পুলিশের উপরে হামলায় ধৃত দুই
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
পুলিশের উপরে হামলা ও পুলিশকে কর্তব্যে বাধা দেবার অভিযোগে আসানসোল উত্তর থানার পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২০ ফেব্রুয়ারি আসানসোলের সেনরেলে মোড়ের কাছে দুই নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় দুই মোটরবাইক আরোহীর মৃত্যু হয়। গুরুতর আহত হন দু’জন। দুর্ঘটনার পরে এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। পুলিশের জিপও ভাঙচুর করা হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় ট্র্যাফিক পুলিশদের বিশ্রাম নেওয়ার জন্য তৈরি একটি ঝুপড়িতে। এরপরেই পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে আসানসোল উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেছিল।
|
উঠল স্থগিতাদেশ
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
একটি সামাজিক সংগঠনের কাজের জন্য দরপত্র ডাকার পরে সাংসদ কোটার অনুমোদিত টাকা না আসায় তা স্থগিত হয়ে গিয়েছিল। বুধবার এ নিয়ে ওই সংগঠন বারাবনির বিডিও-কে ঘেরাও করে। বৃহস্পতিবার দরপত্র ডাকার দিন ঘোষণা হয়। সংগঠনের তরফে জানানো হয়, আসানসোলের সাংসদ বংশগোপাল চৌধুরী বিভিন্ন কাজের জন্য ১০ লক্ষ টাকা অনুমোদন করেছেন। বারাবনির বিডিও উজ্জ্বল বিশ্বাস বলেন, “সাংসদ তহবিলের টাকা না পৌঁছনোয় দরপত্রে স্থগিতাদেশ জারি করা হয়েছিল। ফের দরপত্র ডাকা হয়েছে।”
|
খনিতে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
কর্তৃপক্ষ কয়লায় পাথর মিশিয়ে উৎপাদন বেশি দেখাচ্ছেন এবং শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করছেন, এই অভিযোগে উৎপাদন বন্ধ রেখে শ্রমিক সংগঠন কেকেএসসি-র নেতৃত্বে বিক্ষোভ দেখালেন খনিকর্মীরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে রানিগঞ্জে কুনস্তরিয়ার মহাবীর খোলামুখ খনিতে। কুনুস্তরিয়া এরিয়ার জেনারেল ম্যানেজার অখিলেশ সিংহ বলেন, “দুর্ব্যহারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তবে কয়লায় পাথর মেশানোর অভিযোগ মিথ্যা।”
|
বধূ নির্যাতনে ধৃত
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বধূ নির্যাতনের অভিযোগে জামুড়িয়া থানার পুলিশ একজনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃত বাবন ধীবরকে বাহাদুরপুর অঞ্চল থেকে গ্রেফতার করা হয়েছে। থানায় দায়ের করা অভিযোগে বাবনবাবুর স্ত্রী মিতালি ধীবর জানিয়েছিলেন, দিন দশেক আগে তাঁর স্বামী তাঁকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন।
|
দুর্ঘটনা, আগুন
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ইটবোঝাই লরির ধাক্কায় দুই মোটরবাইক আরোহী যুবকের মৃত্যুতে লরিতে আগুন ধরিয়ে দিল জনতা। বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে বারাবনির মাঝিয়াড়া গ্রামের কাছে। মৃত প্রশান্ত গরাই (৩০) ও বাবলু গরাই (৩০) একই পরিবারের সদস্য।
|
দুর্গাপুর
মহকুমা ভলিবল লিগ। সম্মিলনী মাঠ। বিকাল সাড়ে ৪ টা। উদ্যোগ: মহকুমা ক্রীড়া সংস্থা।
প্রথম ডিভিসন ক্রিকেট। ডিসিসি মাঠ। সকাল ১০ টা। উদ্যোগ: মহকুমা ক্রীড়া সংস্থা।
কাটোয়া
সংবর্ধনা ও লোক সংস্কৃতির আসর। পাবনা কলোনি। বিকাল ৩ টা।
গোপীনাথ সাহা ও সাধনাবালা স্মৃতি রক্ষা কমিটি। |