|
|
|
|
বিজয় হাজারে: অটোয় চেপে প্র্যাকটিসে লক্ষ্মীরা |
পিচে ঘাস থাকলে আজ তিন পেসারে খেলবে বাংলা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
টিম বাসের দেখা নেই। তাই অটো রিক্সায় চেপেই প্র্যাকটিসে যেতে হল বাংলা দলের ক্রিকেটারদের। বুধবার জাতীয় ওয়ান ডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফির আঞ্চলিক পর্বে নামার আগের দিন এমনই অভিজ্ঞতা লক্ষ্মীরতন শুক্ল, মনোজ তিওয়ারিদের। প্র্যাকটিসের সময় নিয়ে সংগঠক ও বাংলা শিবিরের ভুল বোঝাবুঝিতেই বিপত্তি। যদিও ঘটনাটাকে গুরুত্ব দিচ্ছে না বাংলা শিবির। অধিনায়ক লক্ষ্মী যেমন বলছিলেন, “বোঝাপড়ার অভাবে এ রকম হয়েছে হয়তো। হতেই পারে। আমাদের এতে কোনও অসুবিধা হয়নি। আমরা ক্রিকেটে মন দিতে চাই। কালকের ম্যাচ নিয়েই শুধু ভাবতে চাই।”
আসলে প্রতিপক্ষ ওড়িশাকে কম শক্তিশালী ভাবার ভুল করতে চায় না বাংলা। এ বারের রঞ্জি ট্রফিতে যারা দিল্লি, মুম্বইয়ের মতো দলকে সমস্যায় ফেলে আট ম্যাচে বারো পয়েন্ট পেয়েছিল, তাদের দুর্বল মনে করার প্রশ্নই ওঠে না বলে মনে করেন লক্ষ্মী। গত বছরের কথা মনে করিয়ে দিয়ে তিনি রাঁচি থেকে ফোনে বলেন, “গত বার ওদের সঙ্গে ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। ওরা যথেষ্ট ভাল দল। তাই ওদের কম গুরুত্ব দেওয়ার প্রশ্নই নেই। ওড়িশাকে হারাতে গেলে ভাল ক্রিকেট খেলতে হবে।” গত বছর বাংলা ১৮৬ অল আউট হয়ে যাওয়ার পর দিন্দা চার ও লক্ষ্মী পাঁচ উইকেট নিয়ে ওড়িশাকে ১৭৫-এ শেষ করে দিয়েছিলেন।
রাঁচির যে মাঠে বৃহস্পতিবার ফের দু’দল মুখোমুখি হবে, সেখানকার উইকেটে ঘাস রয়েছে বলে জানালেন বাংলা অধিনায়ক। ম্যাচের সকালে উইকেটের অবস্থা দেখে দল চূড়ান্ত করবেন বলে জানান তিনি। উইকেটে ঘাস ছাড়া থাকলে অবশ্য এক স্পিনারে নামারই ইঙ্গিত দিয়ে রাখলেন লক্ষ্মী। ঘাস ছেঁটে দেওয়া হলে সৌরাশিস লাহিড়ীর সঙ্গে ইরেশ সাক্সেনার খেলার সম্ভাবনা রয়েছে। ঘাস থাকলে মিডিয়াম পেসার বট্টুপল্লি অমিতই প্রথম পছন্দ। বুধবার রাত পর্যন্ত ঠিক রয়েছে ব্যাটিং অর্ডার অনুযায়ী প্রথম এগারো হবে, ঋদ্ধিমান সাহা, শ্রীবৎস গোস্বামী, সুদীপ চট্টোপাধ্যায়, মনোজ, লক্ষ্মী, দেবব্রত দাস, সায়নশেখর মণ্ডল, সৌরাশিস, অশোক দিন্দা, বীরপ্রতাপ সিংহ ও ইরেশ বা অমিত।
বিপক্ষের দুই ক্রিকেটার চিন্তায় ফেলতে পারে বাংলাকে। ওপেনার ও ক্যাপ্টেন নটরাজ বেহরা, যিনি এ বারের রঞ্জি ট্রফিতে চারটি সেঞ্চুরি-সহ প্রায় ৬৫-র গড়ে দশ ইনিংসে ৫৮৪ রান করেছেন। মুম্বইয়ের বিরুদ্ধে দুই ইনিংসেই সেঞ্চুরি করেন বেহরা। অন্য জন পেসার বসন্ত মোহান্তি, রঞ্জিতে যাঁর আট ম্যাচে ২৭ উইকেট রয়েছে। তবে লক্ষ্মীর বক্তব্য, “পুরো দলটাই যেখানে ভাল, সেখানে আলাদা করে কাউকে গুরুত্ব দিতে যাব কেন? ওদের সবাইকেই সমান গুরুত্ব দিতে হবে।” |
|
|
|
|
|