নৌপ্রধানের ইস্তফায় বিদ্ধ অ্যান্টনিও
নৌসেনা প্রধানের ইস্তফাতেই শেষ হল না ডুবোজাহাজের বিতর্ক। বরং শুরু হলই বলা চলে।
গত কাল সকালে মুম্বই বন্দরের কাছে ডুবোজাহাজ আইএনএস সিন্ধুরত্নে আগুন লাগে। আহত হন সাত জন। দু’জন অফিসার নিখোঁজ ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আজ ডুবোজাহাজেরই একটি কেবিন থেকে লেফটেন্যান্ট কম্যান্ডার কপিশ মোওয়াল ও লেফটেন্যান্ট মনোরঞ্জন কুমার নামে ওই দুই অফিসারের দেহ মিলেছে। এ দিনই খবর পৌঁছয় মনোরঞ্জনের জামশেদপুরের বাড়িতে। তার পরেই তাঁর পরিবারের লোকেরা দিল্লি রওনা দেন। গত কালের ওই ঘটনার জেরেই নৌপ্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন অ্যাডমিরাল দেবেন্দ্রকুমার জোশী।
সেই ইস্তফা নিয়ে আজ প্রশ্ন উঠেছে, বাহিনীর প্রধান যদি নৈতিক দায় নিতে পারেন, তা হলে প্রতিরক্ষামন্ত্রী-ই বা দায় নেবেন না কেন? এই সুরে আজ প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনির ইস্তফার দাবিও তুলেছে বিজেপি। যদিও প্রধানমন্ত্রীর দফতর অ্যান্টনির ইস্তফার দাবি খারিজ করেছে।
নৌসেনা সূত্রের খবর, গত কালের ঘটনা নিয়ে গত সাত মাসে দশটি দুর্ঘটনা ঘটেছে। তার মধ্যে সাতটি বেশ বড় মাপের। তাই গত কাল দুপুরেই অ্যাডমিরাল জোশীকে তলব করেছিলেন অ্যান্টনি। সেখানে গিয়ে সটান নিজের পদত্যাগপত্র জমা দেন জোশী। অ্যান্টনি তা গ্রহণ করেন। সেটাই সব থেকে বিপদে ফেলেছে প্রতিরক্ষামন্ত্রীকে। প্রশ্ন উঠেছে, নৌপ্রধান নিজের ঘাড়ে দায় নিতে চাইলেও কেন তা তিনি গ্রহণ করলেন? তা হলে কি লোকসভা ভোটের আগে নিজের ঘাড় থেকে দায় ঝেড়ে ফেলতে চাইছেন অ্যান্টনি?
অগ্নিকাণ্ডের পর আইএনএস সিন্ধুরত্ন। মুম্বই বন্দরে বৃহস্পতিবার। ছবি: পিটিআই।
এর আগে ইউপিএ জমানাতেই নৌসেনার ওয়্যার রুম থেকে তথ্য ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ ওঠায় তৎকালীন নৌপ্রধান অরুণ প্রকাশ ইস্তফা দিতে চেয়েছিলেন। কিন্তু প্রণব মুখোপাধ্যায় প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তা গ্রহণ করেননি। কেন্দ্রীয় সরকারেরই একাংশ মনে করছেন, এ বারে অ্যান্টনিও তেমনটা করতে পারতেন। তা হলে এই বিতর্ক তৈরি হত না। ঘটনাচক্রে, এ দিন মুখ খুলেছেন অরুণ প্রকাশও। তিনি বলেছেন, “এ দেশে নৈতিক দায়িত্ব না নেওয়াটাই ঐতিহ্য। রাজনীতিক ও আমলারা জোশীর থেকে শিক্ষা নিতে পারেন।”
বস্তুত, প্রতিরক্ষা বাহিনীতে সামরিক কর্তা ও আমলাদের মধ্যে এই ঠান্ডা লড়াইটা নতুন নয়। অ্যাডমিরাল জোশীর ইস্তফার পর তা ফের নতুন করে মাথাচাড়া দিয়েছে। নৌবাহিনীর একাংশের বক্তব্য, ডুবোজাহাজ ও জাহাজ পুরনো হওয়ার ফলেই বারবার দুর্ঘটনা ঘটছে। এখন বাহিনীর হাতে ১৪টি ডুবোজাহাজ রয়েছে। তার মধ্যে অধিকাংশেরই জীবনকাল শেষের পথে। নতুন ডুবোজাহাজ কেনা না হলে আগামী বছর দুয়েকের মধ্যে নৌবাহিনীর ভাঁড়ারে পাঁচ-ছ’টি ডুবোজাহাজ থাকবে। তখন নৌশক্তির বিচারে ভারতের সমতুল হয়ে উঠবে পাকিস্তান। নৌ-সেনা সূত্রের দাবি, এই সব কথা অ্যান্টনিকে আগেই জানানো হয়েছিল। কিন্তু তিনি তা মানতে চাননি। বরং বাহিনীকে জাহাজ ও অস্ত্র ব্যবহারে আরও সতর্ক হতে বলেছিলেন।
নৌবাহিনীর কর্তাদের যুক্তি মানতে চাননি প্রতিরক্ষা মন্ত্রকের আমলারাও। তাঁরা বলছেন, বয়স বাড়লেও কর্মক্ষমতা বজায় রাখার জন্য ডুবোজাহাজের পিছনে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। উদাহরণ হিসেবে তাঁরা জানান, সিন্ধুরক্ষকের পিছনেই ৮১৫ কোটি টাকা ব্যয় হয়েছিল। কিন্তু মেরামতির মাস ছয়েক পেরনোর পরেই সেটিতে বিস্ফোরণ হয়। সিন্ধুরত্নকেও মাস ছয়েক আগে মেরামত করা হয়েছিল। তবে সিন্ধুরত্নের ঘটনার পর বাহিনীর অন্দরে খোদ প্রতিরক্ষামন্ত্রীর দিকেই আঙুল উঠতে শুরু করেছে। কেন?
বাহিনীর একাংশের বক্তব্য, গত আট বছর ধরে অ্যান্টনি প্রতিরক্ষা মন্ত্রক সামলাচ্ছেন। এই সময়ে বাহিনীর আধুনিকীকরণ ও নতুন অস্ত্র কেনার কাজ থমকে গিয়েছে। কারণ, নতুন প্রকল্প হাতে নিলে দুর্নীতির অভিযোগ উঠতে পারে, এই ভয়ে অ্যান্টনি কোনও সিদ্ধান্ত নিতে পারেন না। একই যুক্তি দিয়েছেন বিজেপির যশোবন্ত সিংহ ও প্রকাশ জাভড়েকরও। আজ নরেন্দ্র মোদীও দিল্লিতে এ নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছেন।
অ্যান্টনি অবশ্য নিজের পক্ষে যুক্তি তৈরি করছেন। তিনি জানিয়েছে, যা সিদ্ধান্ত নেওয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেই নিয়েছেন। গত কাল ঘটনার পরেই রাষ্ট্রপতি ভবনে গিয়েছিলেন অ্যান্টনি। পুরো বিষয়টি রাষ্ট্রপতিকে জানান তিনি। তার পরে প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন অ্যান্টনি। আজ তিনি বলেন, “আমি সকলের সঙ্গে আলোচনা করেছিলাম। প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করেছিলাম। তার পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” জোশীর প্রশংসাও করেছেন তিনি।

বিস্তারিত দেখতে ক্লিক করুন...

সামরিক কর্তা ও আমলাদের মধ্যে এই ঠান্ডা লড়াই চলার মধ্যেই নৌ-প্রধান পদে নিয়োগ নিয়েও সমস্যায় পড়েছে প্রতিরক্ষা মন্ত্রক। জোশীর পদত্যাগের পরে আপাতত উপ-প্রধান রবিন ধবনকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু চাকরিতে সিনিয়রিটির নিরিখে সব থেকে এগিয়ে রয়েছেন নৌ-সেনার ওয়েস্টার্ন কম্যান্ডের প্রধান শেখর সিন্হা (তিনি পদমর্যাদায় উপ নৌ-প্রধানের সমতুল)। কিন্তু তাঁকেও নিয়োগ করা পুরোপুরি মসৃণ হবে না। কারণ, গত সাত মাসে ওয়েস্টার্ন কম্যান্ডের অধীনেই সব থেকে বেশি দুর্ঘটনা ঘটেছে। কিন্তু ধবনকে স্থায়ী প্রধান করা হলে আইনের দিক দিয়ে প্রশ্ন তুলতে পারেন সিন্হা। পদত্যাগও করতে পারেন তিনি। এই দু’জনের বাইরে ইস্টার্ন কম্যান্ডের প্রধান ভাইস অ্যাডমিরাল অনিল চোপড়ারও নাম রয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের কাছে। কিন্তু তাঁকে করা হলে রবিন ধবন ও শেখর সিন্হা, দু’জনেই পদত্যাগ করতে পারেন। সেটাও বাহিনীর অন্দরে বড় অস্বস্তি তৈরি করবে বলে অবসরপ্রাপ্ত ফৌজি কর্তারা মনে করছেন।
তবে এ সবের বাইরে আরও একটি আশঙ্কা থেকে যাচ্ছে। সহকর্মীদের উদ্দেশে বিদায়ী বার্তায় জোশী লিখেছেন, তিনি দৃঢ় মনেই নৈতিক দায় নিয়ে ইস্তফা দিয়েছেন। স্ত্রী ছাড়া অন্য কারও সঙ্গেই আলোচনা করেননি। যা দেখে অনেকেই মনে করছেন, সরকারের বিরুদ্ধে ক্ষোভও জমেছিল নৌ-প্রধানের মনে। এর আগে অবসরপ্রাপ্ত সেনাপ্রধান ভি কে সিংহের তোপ সইতে হয়েছে কংগ্রেসকে। তাই প্রশ্ন উঠেছে, এ বার কি জোশীর পালা?

ভারতের ডুবোজাহাজ
• পরমাণু-জ্বালানি চালিত ১টি
• ডিজেল-বিদ্যুৎ চালিত:
রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি: সিন্ধুঘোষ শ্রেণির ৯টি
জার্মানির তৈরি: শিশুমার শ্রেণির ৪টি

সাত মাসের সাত খতিয়ান
অগস্ট: ডুবোজাহাজ সিন্ধুরক্ষকে বিস্ফোরণ, মৃত ১৮
সেপ্টেম্বর: যুদ্ধজাহাজ বিরাটে আগুন
ডিসেম্বর: মাছ ধরার ট্রলারে ধাক্কা যুদ্ধজাহাজ তলোয়ারের
ডিসেম্বর: মেরামত করার সময় যুদ্ধজাহাজ কোঙ্কনে আগুন
জানুয়ারি: যুদ্ধজাহাজ বিপুলে ফুটো
জানুয়ারি: ধাক্কা খেয়ে যুদ্ধজাহাজ ঐরাবতের প্রপেলার নষ্ট
ফেব্রুয়ারি: ডুবোজাহাজ সিন্ধুরত্নে আগুন, মৃত ২


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.