গ্রামে ৩৫ শাখা কানাড়া ব্যাঙ্কের |
রাজ্য সরকারের প্রচেষ্টায় গ্রামে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দিচ্ছে কানাড়া ব্যাঙ্ক। বৃহস্পতিবার নবান্ন থেকে ১২টি জেলার গ্রাম পঞ্চায়েত ভবনে ওই ব্যাঙ্কের ৩৫টি শাখার উদ্বোধন করেন অর্থমন্ত্রী অমিত মিত্র। ১০ বছরের জন্য বার্ষিক এক টাকার বিনিময়ে পঞ্চায়েত ভবনে ব্যাঙ্ক চালু রাখার অনুমোদন দিয়েছে সরকার। আরও ১০১টি শাখা খোলা হবে শীঘ্রই। কানাড়া ব্যাঙ্কের চেয়ারম্যান আর কে দুবে বলেন, “গ্রামে ব্যাঙ্ক খুলতে পাঁচ বছর বিনামূল্যে পরিকাঠামো দেওয়ার প্রস্তাব আছে ওড়িশার।”
|
কমপ্ল্যানের ৫০ বছর পূর্তি উপলক্ষে পানীয়টি নতুন ভাবে আনল হেইন্জ ইন্ডিয়া। এ জন্য সংস্থা বিশেষ ‘তাকত কা নয়া প্ল্যান, নয়া কমপ্ল্যান’ নামের একটি প্রচারও শুরু করেছে। পানীয়টির ব্যবসা বাড়াতে অমিতাভ বচ্চনকে বিপণন দূত নিযুক্ত করেছে তারা।
|
মহিলাদের জন্য দেশের বাজারে সানগ্লাসের নয়া ব্র্যান্ড ‘মইলি’ আনল মাউই জিম। দৈনন্দিন ব্যবহারের কথা মাথায় রেখে হালকা ফ্রেমে তৈরি করা হয়েছে সানগ্লাসগুলি। পাওয়া যাবে পাঁচটি রঙে। এগুলির দাম পড়বে প্রায় ১৩ হাজার টাকা।
|
শিবরাত্রি উপলক্ষে বৃহস্পতিবার বন্ধ ছিল শেয়ার বাজার ও এমসিএক্স।
|
অজয় মিশ্র টাটা গ্লোবাল বেভারেজেস-এর এমডি ও সিইও নিযুক্ত হয়েছেন। দায়িত্ব নেবেন ১ এপ্রিল।
কানেশ্বরন আভিলি স্পাইসজেটের চিফ কমার্শিয়াল অফিসার হচ্ছেন। ১ এপ্রিল থেকে দায়িত্ব নেবেন। |