। সোমবারের রাতে এই ঘটনায় আহত হয়েছেন দোকানের মালিক নবগোপাল নন্দী। তাঁকে ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে সাতটা নাগাদ সোনা-রুপোর গয়না ও বাসনের ওই দোকানে দুই যুবক ঢুকে পড়ে। মালিকের মাথায় বন্দুক ঠেকিয়ে টাকাপয়সা ও সোনাদানা কেড়ে নেয় তারা। বাধা দিতে গেলে বন্দুকের বাঁট দিয়ে নবগোপালবাবুর মাথায় আঘাত করে ডাকাতরা। দোকানের বাকি দুই কর্মীকেও মারধর করা হয়। দোকানে থাকা গ্রাহকদের মাথায় পিস্তল ঠেকিয়ে বেশ কিছুক্ষণ ধরে চলে ডাকাতি। নবগোপালবাবু বলেন, “ওই সময়ে যে সব গ্রাহক এসেছিলেন তাদের গয়না দেখানো হচ্ছিল। আমি টাকা গুনছিলাম। মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা কেড়ে নেয়। বাধা দিতে গেলে বন্দুকের বাঁট দিয়ে মারে।” খবর পেয়ে বোলপুরের এসডিপিও বিশ্বজিৎ মাহাতো ঘটনাস্থলে যান।


বোমায় জখম দুই দুবরাজপুরে
²

দুষ্কৃতীদের ছোড়া বোমায় জখম হলেন দুই ব্যক্তি। তৃণমূলের দাবি, আহত ব্যক্তিরা তাদের সমর্থক। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে সদাইপুর থানা এলাকার লালমোহনপুর এবং সাহাপুরের মাঝামাঝি। পুলিশ জানায়, জখম দুই ব্যক্তির নাম শেখ ফুলবাবু ও শেখ আবু বক্কর। দু’জনের বাড়িই লালমোহনপুরে। প্রথমে ওই দু’জনকে সিউড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে শেখ ফুলবাবুকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাইকেলে করে সাহাপুর থেকে বাড়ি ফেরার পথে ওই দু’জনের পথ আটকে বোমা ছোড়ে জনা চারেক দুষ্কৃতী। তৃণমূলের সিউড়ি ১ ব্লক সভাপতি স্বর্ণময় সিংহ বলেন, “জখম দুই ব্যক্তি আমাদের সমর্থক। তাদেরকে যারা আক্রমণ করেছে তাদের গ্রেফতার করতে হবে পুলিশকে।” জেলা পুলিশ সুপার নিশাদ পারভেজ বলেন, “নির্দিষ্টভাবে কোনও ব্যক্তি বা রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ হয়নি। তবে আক্রমণকারীদের সন্ধান করছে পুলিশ।”


দুর্ঘটনায় মৃত্যু দু’জনের
²

দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। মঙ্গলবার ভোরে রামপুরহাট থানার মনসুবা মোড়ের কাছে পানাগড়-মোরগ্রাম জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা মারে একটি তেলের ট্যাঙ্কার। দুর্ঘটনায় মৃত্যু হয় ট্যাঙ্কার চালকের। পুলিশ জানায়, মৃতের নাম রিঙ্কু শেখ (২৪)। বাড়ি মুর্শিদাবাদের রাধানগর থানার রানিনগরে। অন্য দিকে সোমবার সন্ধ্যায় মুরারাই রাজগ্রাম রাস্তায় মুরারাই থানার ভবানীপুর গ্রামের কাছে পিক-আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয় এক কিশোরীর। পুলিশ জানায়, মৃতার নাম মেলি মাল (১২)। বাড়ি মুরারই থানার ভবানীপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রামের ভিতরে রাস্তা পারাপার করার সময় ওই কিশোরীকে ধাক্কা মারে পিক-আপ ভ্যানটি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


মিছিল, স্মারকলিপি
²
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, রাজ্য জুড়ে ট্রেড ইউনিয়ন দখল এবং নির্বাচন-উত্তর রাজনৈতিক হিংসার প্রতিবাদে মঙ্গলবার সকালে দুবরাজপুরে মিছিল করল সিপিএমের সারা ভারত কৃষক সভার পক্ষে দুবরাজপুর ব্লক কৃষক সমিতি। রাজ্য জুড়ে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এ দিন মিছিল করা হয়েছে বলে কৃষক সভার পক্ষে জানানো হয়। পাশাপাশি, দুবরাজপুর থানা এবং ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে দু’টি স্মারকলিপিও দেওয়া হয়। সিপিএম নেতা সাধন ঘোষ বলেন, “পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি বা রাজনৈতিক হিংসার মতো বিষয়ের পাশাপাশি এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং দুবরাজপুর ব্লক এলাকার বর্গাদার পাট্টাদারেরা যাতে উৎপীড়িত না হন তা নিশ্চিত করতেই প্রশাসনের কাছে আমাদের এই আবেদন।”
Previous Story Purulia Next Item



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad|Medinipur
National | Bidesh| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.