|
|
হকার উচ্ছেদের প্রতিবাদ, স্টুডেন্টস্ হলে সভা
(স্টাফ রিপোর্টার) |
|
|
|
রবিবার সকালে স্টুডেন্টস্ হলে অনুষ্ঠিত কলেজ স্কোয়ার অঞ্চলের হকারগণের এক সভায় হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে পুলিশের সহায়তায় যেভাবে হকার উচ্ছেদ-পর্ব চলিয়াছে, তাহার তীব্র প্রতিবাদ জানাইয়া বিভিন্ন বক্তা বক্তৃতা করেন।
শ্রীরাধারমণ মজুমদার এই সভায় সভাপতিত্ব করেন।
ডাঃ রণেম সেন এম এল এ বলেন যে, বর্তমান সামাজিক অবস্থায় রাস্তায় যানবাহন চলাচল সুগম রাখার অজুহাতে ৫০ হাজার হকারকে উচ্ছেদ করার যে চক্রান্ত চলিতেছে তাহা প্রতিরোধ করার উদ্দেশ্যে কলিকাতার কলেজ স্ট্রীটের হকারগণ অগ্রসর হইয়াছেন বলিয়া তাঁহারা ধন্যবাদার্হ। সমবেত শক্তিতে বাধা না দিলে এই আক্রমণ প্রতিরোধ করা যাইবে না।
শ্রীহেমন্ত বসু এম এল এ বলেন, রাস্তা অবরোধ করার অভিযোগ বড়লোকদের। সাধারণ মানুষ এই অভিযোগ করে না। তিনি আরও বলেন যে, সুষ্ঠু বিকল্প ব্যবস্থা না করিয়া হকারদের উচ্ছেদ করার বিরুদ্ধে দুর্জর প্রতিরোধ আন্দোলন গড়িয়া তুলিতে হইবে।
শ্রীযতীন চক্রবর্তী এম এল এ বলেন, যেভাবে সরকারে কোন সাহায্য না নিয়া হকারগণ নিজেরাই চেষ্টা করিয়া নিজেদের ভরণপোষণের চেষ্টা করিতেছেন, তাহাতে বাধা দেওয়ার কোন অধিকার সরকারেরও নাই। শ্রী চক্রবর্তী আরও বলেন যে, কলিকাতা শহরের ৫০ হাজার হকারদের অধিকাংসই পূর্ববঙ্গাগত উদ্বাস্তু। উহাদের পূর্বাসনের দায়িত্ব সরকারের ছিল। সরকার তো সে দায়িত্ব পালন করেনই নাই বরং সরকারী সাহায্য ছাড়াই যাহারা নিজেদের ভরণপোষণের চেষ্টা করিতেছেন, তাহাদের উচ্ছেদ করার চক্রান্ত চলিতেছে।
শ্রী চক্রবর্তী কলেজ স্কোয়ারের হকারদের উচ্ছেদ প্রসঙ্গে বলেন, পূর্বে তিনি পুলিশ কমিশনারকে জানাইয়া দিয়াছিলেন এখানকার হকারদের সঙ্গে পরামর্শ না করিয়া উচ্ছেদ করার যে কোন প্রচেষ্টাকেই হকারগণ প্রাণ দিয়া প্রতিরোধ করিবেন।
অতঃপর শ্রী চক্রবর্তী বলেন, এটা রাজনীতির প্রশ্ন নয়, রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে সাধারণ মানুষের বাঁচিবার জন্য সমবেত প্রচেষ্টা করিতে হইবে।
এই এলাকার পৌর-প্রতিনিধি শ্রীবরেণ দাঁ বক্তৃতা প্রসঙ্গে বলেন যে, এখানকার হকারদের উচ্ছেদ প্রতিরোধ করার আন্দোলনে তিনি সর্বশক্তি প্রয়োগ করিবেন। প্রয়োজন হইলে তিনি কাউন্সিলারের পদ ত্যাগ করিয়াও হকারদের এই আন্দোলনে সামিল হইবেন।
কাউন্সিলার ডাঃ হিমাংশু দাসও হকারদের দাবীকে সমর্থন করেন।
|
|
ফিরে দেখা... |
|