|
|
পূর্ব ভারত ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ
(স্টাফ রিপোর্টার) |
|
|
|
পশ্চিমবঙ্গ রাজ্য ব্যাডমিন্টন এসোশিয়েশন পরিচালিত পূর্ব ভারত ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের খেলা ২১শে নভেম্বর মঙ্গলবার হইতে ইডেন উদ্যানের ইনডোর স্টেডিয়ামে আরম্ভ হইবে।
ভারতের খ্যাতনামা খেলোয়াড়দের মধ্যে ত্রিলোক শেঠ, সুরেশ গোয়েল ও সতীশ ভাটিয়া এই প্রতিযোগিতায় যোগদান করিতেছেন। ইহা ছাড়া পাকিস্তানের টমাস কাপ খেলোয়াড় নবী মহসিন ও তাইল্যান্ডের জুনিয়র চ্যাম্পিয়নশিপ বনপথকেও খেলিতে দেখা যাইবে। বেঙ্গল চ্যাম্পিয়ন সুকুমার দেব সহ বাংলার খ্যাতনামা খেলোয়াড়রাও অংশ গ্রহণ করিবেন। নিম্নে প্রথম দিনের খেলার তালিকা দেওয়া হইল—
মঙ্গলবারের খেলা
হেমেন দাস : বি রায়, বি দাশ : অমরনাথ ব্যানার্জি, অরুণ ব্যানার্জি : এস মিত্র, সতীশ মাটা: অমর মুখার্জি, রমেন ঘোষ: এল শীল, অমির ব্যানার্জি: শিশির বসু, প্রণব বসু: সুধীন হালদার, সুকুমার দেব, রথীন সোম।
|
|
পূর্ব কলিকাতা ব্যাডমিন্টন প্রতিযোগিতা |
নারিকেলডাঙ্গা স্যার গুরুদাস ইনস্টিটিউট পরিচালিত পূর্ব কলিকাতা ব্যাডমিন্টন প্রতিযোগিতা (পশ্চিমবঙ্গ ব্যাডমিন্টন এসোসিয়েশন রেজিস্ট্রিকৃত) আগামী ৮ই ডিসেম্বর ১৯৬১ হইতে শুরু হইবে। প্রতিযোগিতার বিষয়মেন্স সিঙ্গলস ও ডাবলস এবং বয়েস সিঙ্গলস ও ডাবলস। আগামী ৩রা ডিসেম্বরের মধ্যে, সম্পাদক স্যার গুরুদাস ইনস্টিটিউট, ২৭নং স্যার গুরুদাস রেডি, কলিকাতা-১১ এই ঠিকানায় আবেদন করিতে হইবে।
|
ফিরে দেখা... |
|