৫ পৌষ ১৪১৮ বুধবার ২১ ডিসেম্বর ২০১১





পূর্ব ভারত ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ




শ্চিমবঙ্গ রাজ্য ব্যাডমিন্টন এসোশিয়েশন পরিচালিত পূর্ব ভারত ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের খেলা ২১শে নভেম্বর মঙ্গলবার হইতে ইডেন উদ্যানের ইনডোর স্টেডিয়ামে আরম্ভ হইবে।

ভারতের খ্যাতনামা খেলোয়াড়দের মধ্যে ত্রিলোক শেঠ, সুরেশ গোয়েল ও সতীশ ভাটিয়া এই প্রতিযোগিতায় যোগদান করিতেছেন। ইহা ছাড়া পাকিস্তানের টমাস কাপ খেলোয়াড় নবী মহসিন ও তাইল্যান্ডের জুনিয়র চ্যাম্পিয়নশিপ বনপথকেও খেলিতে দেখা যাইবে। বেঙ্গল চ্যাম্পিয়ন সুকুমার দেব সহ বাংলার খ্যাতনামা খেলোয়াড়রাও অংশ গ্রহণ করিবেন। নিম্নে প্রথম দিনের খেলার তালিকা দেওয়া হইল—

মঙ্গলবারের খেলা
হেমেন দাস : বি রায়, বি দাশ : অমরনাথ ব্যানার্জি, অরুণ ব্যানার্জি : এস মিত্র, সতীশ মাটা: অমর মুখার্জি, রমেন ঘোষ: এল শীল, অমির ব্যানার্জি: শিশির বসু, প্রণব বসু: সুধীন হালদার, সুকুমার দেব, রথীন সোম।


পূর্ব কলিকাতা ব্যাডমিন্টন প্রতিযোগিতা

নারিকেলডাঙ্গা স্যার গুরুদাস ইনস্টিটিউট পরিচালিত পূর্ব কলিকাতা ব্যাডমিন্টন প্রতিযোগিতা (পশ্চিমবঙ্গ ব্যাডমিন্টন এসোসিয়েশন রেজিস্ট্রিকৃত) আগামী ৮ই ডিসেম্বর ১৯৬১ হইতে শুরু হইবে। প্রতিযোগিতার বিষয়মেন্স সিঙ্গলস ও ডাবলস এবং বয়েস সিঙ্গলস ও ডাবলস। আগামী ৩রা ডিসেম্বরের মধ্যে, সম্পাদক স্যার গুরুদাস ইনস্টিটিউট, ২৭নং স্যার গুরুদাস রেডি, কলিকাতা-১১ এই ঠিকানায় আবেদন করিতে হইবে।


Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player



অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.