নয়া দমকল কেন্দ্র বরাহনগরে |
বরাহনগর ও তার পার্শ্ববর্তী কামারহাটি, আড়িয়াদহ মিলিয়ে জনসংখ্যা কয়েক লক্ষ। আছে চটকল, রংকল, মোমবাতি, পোশাক, আতসবাজি-সহ বিভিন্ন দাহ্য জিনিসের অসংখ্য কারখানা। দীর্ঘ দিন ধরে বাসিন্দাদের দাবি ছিল একটি দমকল কেন্দ্রের। নানা জটিলতায় তা হচ্ছিল না। অবশেষে বৃহস্পতিবার একটি দমকল কেন্দ্র পেল এলাকা। ডানলপ মোড়ে ওই কেন্দ্রের উদ্বোধন করে দমকল মন্ত্রী জাভেদ খান জানান, রাজ্যে আরও ২৪টি দমকল কেন্দ্র হবে। জাভেদ বলেন, “এ ছাড়াও ৩৬টি মোটরবাইক কেনা হয়েছে। যাতে ঘিঞ্জি ও সরু গলিতে ঢুকে আগুনের মোকাবিলা করতে পারে।”
|
কতর্ব্যরত পুলিশকর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার হল এক দুষ্কৃতী। বুধবার, জে কে পাল রোড থেকে। পুলিশ জানায়, ধৃত অপু চট্টোপাধ্যায় ডিসেম্বরে জামিন পায়। এলাকায় ফিরে তোলাবাজির দল তৈরির চেষ্টা করছিল সে। নিউ আলিপুর থানার কনস্টেবল অরূপ মুখোপাধ্যায় প্রতিবাদ করেন। অভিযোগ, বুধবার রাতে টহলদারির সময়ে অরূপবাবুকে মারধর করে অপু। বৃহস্পতিবার অপুকে আদালতে তোলা হয়। ওই রাতেই এন্টালি থানার মতিঝিল থেকে অস্ত্র-সহ গ্রেফতার হয় মহম্মদ মুস্তাকিন নামে এক দুষ্কৃতী। তার কাছে অস্ত্র, কার্তুজ ও গাঁজা মিলেছে।
|
পুড়ে গেল একটি সিএসটিসি-র বাস। বৃহস্পতিবার, নিউ টাউন রোডে। হুড়োহুড়ি করতে নামতে গিয়ে যাত্রীদের কেউ কেউ চোট পান। দমকলের একটি ইঞ্জিন আসে। পুলিশ জানায়, সেক্টর ফাইভ থেকে ডানকুনি যাচ্ছিল বাসটি। বাসে ভিড়ও ছিল ভালই। নিউ টাউন বাসস্ট্যান্ডের কাছে হঠাৎই ইঞ্জিনের সামনে ধোঁয়া দেখতে পান কয়েকজন যাত্রী ও বাসের চালক। স্বপন পাল নামে এক বাসযাত্রী বলেন, “মুহূর্তে বাসটি ধোঁয়ায় ভরে যায়।”
|
আদালত থেকে ফিরে জেলে ঢোকানোর সময়ে বন্দির কাছে মিলল একটি দেশি পিস্তল, দু’টি কার্তুজ ও মোবাইল। বৃহস্পতিবার, দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে। কারা দফতর সূত্রে খবর, প্রসেনজিৎ দাস নামে ওই বন্দিকে এ দিন ব্যারাকপুর কোর্টে নিয়ে যাওয়া হয়। পুলিশ জেরায় জেনেছে, এক বন্দিকে মারতে সে পিস্তল ও কার্তুজ আনে। ওই আগ্নেয়াস্ত্র সে এ দিন ব্যারাকপুর কোর্টে এক পরিচিতের মাধ্যমে পায়।
|
৪০ শয্যার পূর্ণাঙ্গ বার্ন ইউনিট চালু হল এম আর বাঙুরে। বৃহস্পতিবার এর উদ্বোধন করেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, মন্ত্রী অরূপ বিশ্বাস। প্লাস্টিক সার্জারির ওটি-র উদ্বোধনও হয় এ দিন। এই ইউনিটে মহিলা ও পুরুষদের জন্য আলাদা কেবিন থাকবে। |