টুকরো খবর |
আফিম উদ্ধার, গ্রেফতার ২
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
সাংবাদিক সম্মেলনে উদ্ধার হওয়া মাদক দেখাচ্ছেন পুলিশ সুপার। —নিজস্ব চিত্র। |
বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে ১ কেজি ২৫০ গ্রাম আফিম সহ দু’জনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার আনন্দপুর থেকে এদের গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে ১১ হাজার ৭০০ টাকাও উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তাদের দু’টি মোবাইল। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষ বলেন, “ওই দু’জনের সঙ্গে কোনও চক্রের যোগ রয়েছে কি না, দেখা হচ্ছে। এই মাদকদ্রব্য সমাজের ক্ষতি করে। এ সব ছাত্রদের কাছে পৌঁছলে সাঙ্ঘাতিক বিপদ।” সামনে লোকসভা নির্বাচন রয়েছে। পোস্ত-গাঁজা চাষ রোধে সম্প্রতি জেলা জুড়ে পুলিশের বিশেষ তল্লাশি অভিযান শুরু হয়েছে। এ দিন আফিম সমেত যাদের গ্রেফতার করা হয়, তাদের নাম উত্তম ঘোষ এবং ধনঞ্জয় ঘোষ। বাড়ি গড়বেতার নিশ্চিন্তপুরে। ধৃতদের জামা-প্যান্টের পকেটের মধ্যে এই মাদকদ্রব্য ছিল। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, ধৃতদের সঙ্গে কোনও দুষ্টচক্রের যোগ থাকতে পারে। সম্ভবত, এই দু’জন হুগলি হয়ে আসানসোল কিংবা বিহারে মাদকদ্রব্য পাচার করত। আজ, বৃহস্পতিবার ধৃত জু’জনকে মেদিনীপুর আদালতে হাজির করা হবে।
|
খেলাধুলোর মান বাড়াতে ২ কোটি
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন স্কুল ও ক্লাবের খেলাধূলা, খেলার মাঠ উন্নয়নের জন্য যুক কল্যাণ দফতর প্রায় ২ কোটি টাকা বরাদ্দ করল। শিক্ষা ও ক্রীড়া কর্মাধ্যক্ষ মামুদ হোসেন জানান, দেশপ্রাণ ব্লকের ভবানীচক অঘোরচাঁদ স্কুল, খেজুরির কলাগেছিয়া হাইস্কুল, ভগবানপুরের নাজিরবাজার হাইস্কুল ও নন্দীগ্রামের আমদাবাদ হাইস্কুলের মাঠ উন্নয়নের জন্য প্রতিটি স্কুলের জন্য ২ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। এগরা পুর এলাকার খেলার মাঠ উন্নয়নের জন্য প্রায় ২৬ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। জেলার ৫ টি পুরসভা ও ২৫ টি ব্লকের ক্লাবগুলিকে ক্রীড়া সরঞ্জাম বিতরণের জন্য যুব কল্যাণ দফতর বরাদ্দ করেছে ৬০ লক্ষ ২০ হাজার টাকা। স্কুল ও ক্লাব মিলিয়ে ২৩টি মাল্টিজিম কেন্দ্র তৈরির জন্য ৪৬ লক্ষ টাকা ব্যয় হবে। ১০টি ক্লাব ও স্কুলে মিনি ইনডোর গড়ার জন্য ৯০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
|
মাকে খুন, ধৃত |
গামছার ফাঁসে শ্বাসরোধ করে মা’কে খুন করার অভিযোগ উঠল মদ্যপ ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে পশ্চিম মেদিনীপুরের সাঁকরাইল থানার ছোট কন্যাডিহা গ্রামের ঘটনা। মৃতার নাম সাবিত্রী মাহাতো (৭০)। ছোটছেলে সুধীর মাহাতোর সঙ্গেই থাকতেন বিধবা সাবিত্রীদেবী। জমিজমা বিষয়সম্পত্তি সবই সাবিত্রীদেবীর নামে ছিল। ওই সব সম্পত্তি তাঁর নামে লিখে দেওয়ার জন্য প্রায়ই মাকে চাপ দিতেন বছর আটত্রিশের সুধীরবাবু। এই নিয়ে মাঝে মধ্যেই পারিবারিক বিবাদ চরমে উঠত। মঙ্গলবার মদ্যপ অবস্থায় ফের সম্পত্তি লিখে দেওয়ার জন্য সাবিত্রীদেবীকে চাপ দিতে থাকেন সুধীরবাবু। বচসা চরম আকার নেয়। গভীর রাতে সুধীরবাবু তাঁর মায়ের উপর চড়াও হন বলে অভিযোগ। ছোটছেলের আক্রমণে সাবিত্রীদেবীর মৃত্যু হয়। ঘটনার পরই চম্পট দেন সুধীরবাবু। সাবিত্রীদেবীর বড় ছেলে ধীরেন মাহাতোর অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেলে সুধীরবাবুকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আজ, বৃহস্পতিবার ঝাড়গ্রাম আদালতে তোলা হবে।
|
হলদিয়ায় বিকল টিকিটকেন্দ্র |
কম্পিউটার চালিত টিকিট কেন্দ্র চার দিন ধরে বিকল থাকায় চূড়ান্ত হয়রানির মধ্যে পড়েছেন হলদিয়ার বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে হলদিয়া স্টেশনে আপাতত পুরানো দিনের পাঞ্চ করা টিকিট দেওয়া হচ্ছে। তাতে নতুন স্টেশন, পরিবর্তিত ভাড়ার উল্লেখ না থাকায় সমস্যায় পড়ছেন যাত্রীরা। দক্ষিণ পূর্ব রেলের ডিভিশনাল ম্যানেজার (খড়্গপুর) বিবেক কুমার সমস্যার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, “আমরা লোক পাঠিয়েছি। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।” সাধারণ টিকিট কেন্দ্রে সমস্যা থাকলেও হলদিয়ায় আসন সংরক্ষণ পরিষেবা চালু রয়েছে বলে জানা গিয়েছে।
|
অঙ্ক-সেমিনার |
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের উদ্যোগে দু’দিন ব্যাপী জাতীয় স্তরের সেমিনার অনুষ্ঠিত হল। মঙ্গল-বুধ দু’দিন ধরে চলা সেমিনারের বিষয় ছিল ‘সাম্প্রতিক দৃষ্টিকোণে গণিত ও তার প্রয়োজন’। মঙ্গলবার সেমিনারের সূচনা করেন খড়্গপুর আইআইটি-র গণিত বিভাগের অধ্যাপক পি ডি শ্রীবাস্তব। উপস্থিত ছিলেন কানপুর আইআইটি-র বিশিষ্ট গণিতবিদ জয়দীপ দত্ত, গণিতের বিভাগীয় প্রধান অধ্যাপক শঙ্করকুমার রায়। সেমিনারে ৪০টি গবেষণাপত্র পাঠ করেন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গবেষক ও অধ্যাপকরা।
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু |
সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক গৃহবধূর। মৃতার নাম বিদ্যাবতী পট্টনায়েক (৫৫)। বুধবার সকালে তমলুক থানার রাধামনি বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটে। বিদ্যাবতীদেবীর বাড়ি তমলুকের তেঘরি গ্রামে। সকাল সাড়ে ১০টা নাগাদ রাধামনি বাজারের কাছে জাতীয় সড়ক পার হওয়ার সময় মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে যান ওই প্রৌঢ়া। বালিবোঝাই একটি ট্রাক তাঁকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তমলুক জেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর।
|
জয়ী মহিষাদল |
পূর্ব মেদিনীপুর জেলা আন্ত: কলেজ ক্রীড়ার ফুটবলে জয়ী হল মহিষাদল রাজ কলেজ। বুধবার কাঁথি অরবিন্দ স্টেডিয়ামে ফাইনালে তারা ২-০ গোলে মুগবেড়িয়া গঙ্গাধর কলেজকে হারায়। রাজ্য উচ্চশিক্ষা অধিকরণের সহায়তায় ও প্রভাত কুমার কলেজের উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী প্রতিযোগিতায় ১৬টি কলেজের তিনশোর বেশি ছাত্রছাত্রী যোগ দেয়। পুরস্কার বিতরণ করে কাঁথির সাংসদ শিশির অধিকারী। |
|