টুকরো খবর |
উড়ালপুলের কাজের শিলান্যাস ঘাটালে
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
শিলান্যাস করছেন শঙ্কর দোলই। |
ঘাটাল শহরের ঘাটাল-চন্দ্রকোনা সড়কের উপর বৃহস্পতিবার ২ নম্বর চাতালের উড়ালপুলের কাজের শিলান্যাস করেন পরিষদীয় সচিব (সেচ) শঙ্কর দোলই। উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক অদীপ রায়, পূর্ত বিভাগের সহকারী বাস্তুকার দীপঙ্কর জানা, পঞ্চায়েত সমিতির সভাপতি মধুমিতা সামন্ত, দিলীপ মাঝী, ঘাটাল পুরসভার চেয়ারম্যান বিভাস ঘোষ, ভাইস চেয়ারম্যান উদয়শঙ্কর সিংহ রায়, পঞ্চানন মণ্ডল, বিকাশ কর প্রমুখ। উড়ালপুলটির কাজ আগামী দু’বছরের মধ্যে শেষ হবে বলে জানা গিয়েছে।
|
কুকরাহাটিতে দুর্ঘটনায় মৃত্যু পাঁচজনের, জখম ৪ |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন মহিলা-সহ পাঁচজনের। আহত আরও চার’জন। বৃহস্পতিবার সকালে সুতাহাটা থানার কুঁকড়াহাটি এলাকার ঢেকুয়া গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃতদের নাম উত্তম দাশ (৩২), সাফিউল্লা খান (৩০),ফুল্লরা পড়ুয়া (৩৮)। বাকি দুই মৃত মহিলার পরিচয় জানা যায়নি। সাফিউল্লার বাড়ি স্থানীয় ঢেকুয়া গ্রামে। উত্তম দাস পাশের হরিণভাসা গ্রামের বাসিন্দা। ফুল্লরাদেবীর সুতাহাটার বরদা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে কুকড়াহাটি লঞ্চঘাট থেকে একটি যাত্রী বোঝাই অটো চৈতন্যপুরের দিকে আসছিল। ঢেকুয়া গ্রামের কাছে উল্টো দিকে থেকে আসা একটি পিক আপ ভ্যানের সঙ্গে ওই অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অটোর চালক উত্তমবাবু ও অটোর এক যাত্রী সাফিউল্লা খানের মৃত্যু হয়। গুরুতর আহতদের হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ফুল্লরাদেবীর মৃত্যু হয়। পরে আহতদের মধ্যে পাঁচজনকে কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এ দিন রাতে তাদের মধ্যে দু’জনের মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিক আপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোটিকে ধাক্কা মারে। ওই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন। স্থানীয় কংগ্রেস নেতা সেক খেলাফত হোসেনের অভিযোগ, কুঁকড়াহাটি এলাকায় একাধিক ইট ভাটা রয়েছে। বেশির ভাগ ইট ভাটায় বেআইনি গাড়ি চলে। তারমধ্যে অধিকাংশ গাড়ি চালকেরই লাইসেন্স নেই। স্থানীয়দের দাবি, অবিলম্বে বেআইনি গাড়িগুলিকে আটক করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে এনিয়ে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস পেলে বিক্ষোভ উঠে যায়। সুতাহাটা থানার অফিসার ইন চার্জ শীর্ষেন্দু দাস জানান, পিক আপ ভ্যানটিকে আটক করা হয়েছে। তবে ভ্যানের চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে।
|
কাঁথিতে শুরু গ্রামীণ মেলা |
এগরা-১ ব্লকে গ্রামীণ মেলার সূচনা |
গ্রামীণ আর্থ সামাজিক বিকাশ সাধনে গ্রামীন মেলার আবশ্যকতা রয়েছে বলেই রাজ্যের বিভিন্ন ব্লকগুলিতে মেলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। গ্রামীণ মেলার মধ্য দিয়েই সমাজের মহিলা ও পুরুষদের অর্থনৈতিক বিকাশ সম্ভব। বুধবার কাঁথি-৩ ব্লক অফিস প্রাঙ্গণে দু’দিন ব্যাপী ব্লক গ্রামীণ মেলায় বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করেন প্রাক্তন কেন্দ্রীয় গ্রামোন্নয়ণ প্রতিমন্ত্রী ও কাঁথির সাংসদ শিশির অধিকারী। বুধবার মেলার উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি মধুরিমা মণ্ডল। ছিলেন বিধায়ক বনশ্রী মাইতি, জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ মামুদ হোসেন, পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজ ও ব্লক উন্নয়ন আধিকারিক প্রদীপ্ত বিশ্বাস প্রমুখ। মেলায় আলোচনাচক্র, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। মেলা উপলক্ষে আয়োজিত কবাডি ও ব্যাডমিন্টন প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজ ও বিডিও প্রদীপ্ত বিশ্বাস।
|
প্রকল্পের সূচনা |
বৃহস্পতিবার দুপুরে বিনপুর-১ (লালগড়) ব্লকের পাপটপুরে ভৈরববাঁকি ও তারাফেনি নদীর সংযোগস্থলে একটি সেতুর শিলান্যাস করেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা। পরে পাপটপুর নদীঘাট থেকে মুরগি মোড় ও হাড়দা হয়ে বক্সি পর্যন্ত তৈরি হওয়া ১২ কিমি দীর্ঘ একটি নতুন পিচ রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুকুমারবাবু। রাস্তাটি তৈরি করতে সাড়ে ৬ কোটি টাকা খরচ হয়েছে। এ দিন বেলপাহাড়ির রাষ্ট্রীয় আদিবাসী আবাসিক বালিকা বিদ্যালয়ে দেড় কোটি টাকা ব্যয়ে নবনির্মিত একটি ছাত্রী নিবাসেরও দ্বারোদ্ঘাটন করেন সুকুমারবাবু।
|
নাবালিকার বিয়ে রুখল প্রশাসন |
বিডিওর তৎপরতায় বিয়ে বন্ধ হল এক নাবালিকার। এগরা ২ ব্লকের মঞ্জুশ্রী পঞ্চায়েতের মাধবপুর গ্রামের ওই নাবালিকা নবম শ্রেণির ছাত্রী। তার বিয়ে ঠিক হয়েছিল ওই ব্লকেরই নরাজপুর গ্রামে। বৃহস্পতিবার ছিল বিয়ের দিন। খবর পেয়ে মেয়েটির বাড়িতে যান এগরা ২-এর বিডিও চিন্ময় মণ্ডল। নাবালিকার অভিভাবকদের বুঝিয়ে বিয়ে বন্ধের ব্যবস্থা করেন। ওই নাবালিকার বাবার বক্তব্য, “আমরা অত আইন-কানুন জানি না। বিডিও সাহেবের কথামতো মেয়ে প্রাপ্তবয়স্ক হলে বিয়ের কথা ভাবব।”
|
নতুন আইসি |
কাঁথি থানার নতুন আইসি হলেন সুবীর রায়। বুধবার তিনি কাঁথি থানার পূবর্তন আইসি সোমনাথ দত্তের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। সুবীরবাবু এর আগে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে ডিইবি ইন্সপেক্টার হিসেবে কর্মরত ছিলেন। |
|