|
রণজি ক্রিকেটে বাঙ্গলা ও উড়িষ্যা দলের প্রথম দিনের খেলায় উড়ইষ্যার প্রথম ইনিংস ১৭৪ রানে শেষ হইয়া যায়বাঙ্গলা দল পরে ব্যাট করে এবং কোন উইকেট না হারাইয়া ১৪৪ রান তোলে। বাঙ্গলার অধিনায়ক পঙ্কজ রায় ৭৫ এবং সলিল ব্যানার্জি ৫৮ রান করিয়া উভয়েই নট আউট থাকেন।
বাঙ্গলার পক্ষে বোলিং-এ কুণ্ডু ৭৫ রানে ৫টি এবং গিরিধারী ৫০ রানে ৪টি উইকেট দখল করেন।
শুক্রবার বেলা ১০টার সময়ে ইডেন উদ্যনে উড়িষ্যা ও বাঙ্গলা দলের রঞ্জি ক্রিকেট প্রতিযোগিতার লীগ খেলাটি আরম্ভ হয়। উড়িষ্যা দলে টসে জয়লাভ করিয়া প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পান। এস এস মিশ্র এবং এন সুব্বারাও ব্যাটিং করিতে আসেন। এস এস মিত্র বোলিং শুরু করিলে এস মিশ্র তাহার সম্মুখীন হন। অপর দিক হইতে এস ঘোষাল বোলিং করিতে থাকেন।
উড়িষ্যাএস এস পট্টনায়ক (অধিনায়ক), বি এস আলতা, বি জেনা, এম মোহান্তি, এস শতপর্তি, এন বর্ধন, এন সুব্বারাও, এন স্বামী, ডি এল মূর্তি, বি আলভা, কে এস রঙ্গপা।
বাঙ্গলাপি রায় (অধিনায়ক), এন রায়, পি পোদ্দার, এ কে গিরধারী, জি চক্রবর্তী, এস এস মিত্র, এস কুণ্ডু, এস ঘোষাল, এস ব্যানার্জি, আর সান্যাল, অম্বর রায়।
উড়িষ্যা দলের ৯ রানের সময় এস এস মিশ্র ১ রান করিয়া এস ঘোষালের বলে আউট হন (৯-১-১)। বি জেনা খেলিতে আসিয়া সুব্বারাওয়ের সহিত যোগদান করেন। তাঁহারা ধৈর্যের সহিত ব্যাটিং করিয়া একত্রে দলের রান সংখ্যা ৬৯ করেন। দলের ৭৮ রান হইলে এন সুব্বারাও ৩৭ রান করিয়া এস কুণ্ডুর বলে স্ট্যাম্পড আউট হন (৭৮-২-৩৭)। জেনা এবং বি এস আলতা একত্রে খেলিতে থাকেন। দলের ৮৪ রানের সময় জেনা নিজস্ব ৩৬ রান করিয়া গিরধারীর বলে আউট হন (৮৪-৩-৩৬)। কে এস রঙ্গম্পা খেলিতে আসিয়া আলভার সহিত যোগদান করেন। |
|