|
|
|
|
আজ দু’নম্বর চাতালে উড়ালপুলের শিলান্যাস
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
ঘাটাল-চন্দ্রকোনা সড়কের দু’নম্বর চাতালের উপর উড়ালপুলের কাজের শিলান্যাস হবে আজ, বৃহস্পতিবার। এ দিন ওই উড়ালপুলের শিলান্যাস করবেন পরিষদীয় সচিব তথা ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই। উড়ালপুলটি তৈরির জন্য প্রায় ১২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা গিয়েছে।
অল্প বৃষ্টিতেই ঘাটাল-চন্দ্রকোনা সড়ক জলের তলায় চলে যায়। ফলে ঘাটালের সঙ্গে কলকাতা-সহ বিভিন্ন জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভোগান্তির মুখে পড়েন ঘাটাল মহকুমার অসংখ্য বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি ওই সড়কের উপর দু’টি চাতালে উড়ালপুল তৈরির দাবি জানিয়ে আসছেন। বছর সাতেক আগে তিন নম্বর চাতালে উড়ালপুল চালু হলেও সমস্যার সমাধান হয়নি। কেননা, দু’টি চাতাল অল্প দূরত্বের মধ্যে থাকায় একটু জল জমলেই যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়তো। ফলে বন্যার সময় যাতায়াত করতে নৌকাই একমাত্র ভরসা।
গত বছর ঘাটালে পরপর বন্যার সময় টানা প্রায় এক মাসের বেশি সময় ধরে ঘাটালের যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। শঙ্করবাবু জানান, গত বছর পুজোর আগে বন্যার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে ঘাটালের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে সাময়িকভাবে কী করণীয় জানতে চান। পরে কলকাতায় গিয়ে মুখ্যমন্ত্রীকে ঘাটালের বাসিন্দাদের দুর্ভোগের কথা জানাই। উনি সব শুনেই ওই উড়ালপুলের জন্য টাকা বরাদ্দ করার নির্দেশ দেন। উড়ালপুলের জন্য এত দ্রুত অর্থ বরাদ্দ হবে ভাবতেও পারিনি। |
|
|
|
|
|