|
পশ্চিমবঙ্গ সরকার কলিকাতা কর্পোরেশনের কিছু কিছু ক্ষমতা নিজের হাতে লইবার কথা বিবেচনা করিতেছেন বলিয়া জানা গিয়াছে। বিভিন্ন জরুরী পরিকল্পনা রূপায়ণের ব্যাপারে কর্পোরেশনের “গড়িমসি ভাব” দেখিয়াই সরকার ঐরূপ চিন্তা করিতেছেন বলিয়া মনে হয়।
প্রকাশ, কলিকাতা ও শহরতলীর যে সকল অঞ্চল বর্ষাকালে জল জমিয়া নানা দুর্ভোগের সৃষ্টি করে সেইসব জায়গার জল-নিকাশ পরিকল্পনা রাজ্য সরকার হাতে লইবার সিদ্ধান্ত করিয়াছেন। আপাততঃ প্রায় এক কোটি টাকা ব্যয়ে টালীগঞ্জপঞ্চান্ন গ্রাম জলনিকাশ পরিকল্পনাটি রূপায়ণের কথা চিন্তা করা হইতেছে।
ঐ পরিকল্পনা অনুযায়ী কলিকাতার দক্ষিণ-পূর্ব অঞ্চল হইতে জমা জল বাহির করিয়া দিবার জন্য স্লুইস-গেট, পাম্প এবং একটি নূতন খালের ব্যবস্থা করা হইবে। ঐ পরিকল্পনার কিছুটা অবশ্য কর্পোরেশনের করণীয়। কিন্তু সরকার এরূপ আশঙ্কা করিতেছেন যে, প্রয়োজনীয় অর্থ অগ্রিম দিলেও কর্পোরেশনের ঐ কাজ করিতে দীর্ঘকাল লাগিয়া যাইবে।
দ্বিতীয়তঃ কলিকাতার ‘আউট-ফল’ উন্নয়নের ব্যাপারেও সরকার অসুবিধা ভোগ করিতেছেন। সরকার উহার সংরক্ষণ ও উন্নয়নের ভার গ্রহণ করিয়াছেন, কিন্তু কর্পোরেশন নাকি রাস্তা-সহ আউট-ফল হস্তান্তর করার ব্যাপারে এখনও সিদ্ধান্ত লন নাই। ফলে ঐখানেই ময়লা পরিস্কার করা এবং অন্যান্য কাজ ব্যাহত হইতেছে বলিয়া জানা গেছে।
প্রকাশ, এই জাতীয় উন্নয়নমূলক কাজ তরান্বিত করার উদ্দেশ্যেই সরকার কর্পোরেশনের কিছু ক্ষমতা নিজের হাতে লইতে উদ্যোগী হইয়াছেন। কোন কোন ক্ষেত্রে উন্নয়নমূলক কাজের জন্য ঋণ সংগ্রহ করিয়াও নাকি কর্পোরেশনের বিশেষ কোন কাজ করিতে পারেন নাই, এবং অনেকক্ষেত্রে একটি পরিকল্পনা প্রস্তুত করিয়াও কর্পোরেশনের চূড়ান্ত অনুমোদন লাভ করিতে অনাবশ্যক দেরী হয় বলিয়া সরকার মনে করেন।
|
|