প্রেম দরিয়ায় ‘ফুল’-এর নাও
ফেব্রুয়ারি মাস যেন প্রেমের মাস। গোলাপ দিবস থেকে ভ্যালেন্টাইন্স ডে— বিশ্ববাসীর আনন্দের আর শেষ নেই! প্রেম দিবসে আহ্লাদে আটখানা হওয়ার সে রেশ এখনও কাটেনি পৃথিবীর চোখমুখ থেকে। বাঙালিও তার বাইরে নয়। বাইরে খাওয়াদাওয়ার পাশাপাশি ঘরেও সে জমিয়ে রান্না করেছে। প্রেমের ফুল ফুটুক না-ফুটুক রান্নাঘরে যে ফুলকপি ফুটেছে সুইডেন থেকে সে কথাই জানালেন সায়ন্তী ভট্টাচার্য।

দম আলু
উপকরণ

আলু ৫০০ গ্রাম (ছোট করে কাটা) গোটা জিরে অর্ধেক চা-চামচ তেজপাতা ১টি আদা বাটা ১ টেবল-চামচ
কাঁচালঙ্কা বাটা অর্ধেক চা-চামচ কাঁচালঙ্কা চেরা ১ টি হলুদগুঁড়ো অর্ধেক চা-চামচ
লঙ্কাগুঁড়ো সামান্য (ইচ্ছে হলে) ধনেগুঁড়ো অর্ধেক চা-চামচ কসৌরি মেথি অর্ধেক চা-চামচ
ধনেপাতা কুচি সামান্য নুন পরিমান মতো চিনি সামান্য টোম্যাটো বাটা ১ চা-চামচ
প্রণালী

তেল গরম করে তাতে গোটা জিরে ,কসৌরি মেথি, চেরা লঙ্কা ফোড়ন দিতে হবে।
এর ভেতর আলুগুলো দিয়ে খুব ভাল করে ভেজে নিতে হবে।
এতে আদা বাটা, লঙ্কা বাটা, ধনেগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, চিনি, নুন দিতে হবে।
মশলা ভাজা হয়ে গেলে এর ভেতর টোম্যাটো বাটা দিয়ে ভাল করে ভাজতে হবে।
এই মিশ্রণ ভাজা হয়ে এলে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিন।
এর ভেতর আলু সেদ্ধ করতে হবে।
সেদ্ধ হয়ে জল মাখা মাখা হয়ে গেলে উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন।
দম আলু তৈরি। গরম গরম পরিবেশন করুন।

ফুল আচারি
উপকরণ

ফুলকপি ১টা ছোট মাপের গোটা জিরে অর্ধেক চা-চামচ তেজপাতা ১ টি আচারের তেল ১ টেবল-চামচ
আদা বাটা ১ চা-চামচ টোম্যাটো বাটা ১ টি হলুদগুঁড়ো অর্ধেক চা-চামচ লঙ্কাগুঁড়ো অর্ধেক চা-চামচ
কসৌরি মেথি সামান্য নুন পরিমান মতো চিনি সামান্য ধনেপাতা কুচি অর্ধেক চা-চামচ


প্রণালী


ফুলকপি ছোট করে কেটে ভাপিয়ে নিতে হবে হাল্কা গরম জলে।
কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে কসৌরি মেথি, গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিতে হবে।
এ বার হাল্কা ভাবে ফুলকপি ভেজে নিতে হবে।
এর ভেতর আদা বাটা, হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, টোম্যাটো বাটা দিয়ে কষে নিতে হবে।
এতে নুন, চিনি দিয়ে নাড়িয়ে জল দিয়ে ঢাকা দিতে হবে।
ফুলকপি সেদ্ধ হয়ে এলে ভাল করে নাড়িয়ে নিতে হবে।
জল শুকিয়ে এলে উপর থেকে আরও একটু কসৌরি মেথি ও ধনেপাতা কুচি ছড়িয়ে মিশিয়ে নিন।
এর উপর আচারের তেল ছড়িয়ে মিশিয়ে নিলেই তৈরি আচারি ফুলকপি।

শুঁটির দম
উপকরণ

মটরশুঁটি বাটা রসুন বাটা অল্প আদা বাটা আলু অর্ধেক করে কাটা একটি
হলুদগুঁড়ো লঙ্কাগুঁড়ো জিরেগুঁড়ো ধনেগুঁড়ো অল্প গোটা গরমমশলা
তেজপাতা কাঁচালঙ্কা শুকনো লঙ্কা নুন চিনি

প্রণালী

মটরশুঁটি এবং কাঁচালঙ্কা একসঙ্গে বেটে নিতে হবে।
প্রথমে তেল গরম করে আলু ভেজে তুলে নিতে হবে।
এ বার তেলে গরমমশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রসুন ভাজতে হবে।
রসুন ভাজা হয়ে গেলে মটরশুঁটি ও কাঁচালঙ্কা বাটার মিশ্রণটি, নুন, একটু চিনি দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
এতে অল্প করে হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো দিয়ে কষতে হবে।
এর ভেতর আলু দিয়ে একটু নেড়ে অল্প জল দিয়ে দমে বসিয়ে দিন।
জল শুকিয়ে আলু সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন।
শুঁটির দম তৈরি। এটি রুটির সঙ্গে স্যালাড-সহ পরিবেশন করুন।

ফুল ধনিয়া

উপকরণ


ফুলকপি ১ টি আলু কিউব করে কাটা
ধনেপাতা ১ আঁটি আদা বাটা ১ চামচ
আচারের তেল ঘি হলুদগুঁড়ো অর্ধেক চামচ
লঙ্কাগুঁড়ো অর্ধেক চামচ ভাজা জিরেগুঁড়ো
ধনেগুঁড়ো সামান্য চিনি ইচ্ছা হলে নুন পরিমান মতো
গোটা জিরে অর্ধেক চামচ তেজপাতা ১টি
গরমমশলা গুঁড়ো ১ চামচ ধনেপাতা বাটা অর্ধেক চামচ।

প্রণালী

ফুলকপি ও আলু ছোট করে কেটে নিতে হবে।
তেল গরম করে জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে
আলু ও ফুলকপি ভাল করে ভাজতে হবে।
ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা বাটা ও
সব গুঁড়োমশলা দিয়ে কষিয়ে নিতে হবে ।
এ বার নুন, চিনি মিশিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিন।
আলু ও ফুলকপি সেদ্ধ হয়ে এলে ধনেপাতা
বাটা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে।
উপর থেকে গরমমশলা গুঁড়ো, একটু ঘি ও বেশ কিছুটা
আচারের তেল দিয়ে মিশিয়ে কিছু ক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে।
এ বার গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন।
উপর থেকে ধনেপাতা দিয়ে সাজিয়ে দেওয়া যেতে পারে।

ফুল মেথি

উপকরণ

ফুলকপি একটা ছোট মাপের গোটা জিরে অর্ধেক চা-চামচ
তেজপাতা ১ টি আদা বাটা ১ চা-চামচ, টোম্যাটো বাটা ১ টি
আলু কিউব করে কাটা হলুদগুঁড়ো অর্ধেক চা-চামচ
লঙ্কাগুঁড়ো অর্ধেক চা-চামচ কসৌরি মেথি সামান্য
নুন পরিমান মতো চিনি সামান্য ধনেপাতা কুচি:
অর্ধেক চা-চামচ ধনেগুঁড়ো অর্ধেক চা-চামচ

প্রণালী

ফুলকপি ছোট করে কেটে ভাপিয়ে নিতে হবে হাল্কা গরম জলে।
কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে কসৌরি মেথি,
গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিতে হবে।
এ বার হাল্কা ভাবে ফুলকপি ও আলু দিয়ে ভেজে নিতে হবে।
এ বার এতে আদা বাটা, হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়ো,
টোম্যাটো বাটা দিয়ে কষিয়ে নিতে হবে।
এতে নুন, চিনি, ধনেগুঁড়ো দিয়ে নাড়িয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিন।
ফুলকপি ও আলু সেদ্ধ হয়ে এলে ভাল করে নাড়িয়ে নিতে হবে।
জল শুকিয়ে এলে উপর থেকে আরও একটু কসৌরি মেথি ছড়িয়ে দিন।
এর পর উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি ফুলকপির দম।
গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করা যেতে পারে।

 
ফুলকপির দম

উপকরণ


ফুলকপি একটা ছোট মাপেরআলু ৫০০ গ্রাম (ছোট করে কাটা) গোটা জিরে অর্ধেক চা-চামচ
তেজপাতা ১টি আদা বাটা ১ টেবল-চামচ কাঁচালঙ্কা বাটা অর্ধেক চা-চামচ কাঁচালঙ্কা চেরা ১ টি
হলুদগুঁড়ো অর্ধেক চা-চামচ লঙ্কাগুঁড়ো সামান্য (ইচ্ছে হলে) ধনেগুঁড়ো অর্ধেক চা-চামচ
কসৌরি মেথি অর্ধেক চা-চামচ ধনেপাতা কুচি সামান্য নুন পরিমান মতো
চিনি সামান্য টোম্যাটো বাটা ১ চা-চামচ

প্রণালী

ফুলকপি ছোট করে কেটে ভাপিয়ে নিতে হবে হাল্কা গরম জলে।
তেল গরম করে তাতে গোটা জিরে ,কসৌরি মেথি, চেরা লঙ্কা ফোড়ন দিতে হবে।
এর ভেতর ফুলকপিগুলো দিয়ে খুব ভাল করে ভেজে নিতে হবে।
এতে আদা বাটা, লঙ্কা বাটা, ধনেগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, চিনি, নুন দিতে হবে।
মশলা ভাজা হয়ে গেলে এর ভেতর টোম্যাটো বাটা দিয়ে ভাল করে ভাজতে হবে।
এই মিশ্রণ ভাজা হয়ে এলে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিন।
মাখা মাখা হয়ে গেলে উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন।
ফুলকপির দম আলু তৈরি। গরম গরম পরিবেশন করুন।

আপনারাও পাঠাতে পারেন নতুন পুরনো ভিন্ন স্বাদের নানা রেসিপি, ছবি-সহ, নীচের ঠিকানায়
হাওয়াবদল, আপনার রান্নাঘর
আনন্দবাজার পত্রিকা, ইন্টারনেট সংস্করণ
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট
কলকাতা ৭০০০০১

ই-মেল করুন haoabadal@abp.in অথবা haoabadal@gmail.com

সংক্ষিপ্ত পরিচিতির সঙ্গে আপনার ছবি পাঠানো বাধ্যতামূলক।

 
রোজের আনন্দবাজারএ বারের সংখ্যাসংবাদের হাওয়াবদল • আপনার রান্নাঘরস্বাদবদল চিঠিপুরনো সংস্করণ