বাইবেল সহায়, হার মানল মৃত্যু
সংবাদ সংস্থা • শিকাগো
২৭ ফেব্রুয়ারি |
বুকে দু’-দু’টি গুলি খেয়েও এক ফোঁটা রক্ত ঝরল না ৪৯ বছরের রিকি ওয়্যাগোনরের। গল্প নয়, সত্যি। পেশায় বাস চালক রিকি থাকেন ওহায়োর ডেটনে। দিন কয়েক আগে ফাঁকা রাস্তায় বিগড়ে গিয়েছিল তাঁর বাস। মেরামতি করছিলেন নিজেই। লুঠপাটের উদ্দেশ্যে আচমকা তাঁকে ঘিরে ধরে ৩ কিশোর। কিন্তু রিকির কাছে বাধা পেয়ে সামনে থেকে দু’টি গুলি চালায় এক দুষ্কৃতী। তবু সামলে ওঠেন রিকি। দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে যায় দুষ্কৃতীরা। তখন তাদের উপর ঝাঁপিয়ে পড়েন রিকি। ধাক্কাধাক্কিতে একটি গুলি লাগে রিকির পায়ে। শেষ পর্যন্ত অবশ্য তিনি ছিনিয়ে নেন দুষ্কৃতীর বন্দুক। বেগতিক দেখে ছুরি বের করে আর এক জন। রিকি কেড়ে নেন ছুরিটিও। এর পর তিন জন পালায়। সব শুনে দুঁদে পুলিশ অফিসররা প্রথম প্রশ্ন করেন, অত কাছ থেকে গুলি খেয়েও কী ভাবে বাঁচলেন রিকি? ‘সবই ঈশ্বরের ইচ্ছা’, হয়তো এ রকমই কিছু একটা বলেছিলেন কোনও পুলিশ অফিসার। তখনই একটা কথা মনে পড়ে গেল রিকির। পকেট থেকে বার করলেন বাইবেলের আধুনিকতম সংস্করণ, ‘দ্য মেসেজ’। এটিই ছিল তাঁর বুক পকেটে। আর তাতেই আটকে রয়েছে বুলেটদুটি। রাখে বাইবেল, মারে কে!
|
বন্দুক চালানো শেখাতে গিয়ে মৃত্যু |
বান্ধবীকে শেখাচ্ছিলেন, কী ভাবে সাবধানে বন্দুক চালাতে হয়। বিপত্তি ঘটল তখনই। নিজের বন্দুকেই মৃত্যু হল এক তরুণের। মিশিগানের ঘটনা। বছর ছত্রিশের যুবক নাড়াচাড়া করছিলেন তিন-তিনটে বন্দুক নিয়ে। গুলি বার করে বন্দুকে ফাঁকা আওয়াজ করছিলেন। দু’টি বন্দুক নিয়ে কেরামতি দেখানোর পর তৃতীয়টি থেকে গুলি বার করতে ভুলে গিয়েছিলেন তিনি। মাথায় ঠেকিয়ে ট্রিগার চাপতেই গুলি এ-ফোঁড় ও-ফোঁড় করে দিল মাথা। ওকল্যান্ডের শেরিফ বলেন, “অদ্ভুত ঘটনা। মাথায় বন্দুক ঠেকিয়ে পরীক্ষা করতে আগে কখনও শুনিনি।”
|
দু’বছর বাদে ভোট আমেরিকায়। প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ফের ডেমোক্র্যাটদের বিশেষ পছন্দ প্রাক্তন বিদেশসচিব হিলারি ক্লিন্টন। ডেমোক্র্যাটদের মধ্যে চালানো এক সমীক্ষায় সম্প্রতি এমনই জানা গিয়েছে। ওই সমীক্ষা অনুযায়ী, ৮২ শতাংশ ডেমোক্র্যাট সমর্থকই প্রেসিডেন্ট হিসেবে প্রাক্তন ফার্স্ট লেডিকে দেখতে চাইছেন। ২০০৮-এর নির্বাচনে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড়ের শেষ পর্বে বারাক ওবামা টেক্কা দিয়েছিলেন হিলারিকে। হিলারি ছাড়াও পছন্দের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে উঠে এসেছে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্লোরিডার গভর্নর জেব বুশ এবং সেনেটর র্যান্ড পলের নাম।
|
দোহার একটি রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার ফেটে প্রাণ হারালেন চার জন। বৃহস্পতিবারের ঘটনা। পুলিশ জানিয়েছে, কী করে গ্যাস সিলিন্ডার ফাটলো তার কারণ জানা যায়নি। |