নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
যা প্রত্যাশিত ছিল তা-ই হল। শনিবারের ডার্বিতে খেলতে পারছেন না ওডাফা ওকোলি। মোহনবাগানের আঠারো জনের দলে জায়গা হচ্ছে না তাঁর। দু’কোটির স্ট্রাইকার পুরোদমে অনুশীলনে নামবেন আই লিগে ইস্টবেঙ্গল-যুদ্ধের দু’দিন পর, সোমবার। পরিস্থিতি যা তাতে ৯ মার্চ আই লিগে মহমেডানের বিরুদ্ধে হয়তো খেলবেন ওডাফা। এই ম্যাচটা অবশ্য এক দিন এগিয়ে আনতে পারে ফেডারেশন। মহমেডানের অনুরোধের চিঠির পরিপ্রেক্ষিতে। ম্যাচটা হতে পারে ৮ মার্চ।
বুধবার সকালে প্রায় দু’ঘণ্টা মাঠে এবং মাঠের বাইরে নানা পরীক্ষা দিতে হয় ওডাফাকে। তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন বাগানের টিম-ডাক্তার প্রতীম রায়। পরে প্রতীমবাবু বললেন, “ওডাফা এখনও খেলার মতো জায়গায় নেই। ওকে ডার্বিতে খেলানো ঝুঁকির হয়ে যাবে।” রাতে মেল করে তা জানিয়ে দেওয়া হয় কোচ করিম বেঞ্চারিফাকে। “ওডাফা দলের নির্ভরযোগ্য ফুটবলার। পেলে ভাল হতো। কিন্তু কী আর করা যাবে? যারা আছে তাদের নিয়েই জিততে হবে,” ক্লাবের থেকে মেল পাওয়ার পর বলে দিলেন করিম। বাগান কোচের কথা শুনে মনে হল, ওডাফাকে পাওয়া যাবে না এটা ধরেই নিয়েছিলেন তিনি। ওডাফা ডার্বির বাইরে চলে যাওয়ায় পর ক্লাব মহলে নানা প্রশ্ন উঠেছে। অনেকেরই ধারণা ঠিকমতো ডাক্তারদের কথা শুনে অনুশীলন করলে, ডার্বিতে খেলতে পারতেন তিনি। অন্য অংশের অবশ্য মত, ওডাফার না-খেলাটা ডার্বিতে শাপে বর হতে পারে টিমের। কারণ অধিনায়ককে ছাড়াই কলকাতা ডার্বিতে জিতেছিল মোহনবাগান। |
ডার্বির আগে বিষণ্ণ বাগানে করিম, ওডাফা (বাঁ দিকে)। ছবি: শঙ্কর নাগ দাস। |
ওডাফা সম্পর্কে ডাক্তারের শেষ রিপোর্ট পাওয়ার আগে করিম অবশ্য সকালের অনুশীলন করালেন তাঁকে পাওয়া যাবে না ধরে নিয়েই। ক্রিস্টোফারকে একমাত্র স্ট্রাইকার করে পিছনে রাখলেন কাতসুমি, রাম মালিক এবং পঙ্কজ মৌলাকে। ৪-২-৩-১ ফর্মেশনে দল সাজিয়ে ছিলেন মরক্কান কোচ। মিডিওদের পিছনে জোড়া ডিফেন্সিভ স্ক্রিন। সেখানে নতুন ফুটবলার বিক্রমজিতের সঙ্গে রাখলেন ডেনসন দেবদাসকে। আইবরকে নিয়ে ধোঁয়াশা রাখছেন করিম। রাতে অবশ্য কোচ বললেন, “ডার্বি এমন একটা ম্যাচ যেখানে ১৮ জনকেই মানসিক ভাবে প্রস্তুত রাখতে হয়। ম্যাচটা জেতা ছাড়া আমাদের সামনে আর কোনও রাস্তা নেই। ওটাই এখন আমাদের একমাত্র লক্ষ্য। ডার্বি জিতলেই সদস্য-সমর্থকদের কিছুটা হলেও খুশি করা যাবে।” এ দিন অনুশীলনে চোট পান শিল্টন পাল। তবে তা তেমন গুরুতর নয়। সম্ভবত ডার্বিতে খেলবেন তিনি। এ দিকে কার্ডের জন্য মোহনবাগানের বিরুদ্ধে খেলতে পারবেন না জোসিমার। |